11/01/2024
11th January of 2024: At Dhaka With Positive Bangladesh.
এগিয়ে যাক আমাদের দেশ।
অমুক নেতা, অমুক ভাই, অমুক মন্ত্রী কিংবা অমুক অফিসার এইসব পরিচয় দিয়ে গ্রামে বা এলাকায় বা শহরে সুবিধা নেওয়ার মধ্যে কোন ক্রেডিট নেই। বেশির ভাগ মানুষকে দেখা যায় বিভিন্ন সময় "অমুক" দের সাথে সেলফি তুলে অথবা নেতার টাকায় বাইকের তেল পুরে অথবা কারো টাকায় খিচুড়ি খাইয়ে নানান তেলবাজি করতে।
যদি পারেন নিজের পকেটের একটি টাকা খরচ করে কাজ করুন অথবা নিজে ঘাম ঝরিয়ে কোন কাজ করে ক্রেডিট নিন। বিভিন্ন জায়গায় পোস্ট করুন। তাহলেই দেশের কল্যান হবে। দেশ এগিয়ে যাবে।
অন্যকে তেল দিয়ে বা অন্যের পরিচয়ে নিজেকে বড় জাহির করার মাঝে কোন আত্বতৃপ্তি পাবেন না। এটা শুধু সমাজের কিছু মানুষের কাছে ভালো সাজার অভিনয়।
আমার পারসনাল ওয়ালে কম করে হলে ১০০ জন মন্ত্রী, এমপি, সচিব, কুটনৈতিক, ক্যাডার অথবা দেশের বিশিষ্ট ব্যক্তির সাথে সাক্ষাৎ আছে। কিন্তু তাদের দেখিয়ে কোনদিন ব্যক্তিগত কাজে বা ফায়দার জন্য কোন পোস্ট দেইনি। যদি কোনটা দিয়ে থাকি তাহলে মানুষের কল্যানে বা রাষ্টীয় কাজে।
তাই নতুন বছরে সবার প্রতি আহবান থাকবে সবাই যার যার স্থান থেকে কাজ করুন। তবেই আপনার এলাকা বা দেশ উন্নতি করবে।
বি: দ্র: সমাজের কাউকে আঘাত বা ছোট করতে কথাগুলো বলিনি।
🙂 🙂 🙂