Skill Tech

Skill Tech I am simple boy But much bigger hope. My big wish is that I will be a big YouTuber.You pray for me I

আসসালামু আলাইকুম আমরা যারা বিজনেস বা ডিজিটাল মাকেটিং বা     marketing নিয়ে কাজ করি,অনেক সময় আমাদের বিভিন্ন সাভিস কিনতে হ...
21/01/2025

আসসালামু আলাইকুম আমরা যারা বিজনেস বা ডিজিটাল মাকেটিং বা
marketing নিয়ে কাজ করি,
অনেক সময় আমাদের বিভিন্ন সাভিস কিনতে হয়,
আসলে এই সাভিস কিনতে গিয়ে আমরা অনেক সময় প্রতারণার শিকার হই।
অথবা ভালো সাভিস পাই না।
তাই জন্য ১০০% নিরাপদ সোশ্যাল মিডিয়া ফলো লাইক সাবস্ক্রাইব সাভিস৷
সরাসরি সারভার থেকে কাজ করা হয়।
আর এই কারনে ১০০% নিরাপদ সাভিস।
অটো পেমেন্ট, হওয়ার কারণে সাথে সাথে অর্ডারের
কাজ শুরু হয়ে যায়।
তাহলে আর দেরি কিসের।
এখনই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করুন।
আপনার সার্ভিস গুলো উপভোগ করুন।

Buy Following is world's Best & Cheapest Social Media Marketing panel. Buy Following is the best social media marketing panel for sellers as well as individuals. They are dealing with Tiktok, Facebook, Instagram, Twitter, Youtube, and SoundCloud services. Buy Following is the best cheapest panel in....

02/09/2024

কোন মেয়েকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাইলে শুধু কথায় কাজ হবে না।

যোগ্যতা না থাকলে- শুধু শ্রুতিমধুর কথা দিয়ে বেশীদূর আগানো যাবে না। কারণ, অল্প কিছুদিনের মধ্যেই মেয়েটি দুটি ঠোকর মেরে ‘মাকাল ফলের ভেতরের অংশটুকু বের করে ফেলবে‘।

আপনার ভেতরের অন্ত:সারশূণ্যতা কতদেন চাপিয়ে রাখবেন?

কোন মেয়ে তার পছন্দের মানুষটি খুঁজে পেতে যে বিষয়গুলোতে গুরুত্ব দেয় -

1। নির্ভরযোগ্যতা : একজন নারী জন্মগতভাবেই বিবাহ করার পর স্বামীর সংসারে যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকে এবং ওটাকেই তার নিজের সংসার মনে করে। সুতরাং- সে মনে-প্রাণে আশাকরে একজন নির্ভরযোগ্য ব্যক্তি, যার উপর আস্থা রাখা যায়।

2। দায়িত্বশীলতা : তার হবু বর কেমন হবে- একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসাবে সে কতটুকু দায়িত্বশীল হবে; ইত্যাদি বিষয়ে চিন্তা করে।

3। প্রতিষ্ঠা : সামাজিক ভাবে, আর্থিক ভাবে সে কতটুকু প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার সুনিদৃষ্ট পরিকল্পনা কী- এগুলো বিবিচনায় রাখে।

4। দূরদর্শীতা এবং তার থেকে বেশী জ্ঞানী : তার সামগ্রীক জ্ঞানের স্তর কোন লেভেলে এবং ভবিষ্যত পরিকল্পনা কতটুকু সুদুরপ্রসারী এগুলো বিবেচনায় নেয়।

5। বাচালতা, বাহুল্যতা, ওজন হীনতা ইত্যাদি - মেয়েরা একদম পছন্দ করে না। যদিও করে তা শুধুমাত্র আড্ডা দেয়ার জন্য, ক্ষনিকের স্পন্দন সৃষ্টির জন্য।

সুতরাং আপনি স্মার্টলি উপরের তথ্যগুলো তার কাছে প্রকাশ করুণ অথবা আপনার মধ্যে এ গুণগুলো বিদ্যমান- তা তাকে জানতে দিন। এ জানানো বা জানতে দেয়ার মধ্যে যেনো কোন বাড়াবাড়ি কাজ না করে। খুব প্রাকৃতিকভাবেই এগুলো তাকে বিচার করতে, তুলনা করতে সুযোগ করে দিন। দেখবেন, সে ঠিকই যোগ্য লোককে খুজে নিতে পারবে এবং আপনার গুণাবলীকে মর্যাদা দিতে পারবে।

এ গুলো ব্যতিরেকেও, সম্পর্ক হতে পারে, তবে সে সম্পর্কর স্থায়ীত্ব কম হবে, সেগুলো হবে খেলার সাথী, আড্ডার সাথী। খেলা শেষ তো সম্পর্ক শেষ।

যা হোক, আপনার ব্যক্তিত্ব এবং উপরোক্ত গুণাবলী আপনি কাজের মাধ্যমে, তাকে সহযোগিতার মাধ্যমে উপস্থাপন করুন। আপনি অবশ্যই সফল হবেন।

কোন অবস্থায়ই বাহুল্যতা প্রকাশ করা যাবে না । হালে বিপরীত ক্রিয়া ঘটতে পারে।

ধন্যবাদ।

21/08/2024

এসএসসি ব্যাচ ২০১৫ যাদের তাদের সম্মান দিয়ে কথা বলবেন। হরতালের মধ্যে শুক্রবার শনিবার পরীক্ষা দিয়েও আমরা অটোপাস চাইনি

18/07/2024

Address


Telephone

+8801325758215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Skill Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skill Tech:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share