25/10/2025
মুক্তি চাই✊
সাদাত হাসান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ক্লান্তি ভর করেছে মস্তিষ্কে,
আঁধার নেমে আসে দু চোখে।
রক্ত হিম হয়ে আসে ধীরে।
অত্যাচার, শোষন,দুর্নীতিতে পুরো দেশ
ছেঁয়ে গেছে।
দেখো দেখো! ছেলেটি গুলি খেয়ে পড়ে আছে।
রক্তে রঞ্জিত মাটি!
বসে পড়লো মাটিতে।
কিছু লোক তাকে গাড়িতে তুললো।
হাসপাতালে পৌছানোর আগেই পরপারে চলে গেছে সে।
আতঙ্কে পরিবেশটা কেমন মুহূর্তেই বদলে গেল।
আতঙ্কিত পুরো শহর, এমনকি পুরো দেশ।
ভুবনের এই করুন অবনতিতে,
চারদিক কেমন মায়াহীন হয়ে উঠলো।
দিনের পর দিন হতে লাগলো
খুন, অন্যায়, অবিচার আর অবিচারক।
মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমতে লাগলো,
কমতে লাগলো মায়া-মমতা।
লাশের পর লাশ পড়তেছে,
শত শত ছেলে গুলি খেয়ে মরে পড়ে আছে দেখো।
কতো মায়ের বুক খালি আজ।
কতো বোন হারিয়েছে আদরের ভাই।
এই নিষ্ঠুরতা কেড়ে নিয়েছে শান্তি,
চারদিক করেছে বিষন্ন, অস্তিরতা,আশঙ্কা।
এই সমাজ, এই দেশ মুক্তির পথ চেয়ে আছে।
কবে হবে এই অন্যায়-অবিচারের, নির্মম হত্যাকাণ্ডগুলোর সমাপ্তি?
দম বন্ধ হয়ে আসে।