প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।

প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। Stay connected for the latest news and developments in this vibrant area.

Priyo Bagan Bazar page, a vibrant area in
Fatikchhari, Chattogram, is a trusted source for news and updates about the local community, businesses, events and happenings.

যারা যোগ্য আছেন আবেদন করতে পারেন।
26/07/2025

যারা যোগ্য আছেন আবেদন করতে পারেন।

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি: সূর্যর সাহসে বাঁচলো চার সহপাঠীআমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কু...
25/07/2025

মাইলস্টোন কলেজ ট্র্যাজেডি: সূর্যর সাহসে বাঁচলো চার সহপাঠী

আমাদের ছেলে সূর্য সময়ের একটা ভিডিও দেখলাম। সেখানে সূর্য ওর স্কুল ভবনের কার্নিশে দাঁড়িয়ে আছে।

এই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন। সূর্য কীভাবে বেঁচে গেলো সে কথা বলি। সূর্য রবিবারে ক্লাসে না যাওয়ায় হোমওয়ার্ক ছাড়াই পরের দিন ২১ জুলাই সোমবার ক্লাসে গিয়েছে। সেজন্য ডিটেনশন ক্লাসে ওর ক্লাস টিচার যেতে বলে। ডিটেনশন ক্লাস বলতে যারা হোমওয়ার্ক করে না বা ক্লাসে পড়া দিতে পারে না তাদেরকে ছুটির পরে এক্সট্রা টাইম স্কুলে রেখে পড়া আদায় করে বাসায় পাঠানো হয়।

সূর্যের ক্লাস টিচার বাপ্পি স্যার সূর্যসহ পাঁচজনকে বলে, তোমরা ওই কর্নারের ক্লাস রুমে যাও। আমি একটু পরে আসছি। সূর্যসহ পাঁচজন একেবারে ভবনের শেষ রুমের আগের রুমে যাচ্ছে। ঠিক সেই সময়ে বিকট আওয়াজ শুনে সূর্য পেছন দিকে তাকিয়ে দেখে ওরই ক্লাসরুমের সামনে দাউদাউ করে আগুন জ্বলছে। একজন ক্লাস রুম থেকে বের হতে গিয়ে মূহুর্তের মধ্যে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলো। ওরা ঘাবড়ে গিয়ে দ্রুত কর্নারের ক্লাস রুমে ঢুকে গেলো।

ওদের ডিটেনশন রুম পর্যন্ত আগুন পৌঁছোতে পারেনি। রুমের ভেতর আগুনের তাপ এসে তাপমাত্রা ৭০° সেন্টিগ্রেডের মতো ছিল (সূর্যের কথা অনুযায়ী)। সূর্যের মনে হচ্ছিল শরীর তাপে পুড়ে যাচ্ছে। ওরা পাঁচজন জানালার কাছে গিয়ে শ্বাস নেবার চেষ্টা করছিল। কারণ তখন রুমের ভেতর কালো ধোঁয়ায় শ্বাস নিতে পারছিলো না। শ্বাস নিতে গেলে মনে হচ্ছিল ভেতরটা পুড়ে যাচ্ছে।

পরিস্থিতি একটু স্বাভাবিক হবার পর সূর্য ক্লাস রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই কয়েকজন ছাত্র ভীড়ের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে ডান দিকে যাবার জন্য। সূর্য ডান দিকে তাকাতেই দেখে ওখানে গ্রিল কেটে একটা বের হবার রাস্তা তৈরি করা হয়েছে। ও দেখে এগিয়ে গিয়ে বলে, আপনারা দাঁড়ান। আমি আমার বন্ধুদের নিয়ে আসছি। সূর্য তাড়াতাড়ি ওর বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসলো। এরপর কার্নিশের ওপরে দাঁড়িয়ে থেকে আগে বন্ধুদের নামার সুযোগ করে দিলো।

আমাদের ছেলেকে আমরা যে শিক্ষা দিয়ে বড় করেছি তার যথাযথ ব্যবহার ও করে দেখালো জাতিকে। ছেলেকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কখনো ওকে বলিনি, বাবা, তোমাকে এ প্লাস পেতে হবে। কখনো বলিনি তোমাকে ফার্স্ট হতে হবে। আমি সব সময় চেয়েছিলাম আমার ছেলে সূর্য যেন একজন মানবিক মানুষ হয়।

বড়বিলের অসুস্থ আবুল কাসেম (মালু)-এর পাশে ছাত্রদল নেতৃবৃন্দ: মানবিক উদ্যোগে প্রাণের ছোঁয়াবড়বিল এলাকার বাসিন্দা আবুল কাসেম...
25/07/2025

বড়বিলের অসুস্থ আবুল কাসেম (মালু)-এর পাশে ছাত্রদল নেতৃবৃন্দ: মানবিক উদ্যোগে প্রাণের ছোঁয়া

বড়বিল এলাকার বাসিন্দা আবুল কাসেম (মালু), পিতা মৃত কামাল উদ্দিন, বর্তমানে কিডনি, প্রস্রাবের রাস্তা ও পাকস্থলীতে পাথরজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা একার পক্ষে তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এই সংকটময় সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নজরে আসে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের কর্মী খায়ের হৃদয় (KHR Hridoy) ও মো. আকরাম হোসেনের।

তারা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করে আবুল কাসেমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। ইউনিয়ন ছাত্রদলের সম্মিলিত প্রচেষ্টায় রামগড়, সোনাইফুল, গার্ডপাড়া ও নতুন বাজারসহ বিভিন্ন এলাকা থেকে অর্থ সংগ্রহ করে তা আবুল কাসেম (মালু)-এর হাতে তুলে দেওয়া হয়। এই সহায়তা শুধু একটি তহবিল সংগ্রহ নয়, এটি ছিল মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। একজন অসহায় রোগীর পাশে দাঁড়ানোর এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।

তবে তার চিকিৎসা এখনও শেষ হয়নি। তাই সমাজের সকলের প্রতি আহ্বান—আসুন, আমরা যার যার অবস্থান থেকে সামান্য হলেও সহায়তার হাত বাড়িয়ে দিই। একটি জীবন হয়তো আমাদেরই ছোট্ট সহযোগিতায় ফিরে পেতে পারে নতুন আলোর দিশা।

যোগাযোগ: ০১৮৮২৭৫৩১২৭

24/07/2025

হেয়াকোর ধর্মপুরে একটি বসতবাড়িতে আগুন। নিঃস্ব হলো আরেকটি পরিবার।

আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেছি। যখন আমি এরাসমাস মুন্ড...
24/07/2025

আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেছি। যখন আমি এরাসমাস মুন্ডুস স্কলারশিপের জন্য আবেদন করি, তখন আমার সিজিপিএ ছিল ২.৫৭। হ্যাঁ, ঠিকই শুনেছেন – ২.৫৭! অনেকেই হয়তো ভেবেছিলেন, এই সিজিপিএ নিয়ে আন্তর্জাতিক স্কলারশিপ পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আমার গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু।

আমার যাত্রার শুরুতে, আমার হাতে কোনো IELTS স্কোর ছিল না, এমনকি কোনো পাবলিশড রিসার্চ পেপারও ছিল না। আমার সম্বল ছিল শুধুমাত্র দুটো ইন সিলিকো রিসার্চ ল্যাবের সাথে অনানুষ্ঠানিক সংযুক্তি, যেখানে আমি প্রায় এক বছর করে কাজ করার অভিজ্ঞতা অর্জন করি। এই ল্যাবগুলোতে আমি নিজের উদ্যোগেই বিভিন্ন কম্পিউটেশনাল টুলস শিখেছিলাম এবং ৩-৪টি ব্যক্তিগত গবেষণা প্রকল্প তৈরি করেছিলাম।
আমার এই যাত্রা শুরু হয়েছিল ব্যাচেলরের দ্বিতীয় বর্ষ থেকেই। আমি জানতাম, আন্তর্জাতিক সুযোগ পেতে হলে আমাকে ব্যতিক্রমী কিছু করতে হবে। তাই আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের ২০০ জনেরও বেশি অধ্যাপককে ইমেইল করা শুরু করি। নিজের ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করে তাদের ল্যাবে যোগদানের আগ্রহ প্রকাশ করতাম। অবিশ্বাস্য হলেও সত্যি, বেশ কয়েকজন অধ্যাপক আমার সাথে কথা বলতে এবং ইন্টারভিউ নিতে আগ্রহী হয়েছিলেন। তাদের মধ্যে একজন তো আমাকে মাস্টারের জন্য হোস্ট করতে রাজিও হয়েছিলেন এবং আমাকে ইউনিভার্সিটি-রেকমেন্ডেড MEXT স্কলারশিপের জন্য আবেদন করতে উৎসাহিত করেছিলেন। দুর্ভাগ্যবশত, তীব্র প্রতিযোগিতা বা সীমিত আসনের কারণে সেই সুযোগটি আমার হাতছাড়া হয়ে যায়।

MEXT না পেলেও আমি দমে যাইনি। আমার লক্ষ্য ছিল স্থির। এরপরই আমি আবেদন করি এরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি ইন কেমিক্যাল ইনোভেশন অ্যান্ড রেগুলেশন (ChIR) প্রোগ্রামে। আমার ব্যাচ (২০২৪-২০২৬) ছিল এই প্রোগ্রামের নবম এবং শেষ ফান্ডেড ব্যাচ। স্বাভাবিকভাবেই, শেষ ব্যাচ হওয়ায় রেকর্ড সংখ্যক আবেদন পড়েছিল। এমন কঠিন প্রতিযোগিতার মাঝেও, আমি বিশ্বের সকল আবেদনকারীর মধ্যে ১৩তম স্থান অর্জন করি!

কীভাবে এটা সম্ভব হলো? 😮
👉সাক্ষাৎকারে আমার সেরাটা দিয়েছিলাম: আমি সম্পূর্ণ স্বচ্ছতা, সততা এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম।
👉আমার ব্যক্তিগত গবেষণা প্রকল্পগুলো: এই প্রকল্পগুলো সত্যিই অন্যদের মুগ্ধ করেছিল এবং আমার উদ্ভাবনী চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়েছিল।
👉কখনো হাল না ছাড়া মানসিকতা: MEXT এর মতো বড় একটি সুযোগ হাতছাড়া হওয়ার পরও আমি আমার প্রচেষ্টা থামাইনি। এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি।

এছাড়াও, আমি আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS), BPS এবং অন্যান্য আন্তর্জাতিক বৈজ্ঞানিক সোসাইটিগুলোর সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এই সদস্যপদগুলো আমাকে নিয়মিতভাবে অত্যাধুনিক গবেষণাপত্র, নিউজলেটার এবং বৈশ্বিক ট্রেন্ড সম্পর্কে জানতে সাহায্য করত। এর ফলে আন্তর্জাতিক গবেষকদের চিন্তাভাবনা এবং তাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা তৈরি হয়েছিল, যা একজন বিজ্ঞানী হিসেবে আমার চিন্তাভাবনাকে নতুন রূপ দিয়েছে।

আমার এই অভিজ্ঞতা থেকে যদি আপনাদের একটি পরামর্শ দিতে হয়, তবে তা হলো– আপনার ব্যাচেলর জীবনের শুরু থেকেই প্রস্তুতি নিন, একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্য থেকে কখনোই বিচ্যুত হবেন না। মনে রাখবেন, পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না!

আপনারা যারা আন্তর্জাতিক স্কলারশিপের স্বপ্ন দেখছেন, তাদের জন্য আমার এই গল্পটি যদি একটুও অনুপ্রেরণা যোগায়, তবে সেটাই হবে আমার সার্থকতা। স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন এবং কখনোই হাল ছাড়বেন না! ✨

-Md. Saad Hossain

বাগানবাজার ইউনিয়ন পরিষদে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: সেবার মান নিয়ে সরাসরি আলোচনাআজ বেলা ১২:০০ টায় বাগানবাজার ইউনিয়ন পরিষদ...
24/07/2025

বাগানবাজার ইউনিয়ন পরিষদে ইউএনও’র আকস্মিক পরিদর্শন: সেবার মান নিয়ে সরাসরি আলোচনা

আজ বেলা ১২:০০ টায় বাগানবাজার ইউনিয়ন পরিষদে আকস্মিক পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।

পরিদর্শনকালে তিনি পরিষদের দায়িত্বপ্রাপ্ত মেম্বারগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সেবাপ্রার্থীদের সাথে সরাসরি কথা বলেন। সেবা প্রদানের মান, সাধারণ জনগণের অভিযোগ ও সম্ভাব্য দুর্ভোগ সম্পর্কে খোলামেলা আলোচনা করেন তিনি।

তিনি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়োপযোগী সেবা নিশ্চিতে সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

পরিদর্শনের সময় স্থানীয় জনগণ ও সেবাপ্রার্থীরা নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তাৎক্ষণিকভাবে ইউএনও প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

ইউএনও’র এই সরেজমিন পরিদর্শন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত২০২৫ সালের দাখিল পরীক...
24/07/2025

করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২০২৫ সালের দাখিল পরীক্ষায় ফটিকছড়ি উপজেলায় তৃতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্য উদযাপন উপলক্ষে করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফটিকছড়ি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এই ধরনের সফলতা একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান এবং সুশৃঙ্খল পরিচালনার প্রমাণ। উপজেলার অন্যান্য মাদ্রাসা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে থাকার পরও এমন সাফল্য মাদ্রাসার সক্ষমতার প্রমাণ করে।”

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও গৌরবের আবহ তৈরি করেছে এবং ভবিষ্যতেও এমন অর্জন ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

24/07/2025
আজ করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশে এই মন্তব্য করেন।
24/07/2025

আজ করালিয়া তাকিয়া নেছারিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশে এই মন্তব্য করেন।

ব্রেকিং নিউজআজ রাতে বজ্রপাতের কেয়ামত শুরু হয়েছে চট্রগ্রাম,বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। রাত ২ টা বেজে ৩০ ম...
23/07/2025

ব্রেকিং নিউজ

আজ রাতে বজ্রপাতের কেয়ামত শুরু হয়েছে চট্রগ্রাম,বরিশাল, ঢাকা, খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ৩ টার মধ্যে ঢাকা শহরের উপরেও তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির শুরুর আশংকা প্রায় ১০০%।

আজ রাতে ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আগামীকাল থেকে ফেনী জেলায় আবারও বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে।



Mostofa Kamal Polash

বাগানবাজার থেকে এসএসসি দেওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কলেজ চয়েজ নির্দেশনা১. কোন কলেজটি তালিকার প্রথমে দেওয়া উচিত?...
23/07/2025

বাগানবাজার থেকে এসএসসি দেওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কলেজ চয়েজ নির্দেশনা

১. কোন কলেজটি তালিকার প্রথমে দেওয়া উচিত?

যে কলেজে পড়ার সবচেয়ে বেশি আগ্রহ, সেটিকে তালিকার একেবারে উপরে দিতে হবে।

📌 উদাহরণ: যদি ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ’ তোমার প্রথম পছন্দ হয়, সেটাকেই ১ নম্বরে রাখবে।

❌ ভুল ধারণা:

"যেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাকে আগে দিব" — এটি সম্পূর্ণ ভুল। কারণ কম পছন্দের কলেজে আগে চান্স পেয়ে গেলে, উপরের ভালো কলেজে আর সুযোগ মিলবে না।

২. কলেজ বণ্টন কিভাবে হয়?

বোর্ড তোমার মেধা অনুযায়ী তালিকার একেবারে উপরের দিক থেকে কলেজ বরাদ্দ দেয়।

প্রথমে ১ নম্বর কলেজে চেষ্টা করে, সেখানে সিট না থাকলে ২ নম্বরে যাবে—এভাবে নিচে নামতে থাকবে।

৩. মাইগ্রেশন কিভাবে কাজ করে?

মাইগ্রেশন হয় শুধুমাত্র তালিকার উপরের দিকের কলেজে।

📌 যদি তুমি ৫ নম্বর কলেজে ভর্তি হও, তবে ৪ বা ৩ নম্বরে পরে সিট খালি থাকলে তোমাকে সেখানে স্থানান্তর করা হবে।

❌ নিচের কোনো কলেজে মাইগ্রেট হওয়া সম্ভব না।

৪. মাইগ্রেশন বন্ধ করলে কী হবে?

তুমি যেই কলেজে ভর্তি হয়েছো, সেখানেই চূড়ান্তভাবে থেকে যাবে। উপরের কলেজে সিট খালি থাকলেও আর সুযোগ পাবে না।

৫. মাইগ্রেশন হয়ে গেলে আগের কলেজে থাকা যায় কি?

❌ না, মাইগ্রেশন হয়ে গেলে আগের কলেজে ফেরা সম্ভব না।

৬. প্রাইভেট কলেজে সরাসরি ভর্তি সম্ভব?

হ্যাঁ, অনেক প্রাইভেট কলেজ সরাসরি ভর্তি নেওয়ার সুযোগ রাখে। তবে নিশ্চিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে।

📌 সরকারি কলেজে সুযোগ না পেলে বিকল্প হিসেবে ১–২টি প্রাইভেট কলেজ রাখা যেতে পারে।

৭. যেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা কম, তা কি তালিকায় রাখা যাবে?

হ্যাঁ, যদি তুমি সত্যিই সেখানে পড়তে চাও। কারণ পরবর্তীতে মাইগ্রেশন বা নতুন মেধাতালিকায় চান্স পেতে পারো।

❌ যেই কলেজে একদমই পড়তে চাও না, সেটা তালিকায় রাখো না।

৮. একবার ভর্তি হলে, অন্য কলেজে যাওয়া কি সম্ভব?

❌ না, যদি ভর্তি হয়ে যাও আর মাইগ্রেশন বন্ধ করে দাও, তাহলে অন্য কোথাও যাওয়ার সুযোগ থাকবে না।

৯. যদি প্রথম ধাপে চান্স না পাও, তাহলে কী করণীয়?

দ্বিতীয় ও তৃতীয় ধাপে অপেক্ষা করতে হবে। চিন্তিত হওয়ার কিছু নেই।

১০. নাম্বার অনুযায়ী চয়েজ কৌশল:

GPA 5.00: — নামকরা সরকারি কলেজগুলো আগে রাখবে।

GPA 4.00–4.99: — মাঝারি প্রতিযোগিতার ভালো কলেজগুলো তালিকার শুরুতে রাখবে।

GPA 3.50–3.99: — বাস্তবতা বুঝে মধ্যম মানের সরকারি কলেজ বেছে নাও।

GPA 3.00 এর নিচে: — সেফটি অপশন হিসেবে কয়েকটি বেসরকারি কলেজ রাখবে।

📌 বেসরকারি কলেজে ভর্তির আগে আর্থিক সামর্থ্য বিবেচনা করো।

১১. বোর্ড কি শুধু GPA দেখে?

❌ না। GPA + চয়েজ + আসন — এই তিনটি বিষয়ের ভিত্তিতে কলেজ বরাদ্দ হয়।

১২. বোর্ড কি নিজের ইচ্ছেমতো কলেজ দিয়ে দেয়?

❌ না। তোমার তালিকায় যেগুলো থাকবে, কেবল সেখান থেকেই বরাদ্দ হবে।

১৩. ভুল করে অনিচ্ছাকৃত কলেজ দিলে কী হবে?

যদি সেই কলেজে চান্স পেয়ে যাও, তবে সেখানে ভর্তি হতে হবে অথবা ভর্তি বাতিল করে আবার আবেদন করতে হবে।

📞 কুমিল্লায় ভর্তি বিষয়ক সহায়তায়:

রাকিবুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাইনান্স বিভাগ

কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ

📱 01889-899882

এই নির্দেশনাগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে তারপর চয়েজ সাজাও। ভবিষ্যতের সঠিক পথ বেছে নেওয়ার জন্য এই সময়টুকু গুরুত্বসহকারে কাজে লাগাও।

শুভকামনা রইলো!
– রাকিবুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়, ফাইনান্স বিভাগ

Address

Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় বাগান বাজার, চট্টগ্রাম।:

Share