কৃষি ভাবনা

  • Home
  • কৃষি ভাবনা

কৃষি ভাবনা কৃষি ও কৃষকের তথ্য গুলো

06/10/2025

২০২৬ সালের জন্য শিং মাছের পোনা কালচারে দেয়া হলো-
#কৃষিভাবনা #শিংমাছচাষ #মাছচাষ

24/09/2025
23/09/2025

শিং মাছ বিক্রির জন্য রাখা হচ্ছে

23/09/2025

শিং মাছের খাবার খাওয়ার দৃশ্য
#কৃষিভাবনা #শিংমাছচাষ

22/09/2025

শিং মাছের কাটাই করা পোনা, চাষে দেয়া হচ্ছে
#কৃষিভাবনা #শিংমাছচাষ

 #সুবহানাল্লাহ #বড়পীর #আব্দুলকাদের_জিলানী(রঃ)     #কৃষিভাবনা
19/09/2025

#সুবহানাল্লাহ
#বড়পীর
#আব্দুলকাদের_জিলানী(রঃ)


#কৃষিভাবনা

শারীরিক পরিশ্রম করতে না পারলে catfish এ উদ্দোক্তা হতে যাবেন না।শেখার আগ্রহ, ঝুঁ/কি নেওয়ার সাহস, উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম...
18/09/2025

শারীরিক পরিশ্রম করতে না পারলে catfish এ উদ্দোক্তা হতে যাবেন না।
শেখার আগ্রহ,
ঝুঁ/কি নেওয়ার সাহস,
উদ্ভাবনী চিন্তা,
পরিশ্রম,
সততা,
ধৈর্য ও
সঠিক পরিকল্পনা একজন উদ্দোক্তাকে সফল হতে সাহায্য করে।
#শিংমাছচাষ #কৃষি_ভাবনা #মাছ_চাষ #মাছচাষ #কৃষিভাবনা

15/09/2025

#শিংমাছচাষ #কৃষিভাবনা

12/09/2025

হাপায় শিং মাছ ✔

#মাছচাষ #কৃষিভাবনা #শিংমাছচাষ #ড্রপসি_পেট_ফোলা_রোগ

11/09/2025
10/09/2025

কেবল অভিজ্ঞরাই চিনতে পারবে, এগুলো কি মাছ?
#কৃষিভাবনা #শিংমাছচাষ #মাছচাষ

মাছের ড্রপসি বা পেট ফোলা রোগ★ড্রপসি রোগ কি?মাছের পেটে হালকা সবুজ ও হলুদ বর্ণের তরল পদার্থ জমে পেট ফুলে যাওয়া কে ড্রপসি র...
08/09/2025

মাছের ড্রপসি বা পেট ফোলা রোগ

★ড্রপসি রোগ কি?
মাছের পেটে হালকা সবুজ ও হলুদ বর্ণের তরল পদার্থ জমে পেট ফুলে যাওয়া কে ড্রপসি রোগ বলে।

★রোগের কারণ সমূহঃ-
ব্যাক্টেরিয়া, কৃমি ও লিভারের কার্যকারীতা কমে যাওয়া এবং "সিউডোমোনাস নামক ব্যাক্টেরিয়া এই রোগের জন্য দায়ী।

★ড্রপসি রোগের চিকিৎসাঃ-
(১) কোন আগাছা লতাপাতা, পানা, অতিরিক্ত প্লান্কটন থাকলে পরিষ্কার করে চুন, জীবাণুনাশক ও লবন প্রয়োগ করে পানি এবং পুকুরের পরিবেশ ঠিক করতে হবে।
প্রয়োজনে এক তৃতীয়াংশ পরিবর্তন করা লাগতে পারে।

(২) যেহেতু তিনটি কারণে রোগটি হয়ে থাকে।
তাই চিকিৎসা পদ্ধতিও ভিন্ন।
সবার আগে রোগের কারণ খোঁজে বের করবেন।
যদি---
*ব্যাক্টেরিয়ার কারণে হয়ে থাকে!
তাহলে আগাছা পরিষ্কার এবং পানি পরিবর্তন করে চুন, জীবাণুনাশক, লবন প্রয়োগ করে নিতে হবে।
অতঃপর,----
প্রাথমিক চিকিৎসা কিংবা হালকা আক্রান্ত হলে, খাবারের সাথে এনজাইম ও লিভারটনিক মিশিয়ে ৫/৭ দিন খাওয়াবেন।
আর খুব বেশি আক্রান্তে এগুলোর পাশাপাশি লিভোফ্লক্সাসিন গ্রুপের এন্টিবায়োটিক খাওয়ানো লাগতে পারে।
যদি---
*কৃমির আক্রমণে হয়ে থাকে!
তাহলে আগাছা পরিষ্কার করে চুন, পরজীবি নাশক, জীবাণুনাশক ও লবন প্রয়োগ করবেন।
পাশাপাশি টানা তিন দিন প্রতি কেজি খাবারের সাথে ১ মিলি করে আইভারমেক্টিন ১% মিশিয়ে খাওয়াবেন।
পরদিন থেকে এনজাইম ও লিভারটনিক মিশিয়ে ৩/৫ দিন খাওয়াবেন।
আর যদি লিভারের কার্যকারীতা কমে গিয়ে ড্রপসি রোগ হয়?
তাহলে এ-র কোন চিকিৎসা আপাতত আবিষ্কার হয়নি।
এক্ষেত্রে মাছ বিক্রি করে দেয়াই উত্তম।

সতর্কতাঃ-
যেহেতু বেশির ভাগ ড্রপসি রোগ ব্যাক্টেরিয়া সম্পর্কিত!
তাই পুকুরের পরিবেশ ঠিক রাখুন।
জৈব ও রাসায়নিক সার প্রয়োগে বিরত থাকুন।
পুকুরের পানি হালকা সবুজ রাখুন।
মেয়াদহীন খাবার খাওয়াবেন না এবং নষ্ট হয়ে যাওয়া উপকরণ দিয়ে খাবার তৈরী করবেন না।
মাছের খাবারে অতিরিক্ত উদ্ভিদ প্রোটিনের ব্যবহার কমান ও পরিমাণ মতো প্রাণীজ প্রোটিন যোগ করুন।
ধন্যবাদ

Catfish bd #মাছ_চাষ #ড্রপসি_পেট_ফোলা_রোগ #কৃষিভাবনা #শিংমাছচাষ #মাছচাষ

Address

Assim Bazar To Moheshpur Bazar, Fulbaria

Telephone

+8801797831613

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৃষি ভাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share