নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।

  • Home
  • নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।
11/07/2025
09/06/2025
29/05/2025
24/05/2025

সবাই আমাদের বিপ্লবী তরুণ প্রজন্মের দেয়ালের লেখাগুলো পড়ুন। এরা কতই না অর্থবহ!! ভিশনারি ও সুদূরপ্রসারী চিন্তার।

আসুন ঐক্যবদ্ধ হই।

24/05/2025

আমরা দেশ খাবো !....
বাংলার চোখে জল,
হাসছে কিন্তু সব দল!
নিঃস্ব করে দেশ,
চেঁচায়—সাবাস বাংলাদেশ!

ভালো করে কেউ যদি,
পায় না আলো, পায় না স্নেহ-ছবি।
চোরের দল দেশের বাপ,
জনগণ যেন গোলামের পাঁপ।

দেশটা যখন খাদে পড়ে,
তারা উড়ে চাঁদের ঘরে।
বারোটা বাজে জনতার বুকে,
ওরা খায়—পরোটা, ঘিয়ে ভেজে সুখে।

দেশটা যেন মধুর হাঁড়ি,
ক্ষমতায় শুধু জাদু-বাজি।
জনসেবা স্লোগান খাড়া,
পেছনে বসে পেটভরা খাড়া!

ঠিকাদারি, পার্সেন্টেজ,
চুক্তির পেছনে গোপন ফেজ।
রাস্তা-ঘাট সব কাঁদে আজ,
দুর্নীতির কাঁটায় বন্ধ ব্যাজ।

পকেটে সেতুর কোটি টাকা,
সেতুর গায়ে শূন্য ফাঁকা।
জনতা যদি মুখটা খোলে,
নেতা চোখটা তুলে তোলে।

দেশটা খায়, পেট ভরে,
জনগণ মরে, ছুরি ধরে!
বারোটা বাজে, তবুও ওরা—
পায় বাহবা, করে নাচো নচো ধরা।

দলের জালে দেশটা বেঁধে,
বাংলাদেশ যায় সর্বনাশের খেদে।
নেতা খায়, পুলিশ খায়,
সচিব, দারোয়ান, সবাই ধাই!

দেশের মাথায় মুড়িঘণ্ট,
কর্মীরা সব—নজোয়ান পণ্ড।

এই নেতারা সব ভালো
এবার জ্বলবে দেশে আলো ....

# #বাংলাদেশ #বাংলাদেশের

24/05/2025

ভোটের অধিকার, না কি নীতিবান শাসক?

১) বঙ্গবন্ধু নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিলেন প্রায় ১.৫ বছর।
২) জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন ৪.৫ বছর।
৩) হুসেইন মুহম্মদ এরশাদ ১০ বছর।
৪) ২০০৬ সালে খালেদা জিয়া ছিলেন কিছুদিন।
৫) শেখ হাসিনা ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত — সবটাই অবৈধভাবে!

তাহলে কোথায় ছিল ভোটের অধিকার?
যখন দেশে সত্যিকারের এক যোগ্য নেতা আবির্ভূত হয়েছেন, তখনই কিছু দল "নির্বাচন চাই, নির্বাচন চাই" বলে গলা ফাটাচ্ছে!

নো ভোটিং।
বিপ্লবী সরকারের কোনো ভোট লাগে না।
বিপ্লব মানেই অটো বৈধ — ইতিহাস সেটাই বলে।

আমরা এই দেশের মানুষ ভোটের অধিকার চাই না,
আমরা চাই একজন নীতিবান ও দূরদর্শী শাসক।
আমরা চাই ড. মুহাম্মদ ইউনুস স্যার যেন অন্তত ৫ বছর দেশ পরিচালনার সুযোগ পান।

দেশের মঙ্গলের জন্য এবার অন্য কিছু ভাবুন।
ড. ইউনুস স্যারের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখি।

#নতুনশুরু #নীতিররাজনীতি #ডমুহাম্মদইউনুস

24/05/2025
22/05/2025

ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান।
অপ্রত্যাশিত বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে অবসান ঘটাতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং পতিত ফ্যাসিবাদের দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশে-বিদেশে অনেকেই নাখোশ। তারাই আমাদের বিভক্ত করে আজকের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।

আমরা এক হয়ে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদকে পরাজিত করেছি। এখন যদি বিভক্ত হই, তবে দেশি-বিদেশি দোসররা আমাদের বিরুদ্ধেই চক্রান্ত করবে।

ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—
দেশ ও জাতির স্বার্থেই আমাদের ঐক্য অপরিহার্য।

09/04/2025

পরশুরামে সুবিধাভোগী আলেমদের রাজনৈতিক দ্বিচারিতা: জনমনে প্রশ্নের সৃষ্টি

পরশুরাম, ফেনী:
গত দেড় দশকের বেশি সময় ধরে পরশুরামে ধর্মীয় অঙ্গনের কিছু ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে "আহলে সুন্নতে ওয়াল জামায়াত", "রাহবার", ও "গাউসিয়া কমিটি"-র একাধিক নেতাকর্মীকে আওয়ামী লীগের সহযোগী হিসেবে দেখা গেছে। তারা একসময় "ইসলামী পন্ট" ও "ছাত্র সেনা" নামক রাজনৈতিক সংগঠনের ব্যানারে ১৪ দলীয় জোটের ছত্রছায়ায় সক্রিয় ভূমিকা পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এরা বিভিন্ন সময়ে সরকারের সুবিধা গ্রহণ করেছেন এবং ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সময়ও ওলামা লীগের ভূমিকায় স্বৈরাচার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। এই অবস্থান তাদের নিরপেক্ষতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—বর্তমানে এদের অনেকেই রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে ‘ওলামা দল’-এ যুক্ত হচ্ছেন, যা বিএনপির ঘনিষ্ঠ সহযোগী দল হিসেবে পরিচিত। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এটা শুধুই ক্ষমতার সঙ্গে থাকা ও সুবিধা আদায়ের নতুন কৌশল মাত্র।

এছাড়াও অভিযোগ রয়েছে, এই সুবিধাভোগী আলেমদের একটি অংশ এখনও সাবেক ক্ষমতাসীন দলের সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলেছে এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পাচার করছে।

জনগণের মধ্য থেকে প্রশ্ন উঠছে—একটি ধর্মীয় গোষ্ঠী কীভাবে এত দ্রুত রাজনৈতিক অবস্থান বদলে ফেলতে পারে? এদের দ্বিচারিতা ও সুবিধাভোগী মানসিকতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ?

স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও তরুণ প্রজন্ম এই প্রেক্ষাপটে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

- বাঁশেরকেল্লা পরশুরাম

02/04/2025
09/11/2024
19/10/2024

লজ্জাহীন প্রাণীরা বলে
আগেই ভালো ছিল।
৯০ টাকার পেট্রোল ১৩৫ টাকা এক রাতেই, সেটা ভালো ছিল,
৮০ টাকার ডিজেল কেরোসিন ১২০ আগেই ভালো ছিল,
১০০ টাকার সয়াবিন তেল ৬ মাসের মধ্যে ১৮০ টাকা হয়েছিল, আগেই ভালো ছিল,
৭০ টাকার চিনি ১৩০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল,
১২০ টাকার মুরগী ২৪০ /২৭০ হয়েছিল আগেই ভালো ছিল, ৫০ টাকার পেয়াজ ২০০ হয়েছিল আগেই ভালো ছিল,
৪০ টাকার চনার ডাল ৮০ টাকা হয়েছিল আগেই ভালো ছিল
৭০ টাকার মুসর ডাল ১৩০ হয়েছিল আগেই ভালো ছিল, ডিমের ডজন ১৭০ গেছিল আগেই ভালো ছিলো,
২০ টাকার আলু ৫০/৬০ হয়েছিল আগেই ভালো ছিল, লজ্জা করেনা এইসব বলতে!
আগে চুরির টাকা ছিল তাই দাম হলেও সমস্যা হয়নি, এখন কাজ করে কিনে খেতে হচ্ছে তাই সমস্যা হচ্ছে!
তাই বলি
চেটে নয়
খেটে খাও

Address


Alerts

Be the first to know and let us send you an email when নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share