Jakir Hossain

  • Home
  • Jakir Hossain

Jakir Hossain Head of Quality at Hydroxide Knitwear Ltd.

এখন নিয়োগ হবে কোন এক দলের কর্মী। এরপর আরেক দল ক্ষমতায় এসে বলবে এগুলো সব বাদ 😁।
03/09/2025

এখন নিয়োগ হবে কোন এক দলের কর্মী। এরপর আরেক দল ক্ষমতায় এসে বলবে এগুলো সব বাদ 😁।

৪ হাজার এএসআই নিয়োগ হচ্ছে, ৫০ শতাংশ সরাসরি: আইজিপি
বিস্তারিত কমেন্টে

02/09/2025

যেখানে বহির্বিশ্বের ইউনিভার্সিটি লেখা পড়া করে তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক। সেখানে আমাদের দেশে তৈরি হচ্ছে সমন্বয়ক, সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক।

01/09/2025

হাঁটা শিখতে হলে পিচ্ছিল পথে হাঁটা জরুরী। আপনি যদি পড়ে না যান, তাহলে শিখবেন না কোন অবস্থায় কিভাবে পাঁ ফেলতে হয়।

31/08/2025

মানবজীবন জ্ঞানীর জন্য একটা বই এর মতো। যতোই পৃষ্ঠা উল্টোবেন ততোই নতুন কিছু জানবেন‌, শিখবেন। তাই এগিয়ে যেতে আপনাকে সামনে পা বাড়াতেই হবে।

25/08/2025

একে অপরের প্রতিযোগী না হয়ে সহযোগী হোন, দেখবেন শত বাঁধাতেও সফলতা আসবে ইনশাল্লাহ।

24/08/2025

মক্কা নগরী শুধু প্রিয় রাসূলের দেশ না, আবু জেহেলের জন্ম ভূমিও বটে। অতএব এই দেশে আপনার আশেপাশে সব পীর কামেল ঘুরে ভাবলেন কি করে।

22/08/2025

আমার কোন দুঃখ নেই!!
যা আছে তা আমার অথবা কারো ভুলের কর্মফল।
অন্য জনকে কেন আনলাম জানেন...? ধরুন আপনি অনেক ভালো গাড়ি চালান, কিন্তু একই পথে যদি অনভিজ্ঞ কেউ আপনার পাশাপাশি গাড়ি চালায় এবং ভুল করে আপনার গাড়িতে আঘাত করে তাহলে দু'জনেই দুর্ঘটনায় পরবেন। তাই নির্বোধ ও অনভিজ্ঞ হতে সচেতন থাকাই উত্তম।

22/08/2025

আপনি যদি সৎ থাকেন,
মহান রব যে কোন উছিলায় আপনাকে সাহায্য করবেন।

গুরুত্ব ও সম্মান নির্ভর করে আপনার অবস্থানের উপর!!!লোহা ওজন করার সময় যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার...
21/08/2025

গুরুত্ব ও সম্মান নির্ভর করে আপনার অবস্থানের উপর!!!

লোহা ওজন করার সময় যদি মাপার যন্ত্রে একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার যন্ত্রের উপর বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে। এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন-সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়। তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন। অবস্থান বদলান, সম্মান বাড়ান।

আলহামদুলিল্লাহ 🤲আমাদের জিএম স্যারের কনিষ্ঠ পুত্র মোঃ আহমেদ মিনহাজ খাঁন, বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্ আজহার ব...
18/08/2025

আলহামদুলিল্লাহ 🤲
আমাদের জিএম স্যারের কনিষ্ঠ পুত্র মোঃ আহমেদ মিনহাজ খাঁন, বিশ্বের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল্ আজহার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার এই অসামান্য সাফল্যের জন্য Hydroxide Knitwear Ltd পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

18/08/2025

একজন মানুষের মনুষ্যত্বের পরিচয় হচ্ছে সে কতটুকু নমনীয় ও কৃতজ্ঞতা পরায়ন।

14/08/2025

কোন অপরাধের দায়ে নেতা কর্মীদের বহিস্কার কি বাংলাদেশ সরকারের কোন আইনের ধারা অনুযায়ী শাস্তি?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share