18/08/2025
পনের বছর আগে খুলনার পঞ্চাশ জন সাংবাদিক মিলে মাসে দুইশো টাকা সঞ্চয় দিয়ে যাত্রা শুরু হয়েছিলো খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির। প্রতিষ্ঠানটির বর্তমানে সম্পদের তহবিল চল্লিশ লাখের ওপরে। আগামীতে প্রতিষ্ঠানটির কলেবর এবং মর্যাদা আরো বাড়বে। এই আকাঙ্ক্ষা নতুন কমিটির সবার।