27/10/2025
কিংবদন্তি আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি রহিমাহুল্লাহর আত্মজীবনী #আমার_জীবনকথা
বইটি আমাদের কাউন্টারে পর্যাপ্ত এবেলেবল না থাকায় তেমন পোস্ট বা আলোচনা করা হয়নি। বইটি বর্তমানে আমাদের ঢাকা-চট্টগ্রাম উভয় কাউন্টারে পর্যাপ্ত পরিমাণে এবেলেবল রয়েছে। যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে পারেন।
#দ্রষ্টব্য মাদরাসার জন্য ছাত্র বা পুরস্কারের জন্য বেশি পরিমাণে নিলে বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করতে পারেন।