18/07/2025
টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ। অনুষ্ঠানে উদ্বোধন করেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী খান পন্নী আল আওলাদ ওয়াক্ফ এস্টেটের মোতায়াল্লী ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক শরীফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ হেযবুত তাওহীদের সভাপতি এনামুল হক বাপ্পা, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ, ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাসিমা আক্তার, জামালপুর জেলা নারী সম্পাদক ফরিদা পারভিন, মির্জাপুর নারী সম্পাদক হাবিবা জান্নাত, টাঙ্গাইল সদর উপজেলা নারী সম্পাদক শারমিন আক্তার, কালিহাতী উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার, মির্জাপুর সহকারী নারী সম্পাদক জেসমিন আক্তার, বাসাইল উপজেলা নারী সম্পাদক মেহেরুনেসা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের সদস্য বাসেলা ইসলাম।
অনুষ্ঠান শুরুর পূর্বেই শত শত নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। আলোচনা সভাটি নারী সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। উপস্থিত নারীরা ইসলামে নারীর প্রকৃত অধিকার ও মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন বলে জানান।