Parvej

Parvej Welcome to My Page Parvej
আমার ব্লাড গ্রুপ B(+), রক্ত লাগলে নক দিয়েন।
Last Donate: 8 Month+ Ago
Phone: 01611236228, 01711236228

এই লোকটা এখন কই?
09/10/2025

এই লোকটা এখন কই?

আমি আর তুমি ছাড়া, ভবে আছে যারা, কক্সবাজার আছে তারা :p
01/10/2025

আমি আর তুমি ছাড়া, ভবে আছে যারা, কক্সবাজার আছে তারা :p

সিম দিয়ে গরুর মাংস রান্না করছি.... কে কে খাবা? .....🥴🥴🥴🥴   ゚  ゚
30/09/2025

সিম দিয়ে গরুর মাংস রান্না করছি.... কে কে খাবা? .....🥴🥴🥴🥴

゚ ゚

30/09/2025

আমি চেয়েছিলাম তুমি হও হুমায়ূন আহমেদের কোনো এক উপন্যাসের সহজ সরল নায়িকার মতো প্রাণবন্ত। কোন কোন ঘুম না আসা রাত্তিরে তুমি ওপাশ থেকে ফোন করে গান ধরো, যদি মন কাঁদে তুমি ফিরে এসো, ফিরে এসো এক বর্ষায়।

ফাইভস্টার রেস্তোরার দামি ম্যানুর কফির স্বাদ না খুঁজে মাঝেমধ্যে ওই শ্যাঁতশ্যাঁতে হোটেলের সিঙ্গারর গাল ভাঙার আবদার করো। খাওয়া শেষে খুব শক্ত করে হাত চেপে ধরে রিকশায় চড়ে শহর দেখতে দেখতে হয়ে ওঠো চমৎকার প্রেমিকা।

বৃষ্টি হলে শাড়ি চুড়ি পরে চোখে গাঢ় করে কাজল দিয়ে সাজুগুজু করো। চিঠিতে লিখে রাখো বৃষ্টি নামার আনন্দের সংবাদ, চিঠির খামে ভরে রাখো কয়েকফোঁটা বৃষ্টি।

জন্মদিন এলে ওসব চিঠি কুরিয়ার করে পাঠাও সঙ্গে পাঠাও গুনে গুনে বেশ কয়েকটি কদমফুল।

অথচ, অথচ তুমি নিজেকে জড়ালে ওয়েস্টার্ন পোশাকে। আমার প্রাণবন্ত স্নিগ্ধ প্রেমিকা না হয়ে বুকের অন্দরের গোপন ফিতা দেখিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠলে নষ্টালজিক এক নারী। নাপিত থেকে মুচি তোমার বুকের সাইজ মেপে তোমাকে প্রশংসায় ভাসায়, ডুবায়, চুবায়।

আমি খুঁজি প্রেম, তুমি যৌনতা। আমি চাই একটু তোমার কাঁধে মাথা রাখতে, তুমি চাও কামনার আগুনে জ্বলেপুড়ে আঙ্গার হতে। আমার এই সব চাওয়াকে তুমি খ্যাত বলে উপাধি দাও। তুমি মেনে পৃথিবীর যাবতীয় অশ্লীলতা, অথচ আমাকে বলো লম্পট।

আমি বোধহয় সেইসব খ্যাত মানুষদের দলে ভিঁড়েছি যাদের এখনও কবিতা পড়লে হৃদয় শূন্য হয়ে আসে, জোছনা দেখলে হতে চায় গৃহত্যাগী, বৃষ্টি দেখলে বিড়াল ছানার মতো প্রিয়তমার বুকে ঢুকে বসে থাকতে চায় চুপচাপ।

আমি বোধহয় সেই-সব খ্যাত প্রেমিকদের দলের মানুষ যারা শুধু প্রেমিকার প্রেমটুকুই চিনেছে, প্রেমিকার শরীর ছোঁয়ার প্রয়োজন মনে করেনি।

তুমি হয়তো জানো না, শরীর যদি আমায় টানতো তবে আমি পৃথিবীর এক'শো তিরানব্বইটি দেশের নারীর নগ্ন শরীরের দিকে ছুটতাম, তোমাকে কেন্দ্র করে ঘুরতাম না।

30/09/2025

#ভালোবাসা সেতো মায়ার অপর নাম
হাজারো ছেলে-মেয়েকে কাদিয়ে বেড়ায়,
এইতো ভালোবাসার কাম।

যে ভালোবাসায় পায়না পূর্ণতা
যেখানে আগেই থাকে ভবিষ্যত শূন্যতা,
সেখানে ভালোবাসার নামে হয়
খুবই হিংস্র জঘন্যতা।
এটাই কি ভালোবাসার মানবিকতা?

কাটে হাত,খায় বড়ি,করে আত্মহত্যা
সব ভুলে গিয়ে, করে পাগলামো
হারায়,বাবা- মায়ের মান এবং সত্রা।

হয়ে যায় চুপ, নয় মানসিক রোগী
সামাজিক ভাবে হয় লাঞ্চিত
একজন ভালোবাসা ভুক্তভোগী।

30/09/2025

তুই কেমন মেয়ে চাস?
-আয়না ছাড়াই সোজা টিপ পরতে পারবে,
একাই শাড়ির কুচি ঠিক করতে পারবে,
আমি বললে কাজল পরবে।
এইটুকু?
-হ্যাঁ

তোর কেমন ছেলে চাই?
-হাত ধরে দুম করে বলবে ভালোবাসি, ব্যাস।
আর?
-আর কী? তারপর দুজনেই ঠিক করে নেবো
আমাদের ভালোবাসা বেশী জরুরি না সাজ-পোশাক?

--রুদ্র গোস্বামী

স্টারলিংকের সবচেয়ে বড় রিজিওনাল হাব হতে যাচ্ছে বাংলাদেশ।৮০ টি অ্যান্টেনাসহ গাজীপুরের কালিয়াকৌরে গ্রাউন্ড স্টেশান স্থাপনের...
30/09/2025

স্টারলিংকের সবচেয়ে বড় রিজিওনাল হাব হতে যাচ্ছে বাংলাদেশ।
৮০ টি অ্যান্টেনাসহ গাজীপুরের কালিয়াকৌরে গ্রাউন্ড স্টেশান স্থাপনের কাজ চলমান।

শুরুর দিকেই ইবনে সিনা, ইস্টার্ন ব্যাংক সহ ২২ টি আর্থিক এবং শিল্প প্রতিষ্ঠানে সাড়া পেয়ে এই সুদূরপ্রসারী কার্যক্রমের উদ্যোগের নিতে যাচ্ছে তারা।

পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারত, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের তথ্য নিরাপত্তা বাড়বে এতে করে। পাশাপাশি এইসব দেশে সার্ভিস এক্সটেন্ড করে ভবিষ্যতে রিজিওনাল হাব হওয়ার সম্ভবনা আছে বাংলাদেশের।

Bandwidth Leasing, IPLC connections এবং hosting infrastructure এর মাধ্যমে আরও পরিণত হবে দেশের ইন্টারনেট পরিসেবা।

ফাইবার অপটিক ব্রেকডাউন সহ যেকোনো বড় বিপর্যয়ে বাংলাদেশের মানুষ আঞ্চলিক দেশগুলোর তুলনায় বেশী নিরাপদ থাকবে।
পাশাপাশি স্যাটেলাইট বেইজড কমিউনিকেশান মেইন্টেইনেন্স এবং দক্ষ জনবল তৈরির সুযোগ থাকবে। যেটা ভবিষ্যতে টেক জায়ান্ট এবং টেক এন্টাপ্রেনিউরদের জন্য সহায়ক হবে।

মাত্র
23/09/2025

মাত্র

23/09/2025
বাংলাদেশীদের গোনায়ই ধরলো না :p
20/09/2025

বাংলাদেশীদের গোনায়ই ধরলো না :p

ড্রয়িং মানেই ইঞ্জিনিয়ারিং এর ভাষা 🛠️📐 অনেক দিন পর আবারও আঁকাজোঁকা করলাম।
16/09/2025

ড্রয়িং মানেই ইঞ্জিনিয়ারিং এর ভাষা 🛠️📐 অনেক দিন পর আবারও আঁকাজোঁকা করলাম।

16/09/2025

জীবনে বহু পাপ করছি কিন্তু AI দিয়ে ফটো ইডিট করে ফেসবুকে আপলোড করি নি!

Address

Nikunja/2

Alerts

Be the first to know and let us send you an email when Parvej posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Parvej:

  • Want your business to be the top-listed Media Company?

Share