
05/07/2025
রাষ্ট্র, সমাজ,পরিবার এমনকি নিজের সাথে আমরা প্রতিনিয়তই বিতর্ক করে থাকি।একজন সৃজনশীল মানুষ সৃষ্টিতে, যুক্তির মধ্য দিয়ে সমাজকে চিন্তা করতে বিতর্কের বিকল্প নেই। পৃথিবীতে প্রাচীনকাল থেকে বিতর্ক চর্চা হয়ে আসছে।বাংলাদেশও এর বাহিরে নয়।বিভিন্ন পর্যায়ে চলছে বিতর্ক চর্চা। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এর বিভিন্ন ধরন। কিন্তু চায়ের দেশ মৌলভীবাজার সম্পূর্ণ অপরিচিত ছিল এই জগতের সাথে।বিতর্ক চর্চায় পিছিয়ে থাকা মৌলভীবাজার জেলায় যুক্তির দ্যুতি পৌঁছে দিতে গত ২৫/০৪/২০১৯ খ্রি: মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিতর্ক অনুরাগি কিছু শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি (এমডিএস)।জেলার প্রতিটি অঞ্চলে যুক্তির দ্যুতি পৌছে দিতে কাজ শুরু করে তখন থেকেই।বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠনের বিতার্কিকদের মৌলভীবাজার জেলায় আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক কর্মশালা আয়োজন,বিতর্ক প্রতিযোগিতা আয়োজনসহ বিতর্ক সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে এমডিএস।
ক্যালেন্ডার থেকে আরও একটি বছর চলে যাচ্ছে।নতুন বছরে নতুন সব পরিকল্পনা নিয়ে প্রস্তুত এমডিএস।আর তাতে মৌলভীবাজার জেলার বিতর্ক অনুরাগী সকল শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এবং সংগঠনে নতুন সদস্য যুক্ত করতে সদস্য আহ্বান করা হচ্ছে। মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির সদস্য হতে নিচের লিংকে গিয়ে সদস্য ফর্ম পূরণ করতে হবে।
আপনিও যদি মৌলভীবাজার স্থানী বাসিন্দা হোন এবং মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির অংশ হতে আজই রেজিষ্ট্রেশন করুন।
সদস্য ফর্ম:
https://forms.gle/Bn9BDpYVLWtgYa7EA
ফর্ম পূরণের শেষ সময়ঃ ১৫ জুলাই ২০২৫ রাত ৮:০০ টা