28/06/2025
সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা এমন না। আবার সবাই আপনাকে অপছন্দ করবে ব্যাপারটা এমনও না। আপনি অনেকের কাছে প্রিয় মানুষ হবেন আবার অনেকের কাছে অসীম ঘৃণীত হবেন সব সময় লোকের কথায় কান দিতে হয় না, কারো অপছন্দ কিংবা ঘৃনা নিয়ে কারো জীবন থেমে থাকে না। মানুষ কতশত কথা বলবে পাত্তা দেওয়ার সময় কই? তাই চিল জীবন 🙂🙂