Soul Letters

Soul Letters Sadat’s Paramedic Diary💊
🩹🩸
If you want to know more, follow the page.

⠀⠀⠀

মুক্তি চাই✊সাদাত হাসান~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ক্লান্তি ভর করেছে মস্তিষ্কে,আঁধার নেমে আসে দু চোখে। রক্ত হিম হয়ে আসে ধ...
25/10/2025

মুক্তি চাই✊
সাদাত হাসান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ক্লান্তি ভর করেছে মস্তিষ্কে,

আঁধার নেমে আসে দু চোখে।

রক্ত হিম হয়ে আসে ধীরে।

অত্যাচার, শোষন,দুর্নীতিতে পুরো দেশ

ছেঁয়ে গেছে।

দেখো দেখো! ছেলেটি গুলি খেয়ে পড়ে আছে।

রক্তে রঞ্জিত মাটি!

বসে পড়লো মাটিতে।

কিছু লোক তাকে গাড়িতে তুললো।

হাসপাতালে পৌছানোর আগেই পরপারে চলে গেছে সে।

আতঙ্কে পরিবেশটা কেমন মুহূর্তেই বদলে গেল।

আতঙ্কিত পুরো শহর, এমনকি পুরো দেশ।

ভুবনের এই করুন অবনতিতে,

চারদিক কেমন মায়াহীন হয়ে উঠলো।

দিনের পর দিন হতে লাগলো

খুন, অন্যায়, অবিচার আর অবিচারক।

মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমতে লাগলো,

কমতে লাগলো মায়া-মমতা।

লাশের পর লাশ পড়তেছে,

শত শত ছেলে গুলি খেয়ে মরে পড়ে আছে দেখো।

কতো মায়ের বুক খালি আজ।

কতো বোন হারিয়েছে আদরের ভাই।

এই নিষ্ঠুরতা কেড়ে নিয়েছে শান্তি,

চারদিক করেছে বিষন্ন, অস্তিরতা,আশঙ্কা।

এই সমাজ, এই দেশ মুক্তির পথ চেয়ে আছে।

কবে হবে এই অন্যায়-অবিচারের, নির্মম হত্যাকাণ্ডগুলোর সমাপ্তি?

দম বন্ধ হয়ে আসে।

মনে পড়ে মন পুড়ে তবু হায় কী করার,তুমি আছো চাঁদ হয়ে কীভাবে হাত বাড়ায়?
25/10/2025

মনে পড়ে মন পুড়ে তবু হায় কী করার,
তুমি আছো চাঁদ হয়ে কীভাবে হাত বাড়ায়?

main kiyu kahoo usse, ke mojce bath karle.Use nehi batha? Ke uske bagair mera dil nehi lagtha🦋🤍
24/10/2025

main kiyu kahoo usse, ke mojce bath karle.
Use nehi batha? Ke uske bagair mera dil nehi lagtha🦋🤍

24/10/2025

সেই যে ডুবেছি তোমার চোখে,আর ভেসে ওঠার ক্ষমতা হয়নি🤍🦋

24/10/2025
24/10/2025

মহেশখালী ঠাকুর তলার এক হিন্দু যুবক নবী করিম (স.)এর নাম নিয়ে কটুক্তি করছে বলে শোনা যাচ্ছে!
ঘটনা যদি সত্যি হয়, কী করা উচিৎ?

Good night 🌑🌙
23/10/2025

Good night 🌑🌙

23/10/2025

হয়ে যায়🤗 #একদিন #একজন #এসেছিলো #গোপনে

🤍🤍
23/10/2025

🤍🤍

নাক আঁকার সহজ পদ্ধতি।collected
23/10/2025

নাক আঁকার সহজ পদ্ধতি।
collected

23/10/2025

চাঁদে কে সবাই ভালোবাসতে চায়,ভালোবাসে । কিন্তু সেই চাঁদ সবাইকে ভালোবাসে না।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Soul Letters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soul Letters:

Share