Bookmark Publication

  • Home
  • Bookmark Publication

Bookmark Publication ৩৮/৩ বুকস এন্ড কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা-১১০০

বই বেচার টাকা দিয়ে এডমিন তার আম্মাকে নিয়ে উমরাহ করতে চলে গেছে। সেখান থেকে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। তি...
24/07/2025

বই বেচার টাকা দিয়ে এডমিন তার আম্মাকে নিয়ে উমরাহ করতে চলে গেছে। সেখান থেকে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আপনারা বেশি করে বই কিনুন, যেন তিনি পরের বার হজ্ব করতে যেতে পারেন।

22/05/2025
মানুষ মাত্রই পচনশীল।
06/05/2025

মানুষ মাত্রই পচনশীল।

সামনে রমযান মাস আসতেছে। খরচাপাতি আছে। তাই এডমিন চিন্তা করতেছে বইয়ের উপর ছাড়ের লোভ দেখিয়ে কীভাবে আপনাদের কাছ থেকে দুই পয়স...
25/02/2025

সামনে রমযান মাস আসতেছে। খরচাপাতি আছে। তাই এডমিন চিন্তা করতেছে বইয়ের উপর ছাড়ের লোভ দেখিয়ে কীভাবে আপনাদের কাছ থেকে দুই পয়সা ধান্দা করা যায়।

২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত Bookmark Publication এর বইতে বাৎসরিক ছাড় চলছে। বেশি বেশি বই কিনুন। আমাদের ধান্দায় সহায়তা করুন।

একদিন আমাদের একটা ডালভাতের জীবন হোক...
14/02/2025

একদিন আমাদের একটা ডালভাতের জীবন হোক...

দুই পয়সা ধান্দা করার জন্য বুকমার্ক খোলার আগে এইটা এডমিনের বিনা ধান্দায় লেখার পেজ। যদিও এডমিন পুঁজিবাদের কাজে হেরে ইদানীং...
12/02/2025

দুই পয়সা ধান্দা করার জন্য বুকমার্ক খোলার আগে এইটা এডমিনের বিনা ধান্দায় লেখার পেজ। যদিও এডমিন পুঁজিবাদের কাজে হেরে ইদানীং আর নিস্বার্থভাবে লেখেন না। এই ব্যাপারে এডমিনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, "ধান্দা ছাড়া বান্দা নাই।"

আপনারা আমাদের বই কিনে ধান্দায় সহযোগিতা করুন।

বারান্দার কোণায় যে পাখিটা ছিল
সেদিন ভোরে তাকে খাবার দিতে গিয়ে দেখি
সে নেই, চলে গেছে, আর ফেরেওনি।
কারণ সেদিনই সে প্রথম জানতে পেরেছে
তার দুটি পাখা আছে।
আর আমিও সেদিনই জানতে পেরেছি
উড়তে জানত না বলেই সে এতদিন আমার কাছে ছিল...
আবিষ্কার
১৬/৮/২০২১

একুশে বইমেলায়  Bookmark Publication এর বইগুলো শব্দতরুর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং: ২৫২ যারা মেলায় যাবেন, এই স্টলে ঘুরে ...
03/02/2025

একুশে বইমেলায় Bookmark Publication এর বইগুলো শব্দতরুর স্টলে পাওয়া যাচ্ছে। স্টল নং: ২৫২

যারা মেলায় যাবেন, এই স্টলে ঘুরে যেতে পারেন।

25/01/2025

বাসার কাছেই একটা খালি জমি আছে। কয়দিন থাকবে অবশ্য জানি না, আশেপাশে সব বিল্ডিং হয়ে যাচ্ছে। সেখানে সুন্দর রোদ আসে। সকালে রোদ পোহাতে গেলাম। কিছু ছোট ছোট ছেপেপিলে সেখানে ক্রিকেট খেলছে। বাউন্ডারিতে ফিল্ডিং করছে যে, তার নাম হাসান। হাসানের পরনে শুধু হাফ প্যান্ট। বোলার বোলিং করে, ব্যাটসম্যান সজোরে ব্যাট চালায়, সবাই একসাথে চিৎকার করে উঠে,......হাসান! কিন্তু বল প্রতিবার হাসানের হাত ফসকে যায়।

আমার সামনেই হাসান তিনটা ক্যাচ ফেলে দিল, আর হাতের নিচ দিয়ে দুইটা বল বাউন্ডারি হয়ে গেল। মজার ব্যাপার লক্ষ করলাম এতে কারো কোনো বিকার নেই। কেউ তার উপর রাগ করছে না, বকাঝকা করছে না। যেন কারো কোনো এক্সপেক্টেশনই নেই যে হাসান বল আটকাবে বা ক্যাচ ধরবে। হাসানকে খুব বিমর্ষ দেখাচ্ছে। একটা বলও ধরতে না পেরে সে দুই হাত কোমরে রেখে পাকিস্তানি মীম লিজেন্ডের মতো দাঁড়িয়ে আছে। বেচারাকে দেখে মায়া লাগল। অনেক আশা করে ছিলাম সে অন্তত একটা বল আটকাবে!

আপনারা ছোট্ট হাসানের জন্য দুআ করবেন। সে যেন এই অপমানের, লজ্জার, জিল্লতির জীবন থেকে মুক্তি পায়।

Address


Telephone

+8801789142461

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bookmark Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookmark Publication:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share