08/09/2025
মাছের ড্রপসি বা পেট ফোলা রোগ
★ড্রপসি রোগ কি?
মাছের পেটে হালকা সবুজ ও হলুদ বর্ণের তরল পদার্থ জমে পেট ফুলে যাওয়া কে ড্রপসি রোগ বলে।
★রোগের কারণ সমূহঃ-
ব্যাক্টেরিয়া, কৃমি ও লিভারের কার্যকারীতা কমে যাওয়া এবং "সিউডোমোনাস নামক ব্যাক্টেরিয়া এই রোগের জন্য দায়ী।
★ড্রপসি রোগের চিকিৎসাঃ-
(১) কোন আগাছা লতাপাতা, পানা, অতিরিক্ত প্লান্কটন থাকলে পরিষ্কার করে চুন, জীবাণুনাশক ও লবন প্রয়োগ করে পানি এবং পুকুরের পরিবেশ ঠিক করতে হবে।
প্রয়োজনে এক তৃতীয়াংশ পরিবর্তন করা লাগতে পারে।
(২) যেহেতু তিনটি কারণে রোগটি হয়ে থাকে।
তাই চিকিৎসা পদ্ধতিও ভিন্ন।
সবার আগে রোগের কারণ খোঁজে বের করবেন।
যদি---
*ব্যাক্টেরিয়ার কারণে হয়ে থাকে!
তাহলে আগাছা পরিষ্কার এবং পানি পরিবর্তন করে চুন, জীবাণুনাশক, লবন প্রয়োগ করে নিতে হবে।
অতঃপর,----
প্রাথমিক চিকিৎসা কিংবা হালকা আক্রান্ত হলে, খাবারের সাথে এনজাইম ও লিভারটনিক মিশিয়ে ৫/৭ দিন খাওয়াবেন।
আর খুব বেশি আক্রান্তে এগুলোর পাশাপাশি লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক খাওয়ানো লাগতে পারে।
যদি---
*কৃমির আক্রমণে হয়ে থাকে!
তাহলে আগাছা পরিষ্কার করে চুন, পরজীবি নাশক, জীবাণুনাশক ও লবন প্রয়োগ করবেন।
পাশাপাশি টানা তিন দিন প্রতি কেজি খাবারের সাথে ১ মিলি করে আইভারমেক্টিন ১% মিশিয়ে খাওয়াবেন।
পরদিন থেকে এনজাইম ও লিভারটনিক মিশিয়ে ৩/৫ দিন খাওয়াবেন।
আর যদি লিভারের কার্যকারীতা কমে গিয়ে ড্রপসি রোগ হয়?
তাহলে এ-র কোন চিকিৎসা আপাতত আবিষ্কার হয়নি।
এক্ষেত্রে মাছ বিক্রি করে দেয়াই উত্তম।
সতর্কতাঃ-
যেহেতু বেশির ভাগ ড্রপসি রোগ ব্যাক্টেরিয়া সম্পর্কিত!
তাই পুকুরের পরিবেশ ঠিক রাখুন।
জৈব ও রাসায়নিক সার প্রয়োগে বিরত থাকুন।
পুকুরের পানি হালকা সবুজ রাখুন।
মেয়াদহীন খাবার খাওয়াবেন না এবং নষ্ট হয়ে যাওয়া উপকরণ দিয়ে খাবার তৈরী করবেন না।
মাছের খাবারে অতিরিক্ত উদ্ভিদ প্রোটিনের ব্যবহার কমান ও পরিমাণ মতো প্রাণীজ প্রোটিন যোগ করুন।
ধন্যবাদ
Catfish bd #মাছ_চাষ #ড্রপসি_পেট_ফোলা_রোগ #কৃষিভাবনা #শিংমাছচাষ #মাছচাষ