
09/08/2025
#আহারে #জীবন এখানে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত প্যারালাইজড হয়ে অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।
শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।
অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।
সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।
ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।
অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।
দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।
কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!