
03/04/2025
হামজার সাপ্তাহিক বেতন ৫০ হাজার পাউন্ড। শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রতি সপ্তাহে প্রায় ৮০ লাখ টাকা উপার্জন করেন তিনি। এমন একজন ফুটবলারকে যদি ফিফা র্যাংকিংয়ের ১৮৫ নম্বর দেশ নিজেদের হয়ে খেলাতে চায়, তাহলে তাদের কত টাকা খরচ করতে হবে— একবার ভাবুন!
বাংলাদেশে এলেন, অনুশীলন করলেন, ভারত সফরে গেলেন, দেশের জার্সি গায়ে চাপিয়ে ম্যাচও খেললেন। অথচ বাফুফে হামজাকে দিয়েছে মাত্র ২৪ হাজার টাকা— যাতে ইংল্যান্ড থেকে আসার একবারের বিমান ভাড়ার টাকাও উঠবে না, ফিরতির ফ্লাইটের হিসেব তোলাই থাকলো।
ইতিহাসে হয়তো এটাই প্রথম, যখন সপ্তাহে ৮০ লাখ টাকা আয় করা একজন ফুটবলার মাত্র ২৪ হাজার টাকার "লোভে" ইংল্যান্ড থেকে উড়ে এলেন! নিজের পকেটের টাকা খরচ করে দেশের পতাকার জন্য খেললেন!
সেই দিন মাঠে ভারতীয় ফুটবলারদের ঘেরাটোপে পড়েও সে যখন বলটা নিয়ে এগিয়েছিল, তখন স্টেডিয়ামের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা এক কিশোর চিৎকার করে উঠেছিল— "হামজা ভাই, তুমি তো আমাদের গর্ব!"
ওই চিৎকারের দামই তো ২০০ ডলারের চেয়ে বেশি...