Nahid

Nahid Just pray and believe that allah can change my life in 1secend

ধানমন্ডি লেক🖤
20/05/2025

ধানমন্ডি লেক🖤

03/05/2025

বুঝে নিয়ো এই আমাকে🖤
কাজী নৌরিন আপু..

24/04/2025

❤️❤️

শ্রদ্ধা ও সম্মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ৭৩ এর আগের মুজিব ছিলো বাঙালি জাতির প্রান।৭১ এর চেতনা লালন করলে আপনার বঙ্গ...
23/03/2025

শ্রদ্ধা ও সম্মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭৩ এর আগের মুজিব ছিলো বাঙালি জাতির প্রান।
৭১ এর চেতনা লালন করলে আপনার বঙ্গবন্ধুকে ভালোবাসতেই হবে। ইতিহাস বিকৃতি হোক বার বার কিছু কিছু ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই।
আমি আপনি হয়তো শেখ পরিবার পছন্দ করেন না কিন্তু সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহস থাকতে হবে।

নেতা হতে হবে ভাসানীর মতো, সোহরাওয়ার্দী, ফজলুর হক,জিয়াউর রহমান ও ৭৩এর আগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো।

যদি কেউ অস্বীকার করে সে নিশ্চই ৭১ এর পরাজিত শক্তি আর যার মধ্যে ৭১-২৪ এর কোনো চেতনাই বিরাজমান নয়।
৭১ এর মহানায়ক.❤️‍🩹

17/03/2025

রাস্তায় ঘুমানো মানে এই না, সে শুধু রাস্তায় ঘুমাচ্ছে।

এর মানে হলো তার একটা ১৪ ইঞ্চি সাদা কালো টিভি নেই। নিজেকে দেখার একটা সুন্দর আয়না নেই। পর্যাপ্ত থালা বাসন নেই।

কাপড় রাখার ছোট আলনা নেই। অথবা আলনায় কাপড় নেই। সব থেকে বড় কথা মাথার উপরে আকাশ নেই !!

খোলা আকাশের নিচে যারা থাকে তাদের মাথার উপরে আকাশ থাকে না। নীল নীল ওগুলো দীর্ঘশ্বাস..!

16/03/2025

১.ধনীরা কোন কাপড় পছন্দ হলে কাপড়ের সাথে লাগানো প্রাইস ট্যাগের দিকে তাকায় কাপড়টির প্রাইস জানার জন্য।

২.মধ্যবিত্তরা তাকায় বাজেট মেলাবার জন্য। সেলসম্যান আড়চোখে তাকালে কেমন করে কপালের ভাজ সংবেদনের মধ্য দিয়ে ঠোঁটের কাছে নিয়ে ঠেকতে হয়; সেটা তাদের জানা আছে।

৩.নিম্নবিত্ত লোকেরা তাকিয়ে ভাবে - পরের বছর এরকম একটি কিনেই ফেলবে। পাওয়ার আকাংখা আর না পাওয়ার হতাশা'র মাঝামাঝি এক জায়গায় তাদের বাস।

গরীবেরা তাকায় একদম শূন্য চোখে। এই পৃথিবী আমার না, কখনো হবেও না, এই জিনিস মেনে নেয়া চাট্টিখানি কথা না।

এই বাংলাদেশে মানুষ মানুষের পাশে থাকার আক্ষেপ বোধয় আর কোন প্রজন্মে হবে না।

10/03/2025

ছিন্নমূল পথশিশু ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র উপহার অবদান রাখুন..!

আলহামদুলিল্লাহ ফোকাস ৫০

08/03/2025

জন্মের আজান আদায় হয় জানাযায়,যেন জন্মের ঋণ শোধ হলো মৃত্যুতে..!

Address

Kishoreganj

2300

Telephone

+8801759617695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share