English Brownie

  • Home
  • English Brownie

English Brownie Welcome to my official page.!! Stay connected with my page.

  বছর শেষ হওয়ার আগে স্টকের  নিচের কিছু প্রোডাক্টস গুলো কে একদম কেনা দামের থেকে কমে সেল করে দিব।খুব অল্প কিছু ই স্টকে আছে...
23/12/2024



বছর শেষ হওয়ার আগে স্টকের নিচের কিছু প্রোডাক্টস গুলো কে একদম কেনা দামের থেকে কমে সেল করে দিব।খুব অল্প কিছু ই স্টকে আছে,তাই যার যে টা লাগবে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন।

প্রত্যেক টা প্রোডাক্ট ১০০% original, যারা আমার সেলিং গ্রুপে আছেন তারা সব কিছু জানেন।

আমার মতে এই ইনিশিয়েটিভ গুলো খুব দরকার ছিলো বর্তমান বাজারের অবস্থার জন্য। অনেকে স্বপ্নের গরুর মাংস প্যাকেজ দেখে পোস্ট করছ...
08/11/2024

আমার মতে এই ইনিশিয়েটিভ গুলো খুব দরকার ছিলো বর্তমান বাজারের অবস্থার জন্য। অনেকে স্বপ্নের গরুর মাংস প্যাকেজ দেখে পোস্ট করছিলেন যারা মিডেল ক্লাস বা হেন তেন তাদের জন্য বেস্ট একটা কম্বো ছিলো কিন্তু স্বপ্ন তে কিনতে গিয়ে অনেকেই দেখেছেন যাদের ভালো টাকা আছে তারাই অই গুলো একসাথে ১০/১২ টা করে নিয়ে নিচ্ছিলো।সুতরাং আমার মতে এই প্যাকেজ গুলো সবার জন্য।এইখানে গরীব ধনী দিয়ে বৈষম্য করার মতো কিছুই নেই।এই প্যাকেজ গুলো স্প্যাশালি যাদের টুনা-টুনির সংসার অথবা যারা ওয়াকিং কাপল আছেন তাদের জন্য ও একদম বেস্ট।
আর AMANA BIG BAZAR এ পেয়ে যাচ্ছেন এই সব কিছু একদম স্বল্প দামে।

07/11/2024

আমার টখাওয়া বেস্ট মোমোস, এখন পর্যন্ত ওদের সাথে কোনো রেস্টুরেন্টের মোমোস বিট করতে পারে নি আমার মতে। 🤤❤️‍🔥
Coffeeholic Cafe

29/10/2024

কারো বেডরুমে নক না করে এ ঢুকে পড়া, কারো চিরুনী দিয়ে চুল আচরানো, কারো টাওয়েল ব্যবহার করা, কারো ব্যাগ খোলা - এগুলো যে 'অসভ্যতা' এইটা বেশির ভাগ মানুষ বোঝেইনা, তারা এটাকে কোন ব্যাপারই মনে করেনা।

আরেক গ্রুপ আছে দেখা হলেই জিজ্ঞেস করবে এই তুমি কি কালো হয়ে গেছো, শুকায় গেছো, মোটা হয়ে গেছো! এইটা বলে আমাকে খুব উদ্ধার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি না বললে আমি জানতাম না, আমার বাসায় আয়না নাই।

আরেক জাতি আছে যারা, বেতন কত? বাড়ি, গাড়ি করতে পারছি কিনা? বাচ্চা নিবো কিনা!

মানুষের এতটুকু পারসোনাল স্পেস থাকা/রাখা জরুরী, আমি আমার কাছের লোকজনকেও এইসব কথা বলার আগে দ্বিতীয়বার ভেবে নিই।

এই সমাজ শিক্ষিত হয়েছে কিন্তু কার্টিসি বা ভদ্রতার এক বিন্দুও শিখেনি!

© copied

After pretending to be totally fine with the situation that has made my heart feel so heavy for the past few days. When ...
25/10/2024

After pretending to be totally fine with the situation that has made my heart feel so heavy for the past few days. When everyone thinks that you're strong and lucky for handling everything so well, but you have those moments when you hide from anyone and you just want to disappear. when you want to open up to someone but you choose not to because you think it's not worth their time. Those days and nights that feel like years, and it doubled the pain you felt.After so much has happened and the faith and trust in the mind, tell everything to Allah alone. It hits different.🌸

এইটা কোনো কথা? আমি কিছু দিন আগে ফোনের প্যাটার্ন ভুলে গিয়েছিলাম,পরে পাসওয়ার্ড দিয়েছি,কিন্তু আমি কাল রাত থেকে সেই পাসওয়ার্...
25/10/2024

এইটা কোনো কথা?
আমি কিছু দিন আগে ফোনের প্যাটার্ন ভুলে গিয়েছিলাম,পরে পাসওয়ার্ড দিয়েছি,কিন্তু আমি কাল রাত থেকে সেই পাসওয়ার্ড ও খুলতে পারতেছিলামই না,একটু আগে ফোন রিসেট করবো তখন গিয়ে খুলতে পারলাম।😭😭
এইটা কোনো কথা? 💔😒
সবাই কে জুম্মা মোবারক। 💗

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েদার টা এত সুন্দর হয়ে আছে যে একটা লং ড্রাইভে গেলে মন প্রান সব ঠিক হয়ে যেত কিন্তু নিয়ে...
24/10/2024

আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই?
ওয়েদার টা এত সুন্দর হয়ে আছে যে একটা লং ড্রাইভে গেলে মন প্রান সব ঠিক হয়ে যেত কিন্তু নিয়ে যাওয়ার কেউ নেই।
আপনাদের কার কার আমার মতো অবস্থা? বাসায় বসে ফোন কে সময় দিচ্ছেন কে কে? আসেন গল্প করি। 😅

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই?  আমি আমার গ্রুপে পোস্ট করেছিলাম "প্রোমোশনাল লাইভের" জন্য। তখন অনেক আপুরা আমাকে ইনবক্স ক...
21/10/2024

আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই?
আমি আমার গ্রুপে পোস্ট করেছিলাম "প্রোমোশনাল লাইভের" জন্য। তখন অনেক আপুরা আমাকে ইনবক্স করেছিলেন, সো এখন যারা যাদের বিজনেস এর যে কোনো জিনিস প্রোমোট করতে চাচ্ছেন কিন্তু পারছেন না অথবা নতুন বিজনেস, তারা আমাকে ইনবক্স করতে পারেন।আমি যাদের একদম নতুন বিজনেস তাদের সম্পুর্ন ফ্রি তে প্রোমোশনাল লাইভ করে দিব, যতদিন না আপনাদের পেইজ কে মানুষ চিনবে।আর যাদের অনেক আগের পেইজ তাদের তাদের জন্য খুবই ছোট এবং সামান্য কিছু কনডিশন থাকবে।
তাই আর দেরি না করে ইনবক্স করে দিন আর এই পোস্ট টা একটু বেশি করে শেয়ার করুন যাতে আপনার সাথে অন্যরাও সাহায্য পায়। 🫰💗

19/10/2024

হ্যালো এভ্রিওয়ান,
দেখো!

বি:দ্র: আমি কিন্তু নীল বাতি যে জ্বলতেছিলো আর নিভতেছিলো এইটা দেখে কিন্তু অনেক ভয় পেয়েছি। 😭😮‍💨

In the name of "Neha kakkar's" Love Life -  যেখানে নেট জুড়ে হিমাংশু ওকে ছেড়ে যাওয়ার পর ও যেভাবে একটা শো তে এসে কান্না কর...
15/10/2024

In the name of "Neha kakkar's" Love Life - যেখানে নেট জুড়ে হিমাংশু ওকে ছেড়ে যাওয়ার পর ও যেভাবে একটা শো তে এসে কান্না করে আর তারপর Rohanpreet ওকে ভালোবাসা দিয়ে তার সমস্ত কষ্ট মুছে দিয়ে ওর জীবন সুন্দর করে বলে আপনারা মন্তব্য করছেন, সেখানে In the name of "Samantha's" Divorce Life - এই মেয়ে টা কি করে একা নিজেকে গুটিয়ে, স্ট্রং হয়ে একাই কত ভালো ভালো কাজ আমাদের উপহার দিচ্ছে আর তার ইন্টারভিউ থেকে তার যে সকল পডকাস্ট এ এসে ও যেভাবে কনফিডেন্টলি কথা বলে আপনারা কেন এই বিষয় টা হাইলাইট করেন না?

আসলে দুনিয়া তে মায়ের পেট থেকে আসার সময় যেমন একা বের হয়েছেন,মৃত্যুর পর লাশ টা কেও কিন্তু একা ই দাফন করবে।

সুতরাং, বেচে থাকার জন্য যে ভালোবাসা বা অন্য একজন কে পাশে দরকার এই কনসেপ্ট টা মাথা থেকে মুছে দিয়ে, একা কি করে নিজেকে স্ট্রং এবং কনফিডেন্ট করে বাচা যায় সেই পথ টা বেছে নিন।
যত বেশি এই ভালোবাসা নামক মায়াজাল থেকে নিজেকে বের করে, একা বাচার সাহস আর শক্তি নিজের ভেতরে আনতে পারবেন ততো বেশি আপনার জীবনে দুখ,কষ্ট, ডিপ্রেশন ইত্যাদি সব কমে যাবে।অবশ্যই দিন শেষে নিজেকে একা লাগবে তখন সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আর লাইফের একটা গোল সিলেক্ট করেন যেখানে আপনার পৌছানোর জন্য একমাত্র আল্লাহর সাহায্য আর আপনার ইচ্ছে টা কাজ করবে,এই তো দেখবেন তখন কত সুখে আর শান্তি তে আছেন যা আপনি অন্য কারো সাথে থাকলে কখনো হতে পারতেন না। 🫰

Toni আপু আমার খুব কাছের কেউ নয়,কিন্তু আপুর পারসোনালিটি এমন যে না চাইতে ও মনে ধরে যায়,আমার জীবন এ যখন খারাপ সময় পার করতেছ...
14/10/2024

Toni আপু আমার খুব কাছের কেউ নয়,কিন্তু আপুর পারসোনালিটি এমন যে না চাইতে ও মনে ধরে যায়,আমার জীবন এ যখন খারাপ সময় পার করতেছিলাম তখন আপুর লাইফের অনেক কথা আমাকে ভেতর থেকে শক্ত হতে একটু হলেও সাহায্য করেছে। আর আমার তো বাবা নেই,সেই ক্ষেত্রে আমি খুব ভালো করে বুঝি যে বাবা ছাড়া জীবন টা আসলে চলার মতো কিন্তু বেচে থাকার মতো নয়।আমি এত বড় মেয়ে হয়ে ও আব্বুকে ছাড়া এক পা আগালে আরও ১০ পা পিছিয়ে যাই আর সেইখানে Sarfaraz তো একটা বাচ্চা। Sarfaraz বা Sanvee কেমনে থাকবে বাবা ছাড়া? আর তনি আপু যত শক্তই হোক না কেন,তার কথা গুলো আর তার চেহারায় যে ভয় টা কাজ করছে তা দেখে অনেক খারাপ লাগছে। আমি আমার সাইড থেকে দোয়া করে যাচ্ছি Sarfaraz এর বাবার জন্য,আল্লাহ যাতে ওকে এই ছোট বয়সে এত বড় কষ্ট টা না দেয়,আপনি ও চাইলে পারবেন আপুর হাজবেন্ড আর বাচ্চার বাবা কে যাতে সুস্থ করে আল্লাহ ঘরে ফিরিয়ে আনে (আমিন)।
যখন আপুকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন তখন হাজারো মানুষ কমেন্ট করতেন, এখন আপনারা একটু তার এত বড় কষ্টের সময়ে উল্টো পালটা নিউজ না ছড়িয়ে দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করেন।🙏
হতে পারে এতো হাজারো বান্দার মধ্যে আল্লাহ কোন এক তার প্রিয় বান্দার কথা শুনে Sarfaraz এর মুখের হাসি টা ফিরিয়ে দিবেন। 😔💯

Address


Telephone

+8801920484855

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Brownie posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to English Brownie:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share