দ্বি-মাসিক শিহরণ

  • Home
  • দ্বি-মাসিক শিহরণ

দ্বি-মাসিক শিহরণ (কিশোর প্রতিভা বিকাশে অনন্য সহায়িকা) শিহরণ ফাউন্ডেশন এর মুখপাত্র

26/12/2024

ইনশা-আল্লাহ!

একজন বিধর্মী চাইনিজ ব্যবসায়ী বলেছেন, মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নম্বর নকল জিনিষ বানানোর অর্ডার দিয়ে বলে, অমু...
06/05/2024

একজন বিধর্মী চাইনিজ ব্যবসায়ী বলেছেন, মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নম্বর নকল জিনিষ বানানোর অর্ডার দিয়ে বলে, অমুক বিখ্যাত কোম্পানির লেবেল লাগাবেন। পরে যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খান, তখন তাঁরা বলেন, হালাল না, তাই খাবো না। তাহলে নকল মাল বিক্রি করা কি হালাল?

ইসলাম ধর্ম শুধু নামাজ রোজা নয়, এটি একটি জীবন বিধান এবং অন্যের সাথে মোয়ামালাত আর মোয়াশারাতের বিষয়। একজন নামাজ রোজা পড়া আর কপালে দাগওয়ালা মানুষও আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে।
নবী(সঃ) বলেছেন, "আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা, যারা কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্জ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া, মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।"

ইসলামের দুটি অংশ, একটি হচ্ছে বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা যাকে 'ঈমান' বলা হয়, আর একটি হচ্ছে বিশ্বাসের অন্তর্গত বিষয় যাকে 'এহসান' বলা হয়,-- যা ন্যায়গতভাবে সঠিক সামাজিক নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে বাস্তবায়ন হয়। দুটোকে একত্রে প্র্যাকটিস না করলে ইসলাম অসম্পূর্ন থেকে যায় যা প্রতিটি নামের মুসলমান দেশে হচ্ছে।
ধর্মীয় বিধি নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়। কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে অন্য বান্দার মধ্যকার বিষয়। অন্য কথায় ইসলামিক নীতিমালা যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করে, মুসলিম সমাজ দুর্নীতিতে ছেয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ হবে অসম্মানজনক।

লর্ড বার্নার্ড' শ একবার বলেছিলেন, "ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং মুসলমানরা হচ্ছে সর্ব নিকৃষ্ট অনুসারী।"
*(সংকলিত পোস্ট)।

12/12/2023

• আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ •
প্রতিযোগিতা❗প্রতিযোগিতা❗প্রতিযোগিতা❗
☪︎ #গ্রন্থপাঠ_প্রতিযোগিতা_২০২৪ ☪︎
#প্রায়_এক_লক্ষ(১,০০০০০/-) টাকার পুরস্কার
রয়েছে ৩০ জন (+) বিজয়ীর জন্য।

═════❖🏆 #পুরস্কার🏆❖═════
❖ #গ্রুপঃ (ক) এর জন্য
◉ প্রথম পুরস্কার ১০,০০০/- টাকা।
◉ দ্বিতীয় পুরস্কার ৮,০০০/- টাকা।
◉ তৃতীয় পুরস্কার ৭,০০০/- টাকা।
◉ চতুর্থ পুরস্কার ৬০০০/- টাকা।
◉ পঞ্চম পুরস্কার ৫০০০/- টাকা।
◉ বিশেষ পুরস্কার (১০টি)- ২০০০/- টাকা করে।

❖ #গ্রুপঃ (খ) এর জন্য
◉ প্রথম পুরস্কার ৬০০০/- টাকা।
◉ দ্বিতীয় পুরস্কার ৫০০০/- টাকা।
◉ তৃতীয় পুরস্কার ৪০০০/- টাকা।
◉ চতুর্থ পুরস্কার ৩০০০/- টাকা।
◉ পঞ্চম পুরস্কার ২০০০/- টাকা।
◉ বিশেষ পুরস্কার (১০টি)- ১০০০/- টাকা করে।

যে সকল প্রতিযোগীরা ৮০% এর উপর নম্বর পাবে তাদের সকলের জন্য মানসম্মত পুরস্কার রয়েছে।

๏ যে সকল ভাই ও বোনেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিচের লিংক এ
প্রবেশ করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।

➲ রেজিস্ট্রেশন লিংক:- ⤵️
https://forms.gle/doF8XksXtE2uqK3G6

➲ রেজিস্ট্রেশনের সময়:
শুরু 01/11/23 থেকে 05/03/24 তারিখ পর্যন্ত।
🔹️🔹️🔹️🔹️🔹️🔹️️🔹️⬇️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️🔹️
আলহামদুলিল্লাহ! আমরা প্রতি বছরের ন্যায়
"গ্রন্থপাঠ প্রতিযোগিতা"এর আয়োজন করেছি।

☛ প্রতিযোগিতাটি শুধুমাত্র "চাঁপাইনবাবগঞ্জ" জেলার "শিবগঞ্জ" উপজেলার সকলের জন্য উন্মুক্ত।

☛ যেকোনো বয়সের মহিলা ও পুরুষ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।

➲ গ্রুপ সিলেকশন: সকল প্রতিযোগীকে দুইটি গ্রুপে (ক,খ) ভাগ করা হবে।

❖ গ্রুপঃ (ক): যাদের জন্ম সাল ২০১০ থেকে
আগে (অর্থাৎ, ২০১০, ২০০৯,
২০০৮, ২০০৭...) তারা 'ক' গ্রুপের
অন্তর্ভুক্ত।
❖ গ্রুপঃ (খ): যাদের জন্ম সাল ২০১১ থেকে পরে
(অর্থাৎ ২০১১, ২০১২, ২০১৩,
২০১৪... ) তারা 'খ' গ্রুপের অন্তর্ভুক্ত।

[জন্মসনদ/আই.ডি কার্ডে দেওয়া জন্মসাল অনুযায়ী গ্রুপ সিলেক্ট করতে হবে]

➲ নির্বাচিত বই:
গ্রুপঃ (ক): "আদর্শ পরিবার ও পরিবেশ"
গ্রুপঃ (খ): "কুইজ প্রশ্নোত্তর"
লেখক:- (শাইখ আব্দুল হামীদ ফাইযী মাদানী)

➲ বই প্রপ্তি স্থান:
"ওয়েলফেয়ার অর্গানাইজেশন" এর ক্যাশিয়ার মোহাঃ আমানুল্লাহর নিকট থেকে সংগ্রহ করতে পারবেন। যোগাযোগ: 01757-899055
এছাড়াও "ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী" থেকেও নিতে পারবেন।

▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
➲ এডমিট কার্ড সংগ্রহ নোটিশ ❗
১০ই মার্চ ২০২৪ থেকে ২৫ মার্চ ২০২৪ এর মধ্যে গ্রন্থপাঠ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সাথে যোগাযোগ করে অবশ্যই "এডমিট কার্ড" সংগ্রহ করতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

➲ প্রতিযোগিতা বা পরীক্ষার ধরন:-
নৈর্ব্যক্তিক এবং সত্য-মিথ্যা নির্ণয়।

➲ পরীক্ষার তারিখ: ২ রা শাওয়াল
(ঈদুল ফিতরের পরের দিন), সময়ঃ সকাল ৯ টা।

➲ কেন্দ্র/স্থানঃ জাইগীর গ্রাম মহিলা দাখিল মাদ্রাসা। (জাইগীরগ্রাম, কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ)
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒

➲ সার্বিক তত্ত্বাবধানে:
ড. আব্দুল্লাহিল কাফী আল মাদানী
(পিএইচ,ডি, মদিনা ইসলামি
বিশ্ববিদ্যালয়,সৌদি-আরব)
➲ সমন্বয়: নূরুল ইসলাম
(সহ: শিক্ষক, গুরুসদয় স্কুল এন্ড কলেজ,
সিলেট)

✆ সার্বিক যোগাযোগ:-
উমর ফারুক, মোবা : 01737-868224 (Whatsapp)
আব্দুল বারী, মোবা : 01765-946112 (Whatsapp)
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒
▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒▒

Address


Alerts

Be the first to know and let us send you an email when দ্বি-মাসিক শিহরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বি-মাসিক শিহরণ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share