26/01/2025
"শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে খেলাধুলার কোন বিকল্প নেই "
_________ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও (অব.)
গাজীপুর, ২৫শে জানুয়ারি ২০২৫: গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুরে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী পর্ব আজ (শনিবার) অনুষ্ঠিত হয় । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনের শুভ উদ্বোধন করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সভাপতি এবং অনুষ্ঠান সভাপতি জনাব মো.শওকত সিদ্দিকী। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান -২০২৫ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ গোলাম ফারুক এনডিসি, এটিও(অব.) এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ জনাব শেখ মোহাম্মদ আসলাম। প্রধান অতিথি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুশৃঙ্খলতার প্রশংসা করে বলেন, "তোমরা নিজের দেশ মাতৃকার প্রতি কৃতজ্ঞ থাকবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান অ্যান্ড্রয়েড ফোনসেট ব্যবহারে আসক্ত না হয়ে খেলাধুলা ও পড়াশোনায় মনোযোগী হতে।"
অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব শেখ মোহাম্মদ আসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ক্রীড়া মানে শক্তি, ক্রীড়া মানে শান্তি,।ক্রীড়ার মাধ্যমেই তিনি সুন্দর সমাজ গঠন করার আহ্বান জানান। ”
আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ক্রীড়ানুষ্ঠানে মোট ১০৮ টি ইভেন্টে কচি-কাঁচা একাডেমি, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের পরিবেশিত কুচকাওয়াজ, ডিসপ্লে, ফ্রি হ্যান্ড পিটি ও ড্রামবেল ড্রিল উপস্থিত হাজারো দর্শকদের প্রশংসা কুড়াতে সক্ষম হয়।
ক্রীড়ায় 'দিগন্ত হাউজ' এবং কুচকাওয়াজে 'দুরন্ত হাউজ' চ্যাম্পিয়ন ট্রফি লাভ করার গৌরব অর্জন করে।
ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অনুষ্ঠান সভাপতি।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫।অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং দর্শনার্থীদের আগমন ঘটে।