10/08/2025
আত্ম মানবতার সেবায় এগিয়ে আসুন।
উদ্দেশ্য ফটো দেখানোর জন্য নয়?
কেউ ১০ টাকা চাইলে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, আসুন সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই পোস্টটা দেওয়া হয়েছে।
গতকাল নওগাঁ জেলা বিএনপির সম্মেলনের ভেন্যু, বুথ পরিদর্শন শেষে সান্তাহার একটি হোটেলে খেতে বসবো ঐ সময়ে ১০-১২ বছরের ছোট্ট একটি ছেলে এসে ১০টা টাকা চাইলো, আমি তাকে বললাম তুমি কিছু খেয়েছো ? সে বলে কিছু খাইনি স্যার। যদি একটু খাওয়ান, তাকে হোটেলে ভিতরে বসিয়ে ২ প্লেট খাসি গোস্ত, দই, মিষ্টি, সেভেন আপ খেতে দিলাম। জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় তুমি কি করো ? সে বললো সান্তাহার রেল স্টেশনে বাদাম বিক্রি করি , সে আমাকে বলল যে তার বাদাম বিক্রির টাকাটা হারিয়ে ফেলেছি , খাওয়ার শেষে তাকে আবারো বাদাম বিক্রির পুঁজি দিলাম। সে যেন আবারও সুন্দর করে বাদাম বিক্রি করে নিজেকে চালাতে পারে।
আসুন সবাই মানবিক হই এরকম মানুষের পাশে দাঁড়াই, তাহলে বদলে যাবে আজকের সমাজ এবং দেশের চিত্র।