Italy Life with Bijoy

  • Home
  • Italy Life with Bijoy

Italy Life with Bijoy Hi, I'm MD Bijoy. I'm from Bangladesh.. I'm Now Italy.
(1)

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।তাই শেষ মুহূর্ত পর্...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুট নিয়ে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শত শিশু আছে।

তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন।

🥹Latest Update: Updated at 4.33 PM.

The Fight is over. No more hope.
ঢাকা সিএমএইচ-এ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে মারাই গেলো বিধ্বস্ত প্লেনের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। উত্তরা থেকে সিএমএইচে নেওয়ার সময় সে বেঁচে ছিলো। মোটামুটি ঘণ্টাখানেক চেষ্টার পর সবকিছু শেষ হয়ে গেলো চিরতরে।😭

নোট: আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব। (শাফিন রহামান, বিমান অফিসার)

ওদিকে মাইলস্টোন স্কুলের বাচ্চাদের অবস্থা এখনও অবর্ণনীয়, ক্যাজুয়ালটি বাড়তে পারে অনেক।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) ছিল !!সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেন...
21/07/2025

আজ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) ছিল !!

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন 😔😢🙏

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট 😢😔🙏

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, #দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন !

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য !!

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা #মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়😢🙏😢

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব 🙏😢

লেখা- Shafin Rahman

মাইলস্টোন স্কুলে এফ-৭ বিমান বিধস্তের ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকরা আতঙ্কিত 😥😭অনেকে আহত হয়েছেন খুব বাজে ভাবে এবং একজন ...
21/07/2025

মাইলস্টোন স্কুলে এফ-৭ বিমান বিধস্তের ঘটনায় শিক্ষার্থী এবং অভিভাবকরা আতঙ্কিত 😥😭অনেকে আহত হয়েছেন খুব বাজে ভাবে এবং একজন মারা গেছেন এখন পর্যন্ত পাওয়া খবর 😢
😭
আল্লাহ সবাইকে হেফাজত করুন 🤲🤲🙏🙏😭😭😭

আমার কথা হলো ঢাকা শহরের মত এতো  ব্যস্ততম সিটির উপর দিয়ে কেনো বিমান প্রশিক্ষণ করাতে হবে?এখন এতো গুলো প্রানের দায় কে নিবে,...
21/07/2025

আমার কথা হলো ঢাকা শহরের মত এতো ব্যস্ততম সিটির উপর দিয়ে কেনো বিমান প্রশিক্ষণ করাতে হবে?
এখন এতো গুলো প্রানের দায় কে নিবে,?...

বাংলাদেশে কি বিমান প্রশিক্ষণ দেওয়ার জন্য ফাঁকা জায়গার ও আর এয়ারপোর্টের অভাব।

এইতো বাংলাদেশে আমাদের এশিয়া মহাদেশের সব থেকে বড় একটা রান ওয়ে লালমনিরহাট রানওয়ে রয়েছে সেখানে বিমান প্রশিক্ষণ দিলে কি হয়..?...??
আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান কর আমিন

"ইতালির আকাশের নিচে, ইতিহাস আর আধুনিকতার মাঝে এক ঝলক স্বপ্নের পথচলা। 🌤️🇮🇹      "
20/07/2025

"ইতালির আকাশের নিচে, ইতিহাস আর আধুনিকতার মাঝে এক ঝলক স্বপ্নের পথচলা। 🌤️🇮🇹 "

14/07/2025

অসাধারণ একটি আপডেট পাবজি ৩.৯

“ইতালিয়ান নাগরিকত্বের স্বপ্ন শুধু আপনার নয় — আমাদের সবার! মানিব্যাগ, কার্ড আর চাবির মতো ছোট ছোট ধাপই একদিন নিয়ে যাবে ...
29/06/2025

“ইতালিয়ান নাগরিকত্বের স্বপ্ন শুধু আপনার নয় — আমাদের সবার! মানিব্যাগ, কার্ড আর চাবির মতো ছোট ছোট ধাপই একদিন নিয়ে যাবে সেই বড় স্বপ্নের কাছে। সাহস রাখুন, লড়াই চালিয়ে যান — একদিন নিশ্চয়ই হবে!”ইনশাআল্লাহ

"এই কাগজগুলো শুধু ডকুমেন্ট না, প্রিয়জন ছেড়ে আসা রাতগুলোর নীরব সাক্ষী। 🇮🇹💔📄"

ইতালির মাটিতে বৈধ হওয়ার পেছনে আছে হাজারো চোখের জল আর অগণিত পরিশ্রমের গল্প। ✈️🪪😢"

ডকুমেন্টের পেছনে লুকানো থাকে একটা স্বপ্ন, একটা সংগ্রাম, আর এক পৃথিবী থেকে দূরে থাকা কিছু ভালোবাসা। 💼🌍❤️"

"মায়ের মুখ, বাবার কণ্ঠস্বর, ভাইয়ের হাসি… সব ফেলে এসেছি এই কাগজগুলোর স্বপ্নে। 🇮🇹📝💔

একটা পরিচয় কার্ডের পেছনে কত রাত নির্ঘুম, কতদিন না খেয়ে থাকা — এসব কেউ দেখে না, শুধু ফলটা দেখে। 🪪💶😢"

জীবনের আসল শিক্ষা হলো,কোথায় থামতে হবে সেটা জানা,আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে,সেটা বোঝা।
15/06/2025

জীবনের আসল শিক্ষা হলো,কোথায় থামতে হবে সেটা জানা,আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে,সেটা বোঝা।

ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির আগুনে ধ্বংস হওয়া পাম্পেই নগরী।
13/06/2025

ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির আগুনে ধ্বংস হওয়া পাম্পেই নগরী।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Italy Life with Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Italy Life with Bijoy:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share