Satirtho Prokashona

  • Home
  • Satirtho Prokashona

Satirtho Prokashona বন্ধুত্ব হোক বইয়ের সাথে...
(1)

প্রি-অর্ডার করার কথা কি কারও মনে আছে? 🥹নাকি ভুলে গেছেন?
17/07/2025

প্রি-অর্ডার করার কথা কি কারও মনে আছে? 🥹
নাকি ভুলে গেছেন?

17/07/2025

১৪৯৯ টাকায় ১০টি বইয়ের অফারের (বুকিং বাদে) সকলকে আজকে বই কুরিয়ার করে দেওয়া হয়েছে। আপনারা বই পেয়ে জানাবেন প্লিজ।

17/07/2025

চট্টগ্রাম আর নারায়ণগঞ্জের সুন্দরবন কুরিয়ারের লোকজন একেকটা বাহুবলি! ছোট হোক আর বড়, পার্সেল পেলেই তুলে আর আছাড় মারে। -_-

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'আরণ্যক' উপন্যাস মূলত একটি স্মৃতিকথা। কিন্তু এই উপন্যাসের সবচেয়ে বড় স্বার্থকতা হচ্ছে, লেখ...
16/07/2025

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত 'আরণ্যক' উপন্যাস মূলত একটি স্মৃতিকথা। কিন্তু এই উপন্যাসের সবচেয়ে বড় স্বার্থকতা হচ্ছে, লেখক প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো পাঠকের মনে সুনিপুণভাবে তুলে ধরতে পেরেছেন। এত এত প্রকৃতির বর্ণনা লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন যে প্রাকৃতিক এই সৌন্দর্যের কবলে পড়ে একটা পর্যায়ে পাঠক হিসেবে হতবিহ্বল হয়ে যেতে হয়।
লেখক খুব চতুরতার সাথে এই উপন্যাসে ভারতবর্ষের তৎকালীন উপেক্ষিত ও অবহেলিত একটি গোষ্ঠির গল্প তুলে ধরেছেন। সেই শ্রেণির মানুষের মানবেতর জীবনের গল্প এবং হবিহ্বল করা প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উপাখ্যান আরণ্যক উপন্যাস।
যার একমাত্র অনুভূতি তীব্র হাহাকার; যা হয়তো লেখকের আর কোনো উপন্যাস শেষ করে এতটা তীব্র হয়ে ধরা দেয় না!
____
বিভূতি-ভিন্টেজ সংস্করণে বইটির প্রি-অর্ডার চলছে।
অর্ডার করতে সতীর্থের ইনবক্সে মেসেজ করলেই হবে।

16/07/2025

যে সকল বুকশপ ১৪৯৯ টাকায় ১০টি বইয়ের অফারে অর্ডার নিয়েছেন, তারা সতীর্থের সাথে যোগাযোগ করে আগামীকালকের মাঝেই বই নিয়ে ফেলবেন প্লিজ।

আপকামিং ভিন্টেজের সবগুলো কাভারের ছবি
16/07/2025

আপকামিং ভিন্টেজের সবগুলো কাভারের ছবি

১৪৯৯টাকায় ১০টা বইয়ের অফার শেষ! 🤷‍♂️কিন্তু অফার শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পাঠক:
15/07/2025

১৪৯৯টাকায় ১০টা বইয়ের অফার শেষ! 🤷‍♂️

কিন্তু অফার শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে পাঠক:

সতীর্থের যে কোনো ১০টা বই ১৪৯৯ টাকায় কেনার অফার শেষ হচ্ছে আজকে রাত্রে!এমন অফার আবার কবে আসবে কেউই জানি না, তবে শেষ মুহূর্...
15/07/2025

সতীর্থের যে কোনো ১০টা বই ১৪৯৯ টাকায় কেনার অফার শেষ হচ্ছে আজকে রাত্রে!

এমন অফার আবার কবে আসবে কেউই জানি না, তবে শেষ মুহূর্তে থাকছে বুকিং করার অপশন। ৫০০ টাকা পে করে এই অফারটা আপনি বুকিং করে রাখতে পারবেন।
কতদিন অব্দি সেইটা ইনবক্সে আলোচনা করে নিলেই হবে।

অফার শেষ হওয়ার আগেই ইনবক্সে মেসেজ করুন...

আজকেই শেষদিন!!!💥 ১৪৯৯ টাকায় যে কোনো ১০টি বই অফার 💥আজ রাত ৯টায় শুরু হবে ১৪৯৯ টাকায় বর্তমানে সতীর্থের এভেইলেভল থাকা যে কোন...
15/07/2025

আজকেই শেষদিন!!!

💥 ১৪৯৯ টাকায় যে কোনো ১০টি বই অফার 💥

আজ রাত ৯টায় শুরু হবে ১৪৯৯ টাকায় বর্তমানে সতীর্থের এভেইলেভল থাকা যে কোনো ১০টি বই কেনার অফার। তালিকা কমেন্টে দেওয়া আছে।

শুরুতেই বলে রাখি, নতুন বই প্রকাশের একদম আগ মুহূর্তে এমন অফার মূলত দেওয়ার কোনো দরকার ছিল না। কিন্তু সতীর্থের একজন সদস্যের পারিবারিক প্রয়োজনে বেশ বড় পরিমাণ টাকার দরকার। মূলত এই কারণেই অফার দেওয়া।

অর্ডার করার আগে অবশ্যই অফার বিস্তারিত পড়ে নিবেন।

📍 অফার চলবে, ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত
কিংবা ১০০ জন অর্ডার করা পর্যন্ত। (আর ৩০ জনকে অফার দেওয়া যাবে)

📍 অফার বিস্তারিত:

১. অফারে একই বই একাধিক কপি নেওয়া যাবে না। আপনার পছন্দের যে কোনো বইয়ের ১ কপি করে সর্বোচ্চ ১০টা বই নেওয়া যাবে। চাইলে কেউ ১০টার কমও নিতে পারেন। কিন্তু পেমেন্ট ১৪৯৯ টাকাই করতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, থার্টি নাইন ক্লুজ (১-৫) একটি না, ৫টি বই হিসেবে কাউন্ট হবে।

২. প্রি-অর্ডারের বই অফারে নেওয়ার সুযোগ নেই। বর্তমানে এভেইলেভল মৌলিক, অনুবাদ ও চিরায়ত বইসমূহের মাঝে থেকে যে কোনো ১০টা বই সিলেক্ট করে নিতে হবে;

৩. ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ারে কিংবা পোস্ট অফিসে ১৫১ টাকা।

যে কোনো ১০টা বই নেওয়ার অফারে স্বাভাবিকভাবেই সবাই মোটা বইগুলো টার্গেট করবেন, সেই অনুযায়ী ডেলিভারি চার্জ সুন্দরবন কুরিয়ারে নূণ্যতম ৮০-১০০ টাকা মতো আসবে। এর বাইরে বাকিটা প্যাকেজিং ও বিকাশ/পেমেন্ট গেটওয়ে চার্জ হিসেবে গণ্য করা হবে।

সাধারণ সময়ে মানে যখন ৬০টাকা ডেলিভারি চার্জ নেওয়া হয় তখন যে পরিমাণই বই হোক না কেন, প্যাকেজিং চার্জ তো ধরাই হয় না। এমনকি বেশি চার্জ লাগলে সেইটা প্রকাশনী বহন করে।

৪. এই অফারে বুকিং-এর অপশন নেই। তবে যারা সতীর্থের একদম রেগুলার পাঠক, তারা চাইলে বুকিং করতে এবং ক্যাশ অনে নিতে পারবেন। কিন্তু ক্যাশ অনে ডেলিভারি চার্জ অনেক বেশি আসবে।
প্রথমত বইয়ের ওজন বেশি হবে; দ্বিতীয়ত অফারের বই ডেলিভারি হবে রাজশাহী থেকে। এখান থেকে ক্যাশ অনের ডেলিভারি চার্জ বেশি আসে।

৫. অফারের বইয়ের বাইরে অন্য কোনো বই যুক্ত করতে চাইলে মৌলিকে ৪০% এবং চিরায়ত ও অনুবাদে ৫০% ছাড় দেওয়া হবে। এছাড়া বই হাতে পাওয়ার পরে বইয়ের কোনো সমস্যা থাকলে সেইটা প্রকাশনীর ইনবক্সে মেসেজে জানালেই হবে। প্রকাশনীর নিজের খরচে বই বদলে দেওয়া হবে।

সর্বশেষ, একই অফার এফ-কমার্স কেন্দ্রিক যে কোনো বুকশপ চাইলেই দিতে পারবেন এবং অবশ্যই অফার দেওয়ার আগে সতীর্থের পেইজের ইনবক্সে কিংবা হোয়াটস্যাপে মেসেজ করে বিস্তারিত জেনে নিবেন। কেউ বিস্তারিত না জেনে অফার দিয়ে বাংলাবাজার হাবে গিয়ে বই দাবি করলে বই দেওয়া হবে না। বুকশপের ক্ষেত্রে ডেলিভারি চার্জ তাদের নিজেদের মতো হবে।

যারা এই অফারটি নিতে আগ্রহী, তারা দ্রুত পেইজের ইনবক্সে যোগাযোগ করুন। সময় ও অর্ডার সংখ্যা এবং কিছু বইয়ের স্টকও সীমিত।

প্রথম স্ক্রিনশটা ডাক বিভাগের। একটা ৬ কেজি ওজনের পারসেল হোম ডেলিভারি দিতে মাত্র ৭৬ টাকা খরচ হচ্ছে। ধরে নিলাম, সরকারি অফিস...
14/07/2025

প্রথম স্ক্রিনশটা ডাক বিভাগের।
একটা ৬ কেজি ওজনের পারসেল হোম ডেলিভারি দিতে মাত্র ৭৬ টাকা খরচ হচ্ছে। ধরে নিলাম, সরকারি অফিস, কিছু টাকা ছাড়া কাজ করে না, আরও একটু বেশি লাগবে। সব মিলে ধরলাম, ১০০ টাকা।
৬ কেজি ওজনের পারসেল ১০০ টাকায় আপনি একদম ঘরে বসে পাচ্ছেন।
আপনি বাংলাদেশের যে প্রান্তের থাকেন না কেন, ডাক বিভাগের মতে আপনি যদি খুব স্পষ্টভাবে বাসার ঠিকানা দেন তাহলে আপনাকে হোম ডেলিভারি দিয়ে আসা হবে।
হ্যাঁ, সময় কেমন লাগবে?
রবিবার বুকিং দিলে বুধবার-বৃহস্পতিবার পার্সেল হাতে পেয়ে যাওয়ার কথা।
ডাক বিভাগের কিছু অসুবিধাই হচ্ছে সুবিধার মতো।
অতিরিক্ত পার্সেল হলে ডাক বিভাগ যেমন চাইলেই বাইরের গাড়ি ভাড়া করতে পারবে না, তেমনই আপনার এলাকাতে একটা মাত্র পার্সেল থাকলেও গাড়ি আপনার এলাকাতে সেই পার্সেল নিয়ে যেতে বাধ্য।
যারা কম খরচে বই নিতে চান, তারা চাইলে ডাক বিভাগ ব্যবহার করতে পারেন।

আর দ্বিতীয় স্ক্রিনশটটা স্টিডফাস্টের।
প্রায় ৫ কেজি ওজনের একটা পার্সেল হোম ডেলিভারিতে খরচ আসছে ১৭০ টাকা।

এই একই প্রায় ৫ কেজি ওজনের পার্সেল যদি সুন্দরবন কুরিয়ারে দেওয়া যায়, তাহলে দুইটা পার্সেল (ডকুমেন্ট) আকারে দিতে হবে। নাইলে অতিরিক্ত মোটা হয়ে যাবে এবং হোম ডেলিভারি হবে না। যেখানে ডেলিভারি চার্জ লাগে ১০০-১২০ টাকা মতো।

সত্যি বলতে বুক ইন্ডাস্ট্রির জন্য ডাক বিভাগ খুবই সাশ্রয়ী একটা ডেলিভারি অপশন। শুধু যদি ওরা একটু সিনসিয়ার হতো, তাহলে এত চিন্তা করা লাগতো না। প্রকাশনী, বুকশপ ও পাঠক অনেক বেশি লাভবান হতো।

14/07/2025

~ স্টক আউট অ্যালার্ট ~

এইট পারফেক্ট মার্ডারস বইটি স্টক আউট।
এই পোস্টের আগে বুকশপ সহ যারা অর্ডার করেছেন, তাদের বাদে আর বই নেই।

আগামীকাল শেষ হচ্ছে ১৪৯৯ টাকায় ১০টি বইয়ের অফার!আজকে অব্দি অর্ডার আসা ৯৫% বই কুরিয়ার করে দেওয়া হয়েছে।আমরা যে পরিমাণ অর্ডার...
14/07/2025

আগামীকাল শেষ হচ্ছে ১৪৯৯ টাকায় ১০টি বইয়ের অফার!

আজকে অব্দি অর্ডার আসা ৯৫% বই কুরিয়ার করে দেওয়া হয়েছে।

আমরা যে পরিমাণ অর্ডার কালেক্ট করতে চেয়েছিলাম, তা পূরণ হতে আর অল্প কিছু অর্ডার প্রয়োজন। কিন্তু আমরা হিসাব করে দেখলাম, এখন পর্যন্ত এই অফারে যে পরিমাণ বই গিয়েছে তাতে ১০টা বইয়ের সেট হিসেবে অর্ডার প্রতি আমাদের প্রায় ১৮৩ টাকা করে লস হয়েছে।

এখন এই লস রিকাভার করতে প্রয়োজন আর ৩৫ সেট এর অর্ডার!
মানে এখন আর ৩৫ জন যদি এই অফারটি নেয়, তাহলেই আমাদের লস রিকাভার হবে।
মানে আপনাদেরও আমরা অকল্পনীয় কম দামে বই দিলাম, সেই সাথে আমাদের লাভ না হলেও লস অন্তত হলো ন!

তো শেষ ৩৫জন কে কে এই অফারটা নিতে চান?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Satirtho Prokashona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satirtho Prokashona:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share