S.M. Shakil

S.M. Shakil Motion Graphics Designer and 2D/3D animator

04/10/2025

যখন প্রায় ৫০০জন মানবতাবাদী গ্লোবাল ফ্লোটিলা নিয়ে সমুদ্রপথে গাজায় প্রবেশের চেষ্টা করেছে, তখন আরেক দল যেখানে প্রায় ১৫০জন মানবতাবাদী স্থলেপথে গতকাল গাজায় প্রবেশের চেষ্টা করেছেে এবং গাজা বর্ডারে বিক্ষোভ প্রদর্শন করেছে। are not alone.

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সিটি কলেজ ৩কিলোমিটার রাস্তা। উবার বাইকের ভাড়া ৯০ টাকা।প্রাইভেটকারে অকটেন বা পেট্রোল পুড়বে ...
29/09/2025

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সিটি কলেজ ৩কিলোমিটার রাস্তা।
উবার বাইকের ভাড়া ৯০ টাকা।
প্রাইভেটকারে অকটেন বা পেট্রোল পুড়বে প্রায় ৬০ টাকা।
বাস ভাড়া ১০টাকা।

অটো-রিকশার ভাড়া ১০০টাকা। সময় লাগে ২৫ থেকে ৩০ মিনিট।

অটো-রিকশার রেজিস্ট্রেশন লাগে না।
ইন্সুরেন্স লাগে না।
বছরে বছরে রোড ট্যাক্স দিতে হয় না।
ড্রাইভিং লাইসেন্স লাগে না।
মামলা খেতে হয় না।

তাহলে তো অটো-রিকশাই ভাল! তাই না?

একদিন আমি যেই অটো'তে চড়ে গন্তব্যে যাচ্ছিলাম, সেই অটোওয়ালা এক প্রাইভেটকারের ড্রাইভারের সাথে বাকবিতণ্ডার সময় বলছিল, 'তুই ব্যাটা কয় টাকা কামাছ? আমি মাসে ৩০/৩৫হাজার টাকা কামাই'।

একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা সৎ উপায়ে মাসে কয় টাকা কামায়? একজন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরে করা ব্যক্তি মাসে কত টাকা কামায়?

তারপরও নাকি অটোওয়ালারা গরীব?

সবাই ঢাকায় আসুন। হয় একটা অটো-রিকশা নিয়ে নেমে পড়ুন, না হয় একটা ফুডকার্ট, তা না হলে একটা ভ্যান গাড়ি নিয়ে কিছু মালের পরশা সাজিয়ে রাস্তায় বসে পড়ুন।

ঢাকা শহরের কোন বাপ-মা নাই। এই শহরে যা ইচ্ছা তা করা যায়।

কিন্তু এই শহরের সব আইন হচ্ছে রেজিস্ট্রেশনকৃত গাড়ি আর প্রতিটি বাড়িওয়ালার ক্ষেত্রে।
বছর ঘুরতে না ঘুরতেই বাড়িতে বাড়িতে হাজির হয়ে যায় সিটিকরের কাগজ, আয়করের কাগজ। সরকারকে টাকা দিতে দেরি হলেই বাড়তে থাকতে জরিমানা।

রাস্তায় চেকপোষ্ট বসিয়ে গাড়ির কাগজ চেক করা হয়, সব ঠিকঠাক আছে তো? না থাকলেই মামলা।

অটো-রিকশার মামলা নাই, ফুটপাত ও রাস্তা দখল করে ফুডকার্ড ও ভ্যানগাড়ি নিয়ে বসে থেকে যান চলাচল ও পথচারী চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য কোন মামলা নেই, জরিমানা নেই।

25/09/2025

গভীর বন ভেবে ভুল করবেন না, এইটা ধানমন্ডি লেক পাড়ের একটি দৃশ্য।

ধানমন্ডি ৫/ এ

25/09/2025

ধানমন্ডি সীমান্ত স্কোয়ার মার্কেটের উল্টা পাশে এভাবেই গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগিয়ে রাখা হয়েছে।

পুরো ঢাকা শহরেই এমন দৃশ্য বিদ্যমান। না পরিবেশবাদীদের কেহ কোন কথা বলে, না সিটি কর্পোরেশন কোন এ্যাকমেন নেয়।

25/09/2025

কোন এক অসচেতন বাইকার এখানে দুইটা অপরাধ করেছেন।
এক. তিনি ফুটপাতে বাইক পার্ক করেছেন।
দুই. জেব্রা ক্রসিংয়ের মুখে বাইক পার্ক করে পথচারী পারাপারে বিঘ্ন ঘটাচ্ছেন।
প্রথম অপরাধটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু দ্বিতীয় অপরাধটি মেনে নেওয়া কষ্টকর।

এই যায়গাতেই রয়েছে একটি হাসপাতাল। একটু অসচেতনা ভোগান্তির কারণ।
ধানমন্ডি ৯/এ।
সময়: সকাল ৮:৪৫ মি.
২৫। ০৯। ২০২৫ ইং

28/08/2025
18/08/2025

এরা প্রথমে মেইন রাস্তায় অল্প অল্প করে চলেছে। তারপর উল্টাপথে চলা শুরু করেছে, এরা এখন নিয়মিত ফুটপাতের উপর দিয়েও চলাচল করে।

ধানমন্ডি। ১৮ আগস্ট ২০২৫।

আসিফ আর অপুর বিষয় নিয়ে মাতামাতির কারণে, আজ (১৪ আগস্ট) সকালে বানানীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হয় সেই বিষয়টি ধা...
14/08/2025

আসিফ আর অপুর বিষয় নিয়ে মাতামাতির কারণে, আজ (১৪ আগস্ট) সকালে বানানীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হয় সেই বিষয়টি ধামাচাপা পরে যায়।
বিষয়টি নিয়ে ফেসবুকে খুব একটা কথা হতে দেখিনি। কথা বইলেন প্লিজ! এইদেশে এখন ফেসবুকে কথা না বললে, ভাইরাল না হলে আসামী গ্রেফতার হয় না।

আমি এইসব বিষয়গুলো এড়িয়ে চলি। না দেখে থাকার চেষ্টা করি। কষ্ট হয়।

আজকের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজে হ*ত্যাকারীদের চেহারা স্পষ্ট। তরতাজা একটা মানুষকে কয়েকজন মিলে কি নির্মমভাবে...... :'(

আজকের বিষয়টি, কয়েকদিন আগে সাংবাদিক তুহিন হ*ত্যা ( এই বিষয়ে একটা অক্ষরও লিখিনি) এবং পাথর মেরে হ*ত্যার (এই বিষয়টা দেখারই চেষ্টা করিনি) মত ঘটনা, যেগুলোর সাক্ষ্য-প্রমাণ জ্বলজ্বল করছে, সেসব ঘটনায় অপরাধীর বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা অপরাধকে উৎসাহিত করে।
এইসব ঘটনার বিচার দ্রুত শেষ করে, প্রকাশ্যে জনসম্মুখে শাস্তি কার্যকর করা দরকার। যেন এদের শাস্তি দেখে অন্যরা হ*ত্যা*কাণ্ড ঘটনার সাহস না পায়।

কথায় কথায় ছুঁড়ি বের হয়ে যাচ্ছে, কথায় কথায় চাপাতি বের হয়ে যাচ্ছে, রাস্তায় চাপাতি নিয়ে ছিনতাই হচ্ছে, ছিনতাই করতে গিয়ে মেরে ফেলছে, এ যেন চাপাতি আর ছুড়ির রাজ্য হয়ে গেছে!

13/08/2025

সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মিছিল, সমাবেশ, র‍্যালি করে প্যালেস্টিনির জনগণের পক্ষে সমর্থন দিয়ে গেছে, ইজরাইলের গ*ণহ*ত্যার প্রতিবাদ করে গিয়েছে, কিন্তু আমাদের আরব বিশ্বের নেতারা তাদের নিজ দেশের মুসলিমদেরকে মুসলিমদের পক্ষে একটা মিছিল-সমাবেশ করার অনুমতি দেয়নি।

কিছুদিন আগে সারা পৃথিবী থেকে মানুষ জড়ো হয়েছিল তিউনিশিয়ায়, তারা চেয়েছিল লিবিয়া, মিশর পার হয়ে গাঁজা বর্ডারে গিয়ে ইজরাইল কর্তৃক দেওয়া গাজার উপর ব্লকেড ভাঙ্গবে, কিন্তু মিশর সেটা হতে দেয়নি। ইজরাইলের হুমকিকে আমলে নিয়ে তারা বিভিন্ন দেশের এক্টিভিস্টদেরকে গ্রেফতার করে তাদেরকে ফেরত পাঁঠায়।

ইরান যখন ইজরাইলের বিরুদ্ধে মিসাইল ছুড়েছিল জর্ডান তা ধ্বংস করতে এ্যান্টি মিসাইল সিস্টেম একটিভ করেছিল।

মুসলমানের শত্রু মুসলমান। সাথে অন্যরা তো আছেই।

প্যালেস্টিনবাসীর জন্য মন কাঁদে।

03/08/2025

এতিম দেশের শাসনহীন বখাটে সন্তানদের রাজধানী ঢাকা।

ধানমন্ডি আবাহনী মাঠ সংলগ্ন এড়িয়া। সকাল ৮টা থেকে ৯টা।

02/08/2025

দুবাইয়ের শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাক্তুম ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের সৌন্দর্য আর আভিজাত্য দেখে মনে মনে ভেবেছিলেন, 'ওরা পারলে আমরা কেন পারবো না?' তিনি সংকল্প করেছিলেন, আমিও আমার রাজ্যকে বিশ্বের ১ নাম্বার বানাবো।

যেই কথা সেই কাজ। তিনি দুবাইয়ে এমন এমন সব জিনিস বানানো শুরু করলেন যা বিশ্বে ১ নাম্বার। প্রথম ১০বছরেই তিনি দুবাইয়ের চেহারা পাল্টে দিতে সমর্থ হন। বিশ্ব দৃষ্টি দুবাইয়ের দিকে টানতে সফল হন। তারপরের ২০ বছরে তিনি দুবাইকে নিয়ে যান তার লক্ষ্যে।

জনাব তারেক রহমান ইংল্যান্ডে বসবাস করছেন দীর্ঘদিন। তিনি এখন যথেষ্ট পরিপক্ক একজন মানুষ, এবং একজন রাজনীতিবিদ। যার বাবা ছিলেন প্রেসিডেন্ট, যার মা ছিলেন প্রধানমন্ত্রী, আল্লাহ্‌ চাইলে সেই তারেক রহমান হবেন বাংলাদেশের আগামীর রাষ্ট্র পরিচালক। তিনিও হয়তো স্বপ্ন দেখছেন, দেশকে পাল্টে দিবেন। তিনি হয়তো ভাবছেন, ইংল্যান্ড, দুবাই (আরব আমিরাত) পারলে আমরা কেন পারবো না?

কিন্তু দেশে ফেরার পর উনি আসল ধাক্কাটা খাবেন। যেই স্বপ্ন, যেই আত্মবিশ্বাস নিয়ে তিনি দেশে ফিরবেন সেটা ভেঙে চুরমার হয়ে যাবে কয়েক মাসেই। কুত্তা-বিলাইয়ের ঝগড়াঝাটি আর কামড়াকামড়ি সামাল দিতে দিতে ওনার চলে যাবে পাঁচবছর। ঠিক যেমনটা চলে গেছে মুহাম্মদ ইউনূসের ১বছর।
এরপর ওনার বাংলাদেশকে ইংল্যান্ড কিংবা দুবাই বানানোর শখ মিটে যাবে।

একদিকে সবাই খুশি; অন্যদিকে অনেকের মুখে চুনকালি। ❤️🙂Chief Adviser GOB
14/03/2025

একদিকে সবাই খুশি; অন্যদিকে অনেকের মুখে চুনকালি। ❤️🙂

Chief Adviser GOB

Address


Alerts

Be the first to know and let us send you an email when S.M. Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.M. Shakil:

  • Want your business to be the top-listed Media Company?

Share