27/03/2025
পদ্মা গ্রুপ অব কোম্পানিজের চেযারম্যান ও AHRI এর বাংলাদেশের প্রেসিডেন্ট রোকসানা আমিরের স্বামী জনাব খান মোহাম্মাদ আমির এর কোলখানি অনুষ্টিত। এতে অংশগ্রহন করেন মরহুমের আত্বিয় স্বজন এবং শুভানুধ্যায়িরা। দোয়া মোনাজাত শেষে তার পরিবার মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানান।