উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh

  • Home
  • উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh

উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh, Magazine, .

This is a government approved, non-political, non-profit, non-government voluntary and social welfare organization that keeps vigilant and watchful eye on cases of violation, and exerts in implementing human rights at all levels.

উজ্জীবিত বাংলাদেশ মালেশিয়া শাখার আহবায়ক অনন্যা আবসার এ্যানা'র জন্মদাতা পিতা কিছুক্ষণ আগে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সা...
09/06/2025

উজ্জীবিত বাংলাদেশ মালেশিয়া শাখার আহবায়ক অনন্যা আবসার এ্যানা'র জন্মদাতা পিতা কিছুক্ষণ আগে ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরো সাইন্স এন্ড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে করেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাহে রাজিউন।

মরহুমের মৃত্যুতে উজ্জীবিত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. রাসেল আমীণ সম্রাট সহ উজ্জীবিত পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক প্রকাশ করছি।

ডক্টর উৎপল কুমার সরকার
আহবায়ক
হাই কমিটি, উজ্জীবিত বাংলাদেশ
০১৭১৮৭১১২০৬

পুলিশের প্রতি তীব্র নিন্দা জানাই উজ্জীবিত বাংলাদেশ এর নোয়াখালী জেলার সমস্যা মেহেরাজ উদ্দিনকে গত ১৭ এপ্রিল ২০২৫ থেকে কোথা...
14/04/2025

পুলিশের প্রতি তীব্র নিন্দা জানাই

উজ্জীবিত বাংলাদেশ এর নোয়াখালী জেলার সমস্যা মেহেরাজ উদ্দিনকে গত ১৭ এপ্রিল ২০২৫ থেকে কোথাও খুঁজে পাইনি। হঠাৎ আজ জানতে পারলাম তাকে ঢাকার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধু হোটেল থেকে গ্রেফতার করে ডিবি। কেন? কি জন্য গ্রেফতার করা হলো? কোন তথ্য না দিয়ে বললো, আপনি আওয়ামী লীগ সমর্থন করেন। এরপর নিয়ে ঢাকা কলাবাগানের ৭ ডিসেম্বর ২০২৪ এর মামলায় গ্রেফতার দেখানো হয়। অথচ ঐদিন সম্মানিত সদস্য তার কণ্যা সন্তানের জন্মের কারণে হাসপাতালে ছিলেন।

পুলিশের এমন ন্যাক্কার জনক ঘটণার জন্য তীব্র নিন্দা জানাই। পুলিশের চরিত্র কি বাংলাদেশের মাটিতে কখনোই ভালো হবে না? প্রশ্ন থেকেই যায়। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ করে নাই এমন কোন সন্তান বাংলাদেশের মাটিতে দেখি নাই। আজ শুধু অর্থ হাতিয়ে নেয়ার জন্য কাঙ্গাল সবাই স্বৈরাচার বিরোধী পরিচয় দিয়ে মানুষকে স্বৈরাচারের দোসর বানিয়ে ফাঁসিয়ে চলছে। আর পুলিশ তার জায়গায় পুলিশই আছে। কোন পরিবর্তন নেই। আমি সংগঠনের সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। আর পুলিশের সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল লোকের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা স্বৈরাচারী দোসরের মতো ভয়ংকর রুপ নিচ্ছেন। সংশোধন পরিমার্জন না হলে সময় ঠিকই তার বদলা নেবে।

আপনাদের কর্মের কারণে ২৪'র আন্দোলন বৃথা হচ্ছে। অন্তবর্তীকালীন সরকারের সুনাম নষ্ট হচ্ছে। ছাত্র জনতার ঘাতক হিসেবে নম্রতা নেই আপনাদের।
ইউনিফর্মের সম্মান রাখছেন না। মানুষ শয়তান বিশ্বাস করলেও পুলিশ বিশ্বাস করে না। পুলিশ বাহিনী স্বৈরাচারের শতভাগ দোসর। এই জন্য পুলিশ বাহিনী বাতিল করে নতুন নামে, নতুন রুপে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নতুন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী গঠনের আহবান জানাই।

যশোর জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সচিব হিসেবে বাংলাদেশী প্রবাসী নং ১৬১৮৭৩ মিসেস নুর নাহার বেগমকে উজ্জীবিত বাংলাদেশ // Uj...
27/03/2025

যশোর জেলা শাখার নারী ও শিশু বিষয়ক সচিব হিসেবে বাংলাদেশী প্রবাসী নং ১৬১৮৭৩ মিসেস নুর নাহার বেগমকে উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh হাই কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান সৃষ্টিকর্তা আপনার নেতৃত্বকে কবুল করে উজ্জীবিত বাংলাদেশকে শক্তিশালী সংগঠন হিসেবে কামিয়াবি করুন।

শুভেচ্ছান্তে
ডক্টর উৎপল কুমার সরকার
আহবায়ক, হাই কমিটি
উজ্জীবিত বাংলাদেশ

28/02/2025

নতুন ছাত্র সংগঠনকে স্বাগত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে স্বাগত জানাই। তবে কমিটিতে পদ নিয়ে হট্টগোল ও মারামারি করে জুলাই আন্দোলনের সর্বজনীন প্ল্যাটফরমকে বিতর্কিত করা সুন্দর হয়নি বলে দুঃখজনক মনে করছি।

অদূরদর্শী আচরণ ও সিদ্ধান্তে জুলাই আন্দোলনের সার্বজনীন প্ল্যাটফর্মকে বিতর্কিত হচ্ছে বলে মনে হয়। সবাইকে কনভিন্স করার ক্ষেত্রে আরও দক্ষতা ও প্রজ্ঞার পরিচয় দেওয়া দরকার বলে মনে করি আমরা। নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর জন্য শুভকামনা। আশা করি ছাত্র-সমাজের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

আমাদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম রাসেল আমীণ সম্রাট এর পক্ষ থেকে বলবো, ৩৬ জুলাই (৫ আগষ্ট) সবার। সামরিক, আধাসামরিক, পাবলিক, প্রাইভেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মাদ্রাসা (আলিয়া, কওমি), ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ঢাকা, সমগ্র বাংলাদেশ— সবার মানে সবার। আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের ঊর্ধ্বে উদারতার পরিচয়ে। দেশটা হোক ‘সবার বাংলাদেশ’ উজ্জীবিত বাংলাদেশ।’

ডক্টর উৎপল কুমার সরকার
আহবায়ক, হাই কমিটি
উজ্জীবিত বাংলাদেশ

মালেশিয়া শাখার আহবায়ক হিসেবে বাংলাদেশী প্রবাসী নং ১৬১৩৭৩ মিসেস অনন্যা আফসার এনা কে উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Banglad...
23/02/2025

মালেশিয়া শাখার আহবায়ক হিসেবে বাংলাদেশী প্রবাসী নং ১৬১৩৭৩ মিসেস অনন্যা আফসার এনা কে উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh হাই কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মহান সৃষ্টিকর্তা আপনার নেতৃত্বকে কবুল করে উজ্জীবিত বাংলাদেশকে শক্তিশালী সংগঠন হিসেবে কামিয়াবি করুন।

শুভেচ্ছান্তে
ডক্টর উৎপল কুমার সরকার
আহবায়ক, হাই কমিটি
উজ্জীবিত বাংলাদেশ

09/10/2024
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সেপ্টেম্বর-২০২৪অনলাইনে আবেদন শুরু ০১ অক্টোবর ২০২৪ এবং শেষ ১৫ অক্টোবর ২০২৪...
03/10/2024

ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সেপ্টেম্বর-২০২৪

অনলাইনে আবেদন শুরু ০১ অক্টোবর ২০২৪ এবং শেষ ১৫ অক্টোবর ২০২৪

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।

উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh প্রজ্ঞা নাকি প্রতারণারাজনীতি একটা মানসিক খেলা। এইখানে শারিরীক ভাবে কাজ করার চেয়...
25/09/2024

উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh প্রজ্ঞা নাকি প্রতারণা

রাজনীতি একটা মানসিক খেলা। এইখানে শারিরীক ভাবে কাজ করার চেয়েও মানসিক কাজটা একটু বেশিই সঠিক হতে হয়। যারা শুধুমাত্র মাঠ পর্যায়ে শারীরিক কাজে এগিয়ে থাকে, তারা হয় সফল রাজনৈতিক কর্মী। আর যারা মানসিক খেলায় পারদর্শী থাকে, তারা হয় রাজনৈতিক উপদেষ্টা। কিন্তু মূল অবস্থানটা ছিনিয়ে নেয় যারা দু'জায়গাতেই নিজের চতুরতা শো করতে পারে। যারা মাঠে শারীরিক ও মানসিক দুইয়েই সমানতালে খেলতে পারে, তারা হয় নেতা। তারাই রাজনৈতিক দল থেকে শুরু করে, দেশের কর্ণধার হয়ে দেশ পার করে বিশ্ব পর্যন্ত নিয়ন্ত্রণ পারে। তাই উজ্জীবিত বাংলাদেশ এ টিকে থাকতে হলে আপনাকে শারিরীক ও মানসিক দুটো খেলায় উত্তীর্ণ হতে হবে।

যদি রাজনীতি সম্পর্কে আপনার ন্যুনতম ধারণা থাকলে, তাহলে আপনি রাজনীতিতে কখনোই প্রতারণা খুঁজতে যাবেন না। রাজনীতিতে 'প্রতারণা' বলতে কোনো শব্দ নেই। সাধারণ মানুষের কাছে যা প্রতারণা, রাজনৈতিক ব্যক্তিদের কাছে তা'ই হলো রাজনীতি ক্রমধারা। ব্যাপারটাকে আপনি ফুটবলের ড্রিবলিংয়ের সাথে কিছুটা মিলাতে পারেন। ধরুন একজন উইঙ্গার একজন ডিফেন্ডারকে একদিকে ধাবিত করে অন্যদিক দিয়ে বল নিয়ে বের হয়ে গেলো, সেটাকে যদি ডিফেন্ডার প্রতারণা বলে উইঙ্গারের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাতে চায়! তাহলে, আপনি যেভাবে ডিফেন্ডারকে বোকা/পাগল বলে আখ্যায়িত করবেন! ঠিক সেভাবেই যারা রাজনীতির মধ্যকার খেলাকে প্রতারণা বলে দাবি করতে চায়, তারা সেইম লেভেলের বোকা/পাগল।

আপনারা যারা প্রতারিত হয়েছেন বলে আফসোস করছেন! আপনাদের উচিৎ প্রতিপক্ষ আপনাদের প্রতারিত করেছে সেটা ভেবে আফসোস না করে, নিজেরা বোকামি ও অদূরদর্শিতারা জন্য গোল খেয়েছেন ভেবে, পুনঃপরিকল্পনা করে গোল শোধ করার চেষ্টা করা। তাহলেই আপনি একজন মনস্তাত্ত্বিক রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন। সৎকাজে নিজে উজ্জীবিত হবেন। অন্যকে উজ্জীবিত করতে পারবেন। গড়ে তুলতে পারবেন উজ্জীবিত বাংলাদেশ। অন্যস্থায় দেখবেন আপনার কোন কাজ নেই। সংগঠনের কোন অবলোকন নেই। কারণ আপনি সংগঠনকে বা দেশকে কিছুই দিতে আসেননি। নিতে এসেছেন। তাই এক সময় বদনাম করে আপনি চলেই যাবেন।

সুতরাং আপনাকে রাজনীতির মাঠ থেকে 'প্রতারণা' নয়, 'রাজনীতির খেলা অথবা 'রাজনীতির প্রজ্ঞা' বলে সম্মোধন করা উচিৎ।

বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নিহতঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার দাস ...
10/09/2024

বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার দাস নামের এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবাসহ মহাদেব কুমার সিংহসহ
অন্তত দুজন। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এর আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস (১৩) সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। ‘ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের যখন সোনালি সম্পর্ক, ছিল। শেখ হাসিনা যখন বলেছিল "ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে"। তখনো এসব ঘটেছে। আসলে এটার কোনো পরিবর্তন হয়নি। উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh মনে করে, ভারত সীমান্ত হত্যাকে এক ধরনের ধারাবাহিকতায় রুপ দিয়েছে।

বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে গুলি করতে তারা (ভারত) মজা পায়। আগের যুগের রাজা বাদশাগণ যেমন প্রজাদের উপর জুলুম করে মজা নিত। এমন চরিত্রের লোকের কাছে কোন ধর্ম, বর্ণ বা জাত বলে কোন কথা নেই। এরা শাষক ও শোষক। এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরী। উজ্জীবিত বাংলাদেশ এর পক্ষ থেকে ভারতের বিএসএফ কর্তৃক সকল হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাই।

ড. উৎপল কুমার সরকার
আহবায়ক, হাইকমিটি
উজ্জীবিত বাংলাদেশ

বিএসএফের গুলিতে স্কুলছাত্রী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানাইমৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী...
03/09/2024

বিএসএফের গুলিতে স্কুলছাত্রী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানাই

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে স্বর্ণা দাস (১৬) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তে এ ঘটনা ঘটলেও, জানাজানি হয় সোমবার রাতে।

পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাতলাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণা দাসের লাশ হস্তান্তর করে বিএসএফ। স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। পরেন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরায় তাঁর বড় ছেলে থাকেন। তাঁকে দেখার জন্য ১০ হাজার টাকার মাধ্যমে স্থানীয় দুই দালাল ধরে স্বর্ণা ও তার মা রোববার রাতে লালারচক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়। স্বর্ণার মাসহ বেশ কয়েকজন আহত হন।

গতকাল সোমবার বিকেল ৪টা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। পরে রাতে বিজিবির একটি দল বাড়িতে এসে জানায়–স্বর্ণার লাশ বিএসএফ নিয়ে গেছে। বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার লে. কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, খবর পেয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এরপর ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের কাছে স্বর্ণার লাশ হস্তান্তর করে।

বিএসএফের গুলিতে বাংলাদেশের স্কুলছাত্রী স্বর্ণা দাস নিহতের ঘটনায় উজ্জীবিত বাংলাদেশ এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। পাশাপাশি স্পষ্টভাবে বলতে চাই যে, ভারতের কাছে কোন সংখ্যালঘু কিংবা ধর্ম বা জাত নেই। তারা শোষক ও হত্যাকারী। সুযোগ পেলেই বাংলাদেশীদের উপর গুলি করে। এবং লাশ নিয়ে আনন্দ করে। আমরা এর প্রতিকার ও প্রতিরোধ চাই।

30/08/2024

শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন

উজ্জীবিত বাংলাদেশ নেত্রকোনা শাখার শফিকুল ইসলাম বাদল পিতাঃ জজ মিয়া মাতাঃ জুলেখা খাতুন গ্রামঃ ধনিয়াগাঁও পোঃ বেখৈরহাটি থানাঃ কেন্দুয়া জেলাঃ নেত্রকোনা কে অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম রাসেল আমীন সম্রাট এবং সকল সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

শুভেচ্ছান্তে -----
ড. উৎপল কুমার সরকার
আহবায়ক
কামাল চৌধুরী
সিনিয়র যুগ্ম আহবায়ক

Address


Alerts

Be the first to know and let us send you an email when উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উজ্জীবিত বাংলাদেশ // Ujjibito Bangladesh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share