09/07/2025
ভর্তি পরিক্ষা আয়োজনের জন্য অন্তবর্তী প্রশাসনকে আজ চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে ইউজিসিতে মিটিং হয়েছে । এখন অন্তবর্তী প্রশাসকের সাথে ভর্তি কমিটি এবং সাত কলেজ অধ্যক্ষদের মিটিং হবে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র ভর্তি পরিক্ষা আগষ্টে হয়ে যাবে ! এবার ভর্তি পরিক্ষা নিবে অন্তবর্তী প্রশাসন নট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন !
অধ্যাদেশের আগে বাকি রইলো কিছু বিভাগের ফলাফল, নন-প্রোমোটেড ইস্যু আর নিজ ক্যাম্পাসে পরিক্ষা দেওয়ার ইস্যু !
নিজেদের প্রতিটি অধিকার আদায় করার জন্য এবার ক্যাম্পাস কেন্দ্রিক সচেতনতা বৃদ্ধি করুণ। আপনাদের অধ্যক্ষ মহোদয়গণ এখনো হেল্প ডেস্ক তৈরি করেনি। এসব ইন্টারনাল হেল্প ডেস্ক বাইরে থেকে গিয়ে কেউ করে দেওয়া অনর্থক । ক্যাম্পাসে বসে অধ্যক্ষ মহোদয়গণদের নিকট সকল সমস্যার সমাধান চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৌঁড়ানোর ইতি টানেন ! ঢাবির রেজিস্ট্রার ভবন আপনার না ! আপনার ক্যাম্পাসে বসে আপনার অ্যাকাডেমিক সমস্যা সমাধানের পরিবেশ At any cost তৈরি করতে হবে। কর্তৃপক্ষ আপনার সমস্যা সমাধান করতে বাধ্য। আপনার সমস্যা সমাধানের জন্যই সাত কলেজে রাষ্ট্রের ভ্যাট-ট্যাক্সের টাকায় এতো এতো মানুষের বেতন হয় ! তাহলে আপনার সমস্যা সমাধানের জন্য আপনি কেন বাইরে দৌড়াবেন ? অধিকার কেঁড়ে নিতে হয় ! যুক্তি দিয়ে আদায় করতে না পারলে এঁরা আপনাকে পিয়ন বানাবে !
কর্তৃপক্ষের কথিত অসহায়ত্বের ইতি টানেন। অন্তবর্তী প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা এখন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাস পর্যন্ত বিস্তৃত !
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বৈরাচারী কার্যক্রমের দিন শেষ !
আরেকটি কথা হচ্ছে প্রতিটি স্থানে আচরণে সর্বোচ্চ ভদ্রতা বজায় রাখেন। কিন্তু শিক্ষা সিন্ডিকেটকে ভয় পাওয়া যাবে না। বৈষম্যহীন শিক্ষা ও শিক্ষাঙ্গন হতেই হবে ! অন্তত সাত কলেজ শিক্ষার্থীদের উপর আর কোনো শিক্ষা সিন্ডিকেট যাতে স্টিমরোলার চালানোর সুযোগ না পায় !
আপনারা এখন স্বাধীন ! নিজ ক্যাম্পাসে বসে অ্যাকাডেমিক সেবা গ্রহণের মাধ্যমে স্বাধীনতা উপভোগ করুন।
- মোঃ আব্দুর রহমান
শিক্ষার্থী, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
#সাত_কলেজ_বিশ্ববিদ্যালয়ে_রুপান্তর