Friends club online Chatkhil bd.com

  • Home
  • Friends club online Chatkhil bd.com

Friends club online Chatkhil bd.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friends club online Chatkhil bd.com, News & Media Website, .

27/05/2025

জরুরী ভিত্তিতে B positive রক্তের প্রয়োজন। চাটখিল। দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন।মোবাইল নাম্বার
০১৭৮৪১১১১০০
অথবা
০১৮৫১২৩০০০০

বাংলা নববর্ষের শুভেচ্ছা ♥️♥️
14/04/2025

বাংলা নববর্ষের শুভেচ্ছা ♥️♥️

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাটখিল প্রেসক্লাবে  আলোচনা সভা ও ইফতার মাহফিল চাটখিল প্রতিনিধিঃমহান স্বাধীনতা ও জাতীয় দিবস ...
28/03/2025

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাটখিল প্রেসক্লাবে আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাটখিল প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাব সভাকক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় এই সভা হয়।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজসেবক রফিকউল্লাহ মনু, সাংবাদিক প্রফেসর দীন মোহাম্মদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক মনির হোসেন, গোলাম সারোয়ার জুয়েল, মামুন চৌধুরী,এস এম আবদুল আউয়াল সালেহ , মোজ্জামেল হক লিটন, ইলিয়াছ কাঞ্চন প্রমুখ।
সভায় রহমতুল্লাহ, আবু নাসের মাহমুদ চৌধুরী, সাঈদ মোহাম্মদ তুষার, আলমগীর হোসেন হিরু ও পৌর সভা জেএসডি সাধারণ সম্পাদক ফিরোজ আলম উপস্থিত ছিলেন।

সভায় সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও যে লক্ষ্যেকে সামনে রেখে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তা আজও বাস্তবায়ন হয়নি। এমনকি স্বাধীনতার ৫৪ বছরেও স্বাধীনতার প্রকৃত ইতিহাস রচিত হয়নি। তিনি আরো বলেন ২রা মার্চ ৩রা মার্চ ৭মার্চ ও ২৬ মার্চ কে যারা অস্বীকার করে তারা স্বাধীনতা বিশ্বাস করে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সত্যিকারের স্বাধীনতার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং অতিতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভা শেষে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদের ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

30/09/2024

🇧🇩নাগরিক অধিকারের প্রবেশদ্বার📥সেতো সচিবলয় থেকে নিম্নে শৌচাগার📤সময়ের সাথে শুধু🥱 দালাল বদলায়🥶বদলায়না রাষ্ট্রের নাগরিক অধিকার

29/09/2024

🤜পরিবার তন্ত্রের দালাল চক্র চির তরে নিপাত যাক☠️।স্বাধীন বাংলাদেশে 🇧🇩গণতন্ত্র মুক্তি পাক✊।
❤️🩷🧡💛💚💙🩵💜🤍

নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে চাটখিলে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা: জাল ভোটের বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসার ...
21/05/2024

নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে চাটখিলে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা: জাল ভোটের বিষয়ে সহকারী প্রিজাইডিং অফিসার বলছে- আমি অসহায়!

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে (২য় ধাপ) চাটখিল উপজেলা চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী জেড.এম আজাদ খান, নির্বাচনে নানা অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিলেন। তিনি মঙ্গলবার (২১ মে) কেন্দ্রে-কেন্দ্রে জাল ভোট দেওয়া, নির্বাচনের দায়িত্ব নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনে সংশ্লিষ্টদের বিরুদ্বে পক্ষপাতিত্বের অভিযোগ সহ নির্বাচনে অনিয়ম তুলে ধরে ভোট বর্জন করে ভোট বাতিলের দাবি জানিয়ে পূর্নরায় ভোট দেওয়ার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন।

সাংবাদিকদের পর্যবেক্ষণ কালে দুপুরে উপজেলার সাধুরখিল এআই দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায় চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবিরের (বর্তমান চেয়ারম্যান) দোয়াত কলম প্রতিকে ব্যালেট পেপারে অগ্রিম সীল মেরে রাখা হয়েছে। এসময় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কে বিষয়টি অবগত করলে তিনি এটি নিজের দায় নয় বলে সাংবাদিকদের জানান। ঐ বুথে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামিক ফাউন্ডেশন চাটখিল উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহিন আক্তার। এব্যাপারে তিনিই জবাব দেবেন।

শাহিন আক্তার ব্যালেট পেপারে অগ্রিম সীল থাকার বিষয়ে বলেন, একজন ভোটার ভুলক্রমে ব্যালেট বহি থেকে ব্যালেট ছিঁড়ে দেওয়ার আগেই সীল মেরে ফেলছেন। তবে ঐ ভোটারের হাতে আলাদা ব্যালেট দেখা গেছে। কিন্তু তাৎক্ষনিক ভোটার পরিচয়দানকারী ব্যক্তি বুথ থেকে ছঁটকে পড়েন।

এরপর শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুলিশ ও আনসার সদস্যরা সহ দোয়াত কলম প্রতিকে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবিরের কর্মী-সমর্থকরা নির্বাচনে দায়িত্ব পালনকারীদের মাঝে দুপুরের খাবার বিরিয়ানি ও বোতাল জাত পানি বিতরণ করছেন। দেখে বুঝার উপায় নেই এটি ভোট কেন্দ্র নাকি পর্যটন কেন্দ্রে পিকনিক চলছে।

বিষয়টি তাৎক্ষনিক সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ এহসান উদ্দীন কে মুঠো ফোনে জানালে, তিনি বলেন বিধি মোতাবেক প্রার্থী কর্তৃক কিংবা প্রার্থীর পক্ষে কেউ খাবার বিতরণ করতে পারবে না এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী কোন কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কোন বাহিনীর সদস্য সেই খাবার গ্রহন করতে পারবে না। তিনি এটি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

বিকেলে উপজেলার পাল্লা মাহাবুব আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকেরা পর্যবেক্ষণে গিয়ে দেখেন জাল ভোটের মহোৎসব চলছে। এসব ঐ কেন্দ্রের ৩নং বুথে এক নারী জাল ভোট দিতে দেখে সাংবাদিকেরা উপস্থিত সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে জাল ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি অসহায়! তার করণীয় কিছুই নেই।
পরে এবিষয়ে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে গেলে ঐ কেন্দ্রে দোয়াত কলম প্রতিকের কেন্দ্র আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ ভোট কক্ষে ঢুকে সাংবাদিকদের হুমকি-ধামকি দিয়ে কেন্দ্র ত্যাগ করতে বলেন। এক পর্যায়ে সোহাগ মাঠে উপস্থিত দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেয় সাংবাদিকদের আক্রমন করতে। পরে পুলিশের সহযোগিতায় সাংবাদিকেরা সেখান থেকে বেরিয়ে আসেন।

বিকেলে ৩ টায় ড.খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় একদল যুবক সহকারী প্রিসাইটিং এর টেবিলের উপরে প্রকাশ্যে ব্যালেট পেপারে সিল মারছে।
সাংবাদিকদেরকে দেখতে খেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়, এ বিষয়ে সরকারি ভিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অসহায, কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়ে কোন সদত্বর দিতে পারেননি।

এদিকে উপজেলার ৭০ কেন্দ্রে ভোট গ্রহন কার্যক্রমের মধ্যে সাংবাদিকেরা যতগুলো কেন্দ্র পর্যবেক্ষণে গিয়েছি কোনটিতেই তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। সাংবাদিকদের উপস্থিতি দেখে দোয়াত কলম প্রতিকের প্রার্থীর কর্মী- সমর্থকরা ভোটার লাইনে দৌঁড়ে এসে দাঁড়িয়ে নিজেদের কে ভোটার হিসেবে প্রমাণের চেষ্টা করেন। তবে লাইনে দাঁড়ানো অনেকের হাতে দেখা গেছে, ভোট দানের পর দেওয়া অমোচনীয় কালির দাগ রয়েছে। অর্থ্যাৎ তারা ইতোপূর্বে তাদের ভোট দিয়েছেন।

ইউরোপের সেনজেন কান্ট্রি লিথুনিয়াতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি.* সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে কর্মী নিয়োগ ...
26/11/2023

ইউরোপের সেনজেন কান্ট্রি লিথুনিয়াতে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি.
* সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
(ভারতে যেতে হবে না)

ইলেকট্রিশিয়ান: ২০ জন
ওয়েলডার: ২০ জন
ইলেকট্রিক ওয়েলডার: ২০ জন
গ্যাস ওয়েল্ডার: ১০০ জন
মেটাল কনস্ট্রাকশন ইনস্টলার: ৫০ জন
ব্রয়লার এবং পাইপ ইন্সটিলেটর: ৫০ জন
কসাই এবং মাছ কাটার: ১০০ জন

প্রয়োজনীয় ডকুমেন্ট:
* অরজিনাল পাসপোর্ট
* জাতীয় পরিচয় পত্রের কপি
* পুলিশ ক্লিয়ারেন্স
* পেশাগত সনদপত্র

যোগাযোগ:
রুপায়ন মিলেনিয়াম স্কয়ার,
লিফট 04-B1, উত্তর বাড্ডা,
(হোসেন মার্কেটের অপজিটে),
প্রগতি সরণি, গুলশান, ঢাকা।

মোবাইল:
+8801711577700
+8801329649922

নোয়াখালী অফিস:
আজিজ সুপার মার্কেট (নিচ তলা)
চাটখিল, নোয়াখালী।
মোবাইল:
+8801711577700
+8801329649929

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটারোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।'...
15/08/2023

এত বছর পর্যন্ত জানতাম এই 'হাট্টিমা টিম টিম' ছড়াটা ৪ লাইন। আসলে এটা
রোকনুজ্জামান খানের ৫২ লাইনের অসম্ভব সুন্দর একটি ছড়া।
'
'টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনলো কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বারি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম।'
সংগৃহীত পোস্ট

The world famous mufassire of the Qur'an, the pearl of our and billions of peoples eyes, the bird of the Qur'an,  Allama...
15/08/2023

The world famous mufassire of the Qur'an, the pearl of our and billions of peoples eyes, the bird of the Qur'an, Allama Delawar Hussain Saydee Hafizullah has left this world some time ago. (According to BSMMU Hospital authorities, 8.40 pm 14 Aug. 2023). Inna-lillahi wa inna ilahi rajiun. In his death, the country and the whole world lost an ambassador of peace irrespective of caste, creed and caste. He reserved for himself a glorious chapter in the history of Islam. Insha Allah we will be proud to remember his contribution in spreading Islam for ages. We pray for his soul to rest in peace and our condolences to all the bereaved members of his entire family, may Allah give them all the strength to bear this grief, Ameen.

বিশ্ববিখ্যাত কোরআনের মুফাসসির, আমাদের ও কোটি কোটি মানুষের চোখের মনি, কোরআনের পাখি, আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী হাফিজুল্লাহ কিছু সময় আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। (বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের মতে, 8.40 pm 14 আগস্ট 2023)। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুতে দেশ ও গোটা বিশ্ব জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক শান্তির দূতকে হারালো। ইসলামের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় তিনি নিজের জন্য সংরক্ষিত রেখেছেন। ইনশাআল্লাহ আমরা যুগে যুগে ইসলাম প্রচারে তাঁর অবদানকে স্মরণ করে গর্বিত হব। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের সকল শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আমাদের সমবেদনা জানাই, আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন, আমিন।

Brief :
Delawar Hossain Sayeedi was a Bangladeshi Islamic scholar, orator and politician and former Member of Parliament.
(Wikipedia)

Born: February 2, 1940, Indurkani

Died: August 14, 2023

Children: Masood Sayedee, Rafiq Bin Sayedee, Shamim Sayedee, Naseem Sayedee

Spouse: Sheikh Saleha Begum
Political party: Bangladesh Jamaat-e-Islami

Education: Khulna Alia Kamil Madrasah, Sarsina Darussunnat Jamea-e Islamia Madrasah

Father and Mother: Mawlana Yusuf Sayedee, Gul Nahar Begum.

06/08/2023

কিছু গুরুত্বপূর্ণ ডায়ালগ যা প্রায়ই ব্যবহৃত হয়।
:
📖 I’m off – আমি গেলাম।
📖 I think so – আমি তাই মনে করি
📖 No more buts – আর কোন কিন্তু নয়
📖 What’s up – কি খবর?
📖 Carry on – চালিয়ে যাও
📖 Wow – বাহ, দারুন তো
📖 My goodness! – একি!
📖 How come – কি ব্যাপার?
📖 What a mess! – কি এক ঝামেলা!
📖 Oh, no! – এ হতে পারেনা!
📖 Pay attention! – মনোযোগ দিন!
📖 Definitely – অবশ্যই
📖 Let it pass – ছেড়ে দিন।
📖 Obviously – স্পষ্টত, সম্ভবত
📖 It’s your turn – এবার তোমার পালা
📖 As if – যেন, কি যে হতো
📖 Damn it! – চুলায় যাক!
📖 What a surprise!- হটাৎ যে!
📖 Go to the devil! – গোল্লায় যাক!
📖 What about you? – তোমার খবর কি?
📖 so so – মোটামোটি
📖 So be it – তবে তাই হোক
📖 Who cares! – কার কি যায় আসে!
📖 I’m at a loss – কি বলব ভেবে পাচ্ছিনা!
📖 Heiya! It is you I see – আরে তুমি যে!
📖 Oh! come on – আহ! একটু বুঝতে চেষ্টা করো
📖 Excuse me – এই যে শুনুন
📖 Not a bit – একটুও না
📖 That’s fantastic – এটা সত্যি চমৎকার
📖 Next to nothing – বলতে গেলে কিছুই না
📖 Mind your language – ভাষা সংযত করো
📖 Come to the point – আসল কথা বল
📖 That’s right – ঠিক বলেছেন
📖 To be frank – খোলাখুলি ভাবে বলতে গেলে।
📖 Really pleased – সত্যি আনন্দিত
📖 I am delighted- আমি আনন্দিত ।
📖 So kind of you! – আপনার দয়া।
📖 Anybody home? – বাড়িতে কেউ আছেন?
📖 Keep quiet – চুপ কর
📖 No entrance – প্রবেশ নিষেধ
📖 It’s enough – যথেষ্ট হয়েছ
📖 What happened – কি হয়েছে
📖 What an idea! – কি বুদ্ধি!
📖 Well done –

Address


Telephone

+8801830387999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends club online Chatkhil bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends club online Chatkhil bd.com:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share