Al-amingk23

Al-amingk23 Stay connected with us.
(2)

ঐতিহাসিক স্থাপনা
18/11/2025

ঐতিহাসিক স্থাপনা

16/11/2025

#বিদেশে_পড়তে_যাওয়ার_১_বছর_আগে_থেকেই_করণীয়_বিষয়সমূহ

বিদেশে পড়তে যাওয়ার আগে সঠিক প্রস্তুতি নেয়া অত্যন্ত জরুরি, এবং এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। নিচে ১৫টি গুরুত্বপূর্ণ করণীয় বিষয়ের বিস্তারিত বিবরণ দেয়া হলো যা আপনাকে সময়মতো এবং সঠিকভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
১. সার্টিফিকেটের নামের মিল (𝑵𝒂𝒎𝒆 𝑪𝒐𝒏𝒔𝒊𝒔𝒕𝒆𝒏𝒄𝒚 𝒊𝒏 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
• আপনার নিজের নাম এবং পিতামাতার নামের বানানে যদি কোনো ভুল থাকে, তা সংশোধন করুন। সার্টিফিকেট, জন্মসনদ এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রে (NID) নামের মিল থাকতে হবে।
• এটি শুধুমাত্র বিদেশে পড়তে যাওয়ার জন্যই নয়, আপনার ভবিষ্যতের অন্যান্য কাজের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। যেমন, ভিসা আবেদন বা পাসপোর্ট প্রক্রিয়ায় ভুল নামের কারণে সমস্যা হতে পারে।
২. পাসপোর্ট তৈরি (𝑷𝒂𝒔𝒔𝒑𝒐𝒓𝒕 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏)
• পাসপোর্ট তৈরির সময় সার্টিফিকেট ও জন্মসনদ অনুযায়ী নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে দিন।
• আপনার জন্মসনদে যদি বর্তমান ঠিকানা বরিশাল থাকে, তবে পাসপোর্টেও একই ঠিকানা থাকতে হবে। কোনরকম ভুল থাকলে সেটি সংশোধন করা জরুরি। পাসপোর্ট সংশোধন করতে সময় লাগতে পারে, তাই আগেভাগে শুরু করা ভালো।
৩. 𝑺𝑺𝑪, 𝑯𝑺𝑪 এবং অন্যান্য একাডেমিক ডকুমেন্ট সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑨𝒄𝒂𝒅𝒆𝒎𝒊𝒄 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔)
• আপনার SSC এবং HSC পরীক্ষার নম্বরপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করুন।
• যদি আপনি মাস্টার্সে যেতে চান, তবে অনার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখতে হবে।
৪. সার্টিফিকেট সত্যায়িত করা (𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕 𝑨𝒕𝒕𝒆𝒔𝒕𝒂𝒕𝒊𝒐𝒏)
• আপনার সমস্ত সার্টিফিকেট শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত (attested) করানো জরুরি। এটি বিদেশে ভিসা প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে। সত্যায়িত করার জন্য সময় লাগতে পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করা ভালো।
৫. 𝑰𝑬𝑳𝑻𝑺 প্রস্তুতি (𝑰𝑬𝑳𝑻𝑺 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• IELTS বা TOEFL পরীক্ষার প্রস্তুতি শুরু করুন। যদি আপনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চান, তবে এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
• IELTS পরীক্ষায় কাঙ্ক্ষিত স্কোর তুলতে অনেক সময় লেগে যেতে পারে, এবং দেরি করলে বিশ্ববিদ্যালয়ের আবেদন বা সেশন মিস হতে পারে। এজন্য আগেভাগে প্রিপারেশন শুরু করুন।
৬. স্কলারশিপ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি (𝑺𝒄𝒉𝒐𝒍𝒂𝒓𝒔𝒉𝒊𝒑 & 𝑬𝒙𝒂𝒎 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• স্কলারশিপে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের জন্য SAT/ACT এবং স্নাতকোত্তরের জন্য GRE/GMAT পরীক্ষার প্রস্তুতি শুরু করুন।
• এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে আগেই ভালোভাবে জেনে প্রস্তুতি শুরু করা উচিত, কারণ এসব পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতি প্রয়োজন।
৭. রেকমেন্ডেশন লেটার সংগ্রহ (𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕 𝑹𝒆𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒅𝒂𝒕𝒊𝒐𝒏 𝑳𝒆𝒕𝒕𝒆𝒓𝒔)
• আপনাকে ভালোভাবে জানেন এমন দুইজন শিক্ষক বা প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখুন। অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়।
৮. 𝑺𝑶𝑷 লেখার প্রস্তুতি (𝑺𝑶𝑷 𝑷𝒓𝒆𝒑𝒂𝒓𝒂𝒕𝒊𝒐𝒏)
• বিদেশে স্টুডেন্ট ভিসা এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়ায় SOP (Statement of Purpose) খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লেখা।
• SOP লেখার জন্য সময় নিয়ে প্রস্তুতি নিন। অভিজ্ঞ ভাই বা ফেসবুক গ্রুপের সাহায্য নিয়ে নিজস্ব ভাষায় SOP লিখুন, যাতে এটি আপনার ব্যক্তিত্বকে সঠিকভাবে তুলে ধরে।
৯. বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑺𝒆𝒍𝒆𝒄𝒕𝒊𝒐𝒏)
• আপনার পছন্দের দেশ এবং বিষয় বিবেচনা করে ৫টি বিশ্ববিদ্যালয় বেছে নিন। যে কোর্সে পড়তে চান, সেটি আপনার পূর্ববর্তী একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকা উচিত। যেমন, সায়েন্স থেকে এইচএসসি করলে সায়েন্সের সাথে সম্পর্কিত বিষয় নির্বাচন করা উচিত।
১০. বাজেট এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন (𝑩𝒖𝒅𝒈𝒆𝒕 & 𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑪𝒉𝒐𝒊𝒄𝒆)
• আপনার বাজেট এবং পছন্দের শহর অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাছাই করুন। বিভিন্ন দেশে থাকা খরচ এবং টিউশন ফি একেক রকম হতে পারে, তাই সেগুলো মাথায় রেখে বেছে নিন।
১১. বিশ্ববিদ্যালয়ের আবেদন ডেডলাইন মেনে চলা (𝑼𝒏𝒊𝒗𝒆𝒓𝒔𝒊𝒕𝒚 𝑨𝒑𝒑𝒍𝒊𝒄𝒂𝒕𝒊𝒐𝒏 𝑫𝒆𝒂𝒅𝒍𝒊𝒏𝒆𝒔)
• পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন ডেডলাইনের দিকে খেয়াল রাখুন এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। অনেক সময় ভিসা বা আবেদন প্রক্রিয়া দীর্ঘ হতে পারে, তাই আগেভাগেই শুরু করা ভালো।
১২. ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত হওয়া (𝑱𝒐𝒊𝒏 𝑽𝒐𝒍𝒖𝒏𝒕𝒆𝒆𝒓𝒊𝒏𝒈 𝑶𝒓𝒈𝒂𝒏𝒊𝒛𝒂𝒕𝒊𝒐𝒏𝒔)
• ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে এটি আপনার আবেদন প্রক্রিয়ায় সাহায্য করতে পারে। বিশেষ করে স্কলারশিপ পেতে বা ভিসা ইন্টারভিউতে আপনার ভলেন্টিয়ার কাজের অভিজ্ঞতা বাড়তি পয়েন্ট যোগ করতে পারে।
১৩. রান্না শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑪𝒐𝒐𝒌𝒊𝒏𝒈)
• বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজের খাবার নিজেই তৈরি করতে হবে। তাই রান্না শিখে যাওয়া খুবই জরুরি। আপনার প্রতিদিনের প্রয়োজনীয় খাবারগুলো কীভাবে তৈরি করতে হয়, তা আগে থেকেই শিখে নিন।
১৪. ড্রাইভিং শেখা (𝑳𝒆𝒂𝒓𝒏 𝑫𝒓𝒊𝒗𝒊𝒏𝒈)
• যদি সম্ভব হয়, ড্রাইভিং শিখে নিন এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন। আপনি চাইলে আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সও তৈরি করে নিতে পারেন, যা বিদেশে গাড়ি চালাতে কাজে লাগবে।
১৫. কম্পিউটার স্কিল উন্নয়ন (𝑼𝒑𝒈𝒓𝒂𝒅𝒆 𝑪𝒐𝒎𝒑𝒖𝒕𝒆𝒓 𝑺𝒌𝒊𝒍𝒍𝒔)
• বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন সময়ে কম্পিউটার স্কিল যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট প্রয়োজন হতে পারে। এগুলো আগে থেকেই শিখে রাখুন এবং সার্টিফিকেট সংগ্রহ করুন।
এই ১৫টি ধাপ আপনাকে বিদেশে পড়তে যাওয়ার আগেই সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং ভিসা প্রক্রিয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে সহজে মানিয়ে নিতে সহায়ক হবে।

Courtesy: Hasi Rani Didi , South Korea

23/10/2025

ভেলভেট বিপ্লব ছিল ১৯৮৯ সালের নভেম্বরে চেকোস্লোভাকিয়ায় একটি শান্তিপূর্ণ ও অহিংস ক্ষমতার পরিবর্তন, যা ৪১ বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটায়। এই বিপ্লবের ফলে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে এটি চেকোস্লোভাকিয়াকে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হওয়ার পথ প্রশস্ত করে।

☘️মূল বিষয়

সময়: ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর ১৯৮৯ পর্যন্ত।

স্থান: চেকোস্লোভাকিয়া (বর্তমান চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া)।

সংঘর্ষ: কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়।

কারণ: জনপ্রিয় বিক্ষোভ, যা মূলত ছাত্র এবং বয়স্ক ভিন্নমতাবলম্বীরা শুরু করেছিলেন।

ফলাফল:
কমিউনিস্ট পার্টির একদলীয় শাসনের অবসান ঘটে।
país একটি সংসদীয় প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়।
এই ঘটনার পর, চেকোস্লোভাকিয়া শান্তিপূর্ণভাবে বিভক্ত হয়ে চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া নামক দুটি স্বাধীন দেশে পরিণত হয়, যা 'ভেলভেট ডিভোর্স' নামে পরিচিত।

22/10/2025

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

শুভ জন্মদিন ৬৯ এর মহানায়ক!আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি!!
22/10/2025

শুভ জন্মদিন ৬৯ এর মহানায়ক!
আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি!!

15/10/2025
15/10/2025

✓রুশ বিপ্লব ঘটে ১৯১৭।
✓নেতৃত্ব দেন ভ্লাদিমির ইলিচ লেনিন।
পতন ঘটে জারতন্ত্রের, কার্ল মার্ক্স সমাজতন্ত্রের ধারণা দেন, তিনি কোন দেশের দার্শনিক ছিলেন?

15/10/2025

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
দ্বিতীয় পত্র , প্রথম অধ্যায়

১। ভারত উপমহাদেশ কোথায় অবস্থিত?
= এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে ভারত উপমহাদেশ অবস্থিত।
২। কারা ভারতকে ইন্ডাস নামে অভিহিত করে?
= গ্রিকরা
৩। কার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়?
= জনশ্রুতি অনুযায়ী পৌরাণিক রাজা ভরতের নামানুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়।
৪।ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতীয় উপমহাদেশকে কী বলে অভিহিত করেছেন?
= 'নৃতত্বের জাদুঘর'
৫।ভারতবর্ষের প্রাচীনতম জাতি কারা?
= দ্রাবিড়
৬।ভারতে প্রাচীনযুগ বলা হয় কোন সময়কে?
৭। ভারতবর্ষের ঐক্য কখন বিনষ্ট হয়?
= মৌর্য সম্রাট অশোকের মৃত্যুর (খ্রি.পূ.২৬২)পর ভারতবর্ষের ঐক্য বিনষ্ট হয়।
৮। সম্রাট অশোক কত সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন?
= মৌর্য সম্রাট অশোক ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
৯। সম্রাট হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার শাসনকর্তা কে ছিলেন?
= শশাংক।
১০। ভারতের অধিকাংশ মানুষ কোন ধর্মাবলম্বী?
=হিন্দুধর্মাবলম্বী।
১১। সতীদাহ প্রথা কী?
= প্রাচীন হিন্দু সমাজে প্রচলিত মৃত স্বামীর, সাথে জীবিত বিধবা স্ত্রীকে একই চিতায় পুড়িয়ে মারার রীতিই সতীদাহ প্রথা নামে পরিচিত।
১২। প্রাচীন ভারতে কয় ধরনের জাতিবেদ প্রথা প্রচলিত ছিলো?
= ৪ ধরণের জাতি
১৩। কত শতাব্দীতে ভারতে মুসলিম আধিপত্যের সূচনা হয়?
= অষ্টম শতাব্দীতে ১৪। আরবদের সিন্ধু অভিযানের সময় উমাইয়া খলিফা কে ছিলেন?
= উমাইয়া খলিফা ছিলেন আল ওয়ালিদ।
১৫। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন?
=হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের (ইরাক) শাসনকর্তা ছিলেন ও সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসিমের শ্বশুর।
১৬। মুসলমানদের অভিযানের সময় সিন্ধু ও মুলতানের শাসনকর্তা কে ছিলেন?
= রাজা দাহির।
১৭। সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
= সেনাপতি মুহাম্মদ বিন কাসিম।
১৮।মুহাম্মদ বিন কাসিমকে কে সিন্ধু অভিযানে পাঠিয়েছিলেন?
= খলিফা আল-ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ মুহাম্মদ বিন কাসিম।
১৯। মুহাম্মদ বিন কাসিম কত খ্রিষ্টাব্দে সিন্ধু জয় করেন?
= ৭১২ খ্রিষ্টাব্দে
২০। মুহাম্মদ বিন কাসিম কত খ্রিষ্টাব্দে মুলতান জয় করেন?
= ৭১৩ খ্রিষ্টাব্দে
২১। রাজা দাহিরের স্ত্রীর নাম কী?
=রাজা দাহিরের স্ত্রীর নাম রানি বাঈ এবং রানি লাদি।
২২। দেবল বন্দর কোথায় অবস্থিত?
= দেবল বন্দর সিন্ধুতে অবস্থিত।
২৩। সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
= আলোর।
২৪। আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ কী ছিল?
= জমাইয়া খলিফা আল ওয়ালিদের জন্য সিংহলের রাজা কর্তৃক প্রেরিত ৮ টি জাহাজ
সিন্ধুর জলদস্যু কর্তৃক লুণ্ঠন।
২৫। আরবদের সিন্ধু বিজয়কে নিষ্ফল বিজয় বলেছেন কে?
= ঐতিহাসিক স্ট্যানলি লেন পুল(Stanley Lanepoole
২৬। সিন্ধুর রাজা দাহিরের কন্যাদের নাম কি ছিলো?
=
২৭। আল বিরুনি কে ছিলেন?
= আল বিরুনি ছিলেন মধ্যযুগের একজন মুসলিম গণিতবিদ, দার্শনিক, জ্যোতিবিদ এবং গবেষক।
২৮। সিন্ধু বিজয় সম্পর্কে আল বিরুনির লেখা গ্রন্থটির নাম কী?
= 'কিতাবুল হিন্দ'।
২৯। আরবরা কাদের কাছ থেকে সর্বপ্রথম শূন্যের ব্যবহার ও দাবা খেলার প্রশিক্ষণ লাভ করেন?
= ভারতীয়দের কাছ থেকে।
৩০। রাজা দাহিরের পিতার নাম কী?
= রাজা দাহিরের পিতার নাম হলো চাচ।
৩১। রাজা দাহির কোন বংশের রাজা ছিলেন?
= ব্রাহ্মণ বংশের রাজা
৩২। রাজা দাহিরের দুই কন্যা মুহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে কী অভিযোগ করে?
= শ্লীলতাহানির অভিযোগ করে।
৩৩।গজনি বর্তমানে কোন দেশে অবস্থিত?
= আফগানিস্তানে অবস্থিত।
৩৪। সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন?
= গজনি রাজবংশের
৩৫। গজনি বংশের প্রতিষ্ঠাতা কে?
= সবুক্তগীন।
৩৬। গজনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
= সুলতান মাহমুদ।
৩৭। সুলতান মাহমুদ কে ছিলেন?
= গজনির সুলতান ছিলেন যিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন।
৩৮। সুলতান মাহমুদের পিতার নাম কী?
= সবুক্তগীন।
৩৯। কে ভারতে ২৭ বছরে ১৭ বার অভিযান চালান?
= গজনির সুলতান মাহমুদ ভারতে ২৭ বছরে মোট ১৭ বার অভিযান চালান।
৪০। সুলতান মাহমুদের ১৬ তম অভিযান কোনটি?
= গুজরাটে অবস্থিত বিখ্যাত সোমনাথ মন্দির অভিযান ।
৪১। সোমনাথ মন্দিরটি কোথায় অবস্থিত?
= সোমনাথ মন্দিরটি ভারতের গুজরাটের কাথিওয়াড়ের পশ্চিম
উপকূলে অবস্থিত।
৪২। সুলতান মাহমুদ কত খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির বিজয় করেন?
= ১৬ তম অভিযান অর্থাৎ ১০২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির বিজয় করেন
৪৩। প্রাচ্যের হোমার বলা হয় কোন কবিকে?
= আবুল কাসেম ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয়।
৪৪। ‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা কে?
=শাহনামা মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাসেম ফেরদৌসি।
৪৫। কিতাব-উল-হিন্দ গ্রন্থের রচয়িতা কে?
= আল বিরুনি।
৪৬। ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
= মুইজউদ্দিন মুহাম্মদ ঘুরি।
৪৭। মুহাম্মদ ঘুরির প্রকৃত নাম কী?
= মুইজউদ্দিন মুহাম্মদ বিন শামস।
৪৮। ঘুর রাজ্য কোথায় অবস্থিত?
= আফগানিস্তান ও হিরাতের মধ্যবর্তী স্থানে ঘুর রাজ্যটি অবস্থিত।
৪৯। জাহানসুজ উপাধি কার?
= ঘুর বংশীয় তৃতীয় শাহজাদা আলাউদ্দিন হুসাইনের উপাধি।
৫০। জাহানসুজ শব্দের অর্থ কি?
= পৃথিবীদাহক বা ধ্বংসকারী
৫১। পৃথ্বিরাজ কোন বংশের রাজা ছিলেন?
= পৃথ্বিরাজ চৌহান
৫২। তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
= ১১৯১ খ্রিষ্টাব্দে
৫৩। কত খ্রিষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়?
= ১১৯২ খ্রিষ্টাব্দে
৫৪। তরাইনের ১ম যুদ্ধে বিজয়ী হন কে?
= পৃথ্বিরাজ চৌহান
৫৫। তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হন কে?
= মুহাম্মদ ঘুরি
৫৬। বাংলার শেষ রাজা কে ছিলেন?
= বাংলার শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
৫৭। বাংলা জয় করেন কে?
= ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন।
৫৮। ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে?
= ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন
আইবেক।
৫৯। বাংলায় কত খ্রিষ্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
= ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
৬০। আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহ সুলতান মাহমুদকে কোন উপাধি দিয়েছিলেন?
= ইয়ামিন-উদ-দৌলা ও আমিন-উল-মিল্লাত উপাধি দিয়েছেন।
৬১। ইয়ামিন-উদ-দৌলা শব্দের অর্থ কী?
= সাম্রাজ্যের দক্ষিণ হস্ত
৬২। আমিন-উল-মিল্লাত শব্দের অর্থ কী?
= ধর্মের রক্ষক।
৬৩। সুলতান মাহমুদ ভারতের সর্বপ্রথম কত সালে অভিযান পাঠিয়েছিলেন?
= ১০০০ খ্রি:
৬৪। সুলতান মাহমুদ ভারতের সর্বশেষ কত সালে অভিযান পাঠিয়েছিলেন?
= ১০২৬ খ্রি: জাঠদের বিরুদ্ধে অভিযান প্রেরণ।
৬৫। স্বর্গীয় বধূ কি?
= অনিন্দ্য সুন্দর একটি মসজিদ যেটি গজনির সুলতান মাহমুদ নির্মাণ করেছিলেন।

Happy birthday
15/10/2025

Happy birthday

Address

41/6, Khondokar Goli, Siddeswari, Ramna

1217

Telephone

+8801759393874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-amingk23 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-amingk23:

  • Want your business to be the top-listed Media Company?

Share