12/12/2023
• আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ •
প্রতিযোগিতা❗প্রতিযোগিতা❗প্রতিযোগিতা❗
☪︎ #গ্রন্থপাঠ_প্রতিযোগিতা_২০২৪ ☪︎
#প্রায়_এক_লক্ষ(১,০০০০০/-) টাকার পুরস্কার
রয়েছে ৩০ জন (+) বিজয়ীর জন্য।
═════❖🏆 #পুরস্কার🏆❖═════
❖ #গ্রুপঃ (ক) এর জন্য
◉ প্রথম পুরস্কার ১০,০০০/- টাকা।
◉ দ্বিতীয় পুরস্কার ৮,০০০/- টাকা।
◉ তৃতীয় পুরস্কার ৭,০০০/- টাকা।
◉ চতুর্থ পুরস্কার ৬০০০/- টাকা।
◉ পঞ্চম পুরস্কার ৫০০০/- টাকা।
◉ বিশেষ পুরস্কার (১০টি)- ২০০০/- টাকা করে।
❖ #গ্রুপঃ (খ) এর জন্য
◉ প্রথম পুরস্কার ৬০০০/- টাকা।
◉ দ্বিতীয় পুরস্কার ৫০০০/- টাকা।
◉ তৃতীয় পুরস্কার ৪০০০/- টাকা।
◉ চতুর্থ পুরস্কার ৩০০০/- টাকা।
◉ পঞ্চম পুরস্কার ২০০০/- টাকা।
◉ বিশেষ পুরস্কার (১০টি)- ১০০০/- টাকা করে।
যে সকল প্রতিযোগীরা ৮০% এর উপর নম্বর পাবে তাদের সকলের জন্য মানসম্মত পুরস্কার রয়েছে।
๏ যে সকল ভাই ও বোনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিচের লিংক এ
প্রবেশ করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
➲ রেজিস্ট্রেশন লিংক:- ⤵️
https://forms.gle/doF8XksXtE2uqK3G6
➲ রেজিস্ট্রেশনের সময়:
শুরু 01/11/23 থেকে 05/03/24 তারিখ পর্যন্ত।
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️️🔹️⬇️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
আলহামদুলিল্লাহ! আমরা প্রতি বছরের ন্যায়
"গ্রন্থপাঠ প্রতিযোগিতা"এর আয়োজন করেছি।
☛ প্রতিযোগিতাটি শুধুমাত্র "চাঁপাইনবাবগঞ্জ" জেলার "শিবগঞ্জ" উপজেলার সকলের জন্য উন্মুক্ত।
☛ যেকোনো বয়সের মহিলা ও পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।
➲ গ্রুপ সিলেকশন: সকল প্রতিযোগীকে দুইটি গ্রুপে (ক,খ) ভাগ করা হবে।
❖ গ্রুপঃ (ক): যাদের জন্ম সাল ২০১০ থেকে
আগে (অর্থাৎ, ২০১০, ২০০৯,
২০০৮, ২০০৭...) তারা 'ক' গ্রুপের
অন্তর্ভুক্ত।
❖ গ্রুপঃ (খ): যাদের জন্ম সাল ২০১১ থেকে পরে
(অর্থাৎ ২০১১, ২০১২, ২০১৩,
২০১৪... ) তারা 'খ' গ্রুপের অন্তর্ভুক্ত।
[জন্মসনদ/আই.ডি কার্ডে দেওয়া জন্মসাল অনুযায়ী গ্রুপ সিলেক্ট করতে হবে]
➲ নির্বাচিত বই:
গ্রুপঃ (ক): "আদর্শ পরিবার ও পরিবেশ"
গ্রুপঃ (খ): "কুইজ প্রশ্নোত্তর"
লেখক:- (শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী)
➲ বই প্রপ্তি স্থান:
"ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এর ক্যাশিয়ার মোহাঃ আমানুল্লাহর নিকট থেকে সংগ্রহ করতে পারবেন। যোগাযোগ: 01757-899055
এছাড়াও "ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী" থেকেও নিতে পারবেন।
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
➲ এডমিট কার্ড সংগ্রহ নোটিশ ❗
১০ই মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ এর মধ্যে গ্রন্থপাঠ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সাথে যোগাযোগ করে অবশ্যই "এডমিট কার্ড" সংগ্রহ করতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
➲ প্রতিযোগিতা বা পরীক্ষার ধরন:-
নৈর্ব্যক্তিক এবং সত্য-মিথ্যা নির্ণয়।
➲ পরীক্ষার তারিখ: ২ রা শাওয়াল
(ঈদুল ফিতরের পরের দিন), সময়ঃ সকাল ৯ টা।
➲ কেন্দ্র/স্থানঃ জাইগীর গ্রাম মহিলা দাখিল মাদ্রাসা। (জাইগীরগ্রাম, কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ)
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
➲ সার্বিক তত্ত্বাবধানে:
ড. আব্দুল্লাহিল কাফী আল মাদানী
(পিএইচ,ডি, মদিনা ইসলামি
বিশ্ববিদ্যালয়,সৌদি-আরব)
➲ সমন্বয়: নূরুল ইসলাম
(সহ: শিক্ষক, গুরুসদয় স্কুল এন্ড কলেজ,
সিলেট)
✆ সার্বিক যোগাযোগ:-
উমর ফারুক, মোবা : 01737-868224 (Whatsapp)
আব্দুল বারী, মোবা : 01765-946112 (Whatsapp)
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒