Alokito Chakaria

  • Home
  • Alokito Chakaria

Alokito Chakaria Bm Habib Ullah

Editor- www.alokitochakaria.com
Chakaria-Pekua Coresspondnt
The Daily New Nation

চকরিয়া থানার একটি প্রেস বিজ্ঞপ্তি। জনস্বার্থে প্রকাশ * অস্ত্রসহ ডাকাত গ্রেফতার *চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লা...
01/10/2025

চকরিয়া থানার একটি প্রেস বিজ্ঞপ্তি। জনস্বার্থে প্রকাশ
* অস্ত্রসহ ডাকাত গ্রেফতার *
চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোডের চকরিয়ার শেষ সীমান্তে রাস্তার উপর ৮/৯ জনের একটি ডাকাত দল দেশীয় তৈরী অস্ত্রসস্ত্র নিয়ে রাস্তায় ডাকাতির উদ্দেশ্যে রাস্তায় গাছ ফেলে চকরিয়াগামী কয়েকটি গাড়ী আটকে ফেলে। তখন চকরিয়া থানা পুলিশের টিম ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করে কয়েকজনকে মারধর করে মহাসড়কে দুই পাশে গভীর জঙ্গলে পালিয়ে যায়। উপরোক্ত ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এসআই জাকির হোসেন বাদী হয়ে চকরিয়া থানার মামলা নং- ৫০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৫; ধারা- 399/402 The Penal Code 1860 দায়ের করেন।
১অক্টোবর'২৫ ইং কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন এর সাবির্ক দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ চকরিয়া থানা তৌহিদুল আনোয়ার এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই সোহরাব সাকিব, এসআই আরকানুল ইসলাম, এএসআই খলিলুর রহমান, এএসআই জুয়েল বড়ুয়া, এএসআই আনোয়ার হোসেন, এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্থ হাসেরদিঘী লামা আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড় সহ আশপাশ এলাকায় দুপুর ১২.১০ ঘটিকা হতে বিকাল ১৬.১০ ঘটিকা অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতি মামলার সাথে সক্রিয়ভাবে জড়িত আসামী-
১।মোঃ ওমর ফারুক(২৮), পিতা- শহরমুল্লুক, মাতা- মুরশিদা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার,
২। মোঃ জিসান(১৯), পিতা- মোঃ ফয়েজ, মাতা- আমেনা বেগম, সাং- অচিতার বিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার,
৩। জসিম উদ্দিন প্রঃ বার্মাইয়া জসিম (২৬), পিতা-জাকের আহমেদ, মাতা-আয়েশা বেগম, সাং-উচিতারবিল, ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার,
৪। মোঃ মোবারক (২৫), পিতা- নজরুল ইসলাম সাং- মুসলিম নগর ০৮নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী, চকরিয়া কক্সবাজার । ১।একটি দেশীয় তৈরী থ্রিকোয়াটার এলজি, ২। একটি দেশীয় তৈরী লোহার পাইপগান, ৩। ১টি সাদা রংয়ের তাজা কার্তুজ, ৪। ৫টি বিভিন্ন সাইজের দা ও রাম দা সহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীগণ আন্তজেলা ডাকাত দলে সক্রিয় সদস্য। আসামীগণ চকরিয়া থানায় সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে।
বাকী অংশ কমেন্টে -

01/10/2025

** মধ্যপ্রাচ্যে নতুন করে ব্যাপক যুদ্ধ বিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই গতিবিধি ইরানের উপর পূর্ববর্তী হামলার অনুরূপ ই বলছে সামরিক বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে জ্বালানি বহনকারী বিমান পাঠানো, যেখানে এখন পর্যন্ত ১০ টিরও বেশি বিমান দেখা গেছে। কাতারের আল উদেইদ ঘাঁটি এবং সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে F18/F22 ধরণের বিশাল বিমান বহর পৌঁছেছে, এবং দুই সপ্তাহ আগে মার্কিন THAAD বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে পৌঁছেছে।। সুত্র : বাঁশের কেল্লা

সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে -প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন এর টাইমলাইন থেকে নেয়া হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পর...
01/10/2025

সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে -
প্রখ্যাত সাংবাদিক জুলকারনাইন এর টাইমলাইন থেকে নেয়া হয়েছে।
বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় ২ লক্ষ কোটি টাকা সমপরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে, এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব‍্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব‍্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ‍্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের অর্থনৈতিক খাত একপ্রকারের ধ্বংস করতে এবং বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্যে এসব নকল নোট অত্যন্ত কম মূল্যে দেশের জালনোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশের বর্ডার গার্ডস, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত, এবং নিজ সামর্থের সর্বোচ্চ দিয়েই তাঁরা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন, পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ‍্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ।।

01/10/2025

বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও নিরাপ'ত্তা নিশ্চিতে পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প বৃদ্ধি করে জরুরি ভিত্তিতে সীমান্তে বিজিবকে ঢেলে সাজাতে হবে সাথে বিভিন্ন পয়েন্টে থানায় লোকবল বাড়াতে হবে।

কক্সবাজার থেকে ছেড়ে আসা রেলটিচকরিয়ায় পৌঁছাল মাত্র। অপেক্ষায় ছিল যাত্রী সাধারণ কখব আসবে। ৩০১৬ নিয়ে ১০০১ ট্যুরিস্ট স্পেশাল...
01/10/2025

কক্সবাজার থেকে ছেড়ে আসা রেলটি
চকরিয়ায় পৌঁছাল মাত্র। অপেক্ষায় ছিল যাত্রী সাধারণ কখব আসবে। ৩০১৬ নিয়ে ১০০১ ট্যুরিস্ট স্পেশাল এ ট্রেনটি সকাল ১১.৩০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসতে পথে ছিল। ১২ টা ২০ মিনিটের সময় এসে পৌছাল চকরিয়ায়। একটু পর ছেড়ে য়াবে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে।

01/10/2025

খাগড়াছড়িতে সেই মারমা কিশোরীর মেডিকেল পরীক্ষায় মেলেনি ধ'র্ষ'ণের কোন আলামত। খাগড়াছড়ি জেলা হাসপাতালের গাইনোকোলজিস্ট ডা. জয়া চাকমাসহ ৩ চিকিৎসকের স্বাক্ষরিত রিপোর্ট প্রকাশ করেছে যমুনা টিভি। সেই রিপোর্টের ১০টি কাউন্টেই রিপোর্ট নরমাল এসেছে। এই ঘটনাকে পূঁজি করে মূলত পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আর এটার জন্য পুরোপুরি দায়ী প্রথম আলো ও শাহবাগী বামেরা। এরাই ঢাকায় বসে বসে পুরো ঘটনায় উস্কানি দিয়ে ঘটনা এতদূর ঘটায়ছে। ইতিমধ্যেই একাধিক উস্কানীমূলক কার্টূন, গুজব ও প্রোপাগান্ডা ছড়িয়েছে এই শাহবাগী বামেরা। এরা এই ঘটনাকে পূঁজি করে পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের শ্লোগানও দিয়েছে মিছিলে। এই শাহবাগী বামেরা ভারতের সাথে সমন্বয় করে এই উস্কানি টা দিল। সুত্র : বাঁশের কল্লা ও যমুনা টিভি

চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের খঞ্জনী ঘোনার বাসিন্দা, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী ও কক্স...
01/10/2025

চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের খঞ্জনী ঘোনার বাসিন্দা, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থী ও কক্সবাজার হোটেল প্যানোয়ার সাবেক ম্যানেজার রফিক আহমদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দিবাগত-রাত ২টায় চট্টগ্রামের বাসায় ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা আজ ১ অক্টোবর ২০২৫ তারিখ
বাদে আছর খঞ্জনীঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ মরহুমকে জন্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

01/10/2025

Big shout out to my newest top fans! GrameenNews Dotnet, Aznan Liton, Ariyan Chowdhury Tasin, Nurul Akher, Aminul Islam, Mobarrad Hossain, Jasim Uddin, Romman Hossen Raad, MD Nurul Alam, Mobinul Haq, Md Nurul Abshar, Md Armanul Mustafa, Md Shlaek, Mohammad Kaisarul Islam, Kaisarul Islam, Md Hossain, মোহাম্মদ আল রাওয়াফ, Jamila Binte Omar, Samsul Alam, Md Monsur, Badsha Sultan, করিম উল্লাহ ধলঘাটা, Azizul Hoque, Jarset Khan, Nayeem Subhan, সাংবাদিক মোঃ আবদুল্লাহ আল-মামুন, Shah Alam, Prince Belal, Abir Shiddique, Mohammed Mamunur Rashed

30/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abu Rashed, Sujan Shushil, Mizanur Rahman, Mahbub Alam, মুহাম্মদ কুদরত ই রাব্বি, Anowarul Azim, MD Rafiqul Alam, Ziaul Huq, মোঃমিরাজুল ইসলাম, মোহাম্মদ ঈসা, Hm Salman, MK Saiful Muscat Alamrat, Wajid Islam Tasrif, MD Rubel, Akraj Ali, মো শওকত ভাই, Shokat Osman, N D Sangma, Mohsin Khan, মোহাম্মদ আব্দুল্লাহ মোড়ল, Hf Helal, Badsha Meah, ইমানের আলো, Ahmed Rohan, Liton Chakma, Md Rizaul, Md Belal, Rafiqul Islam, Noor Khan, Md Rafiqul Islam, শহিদুল ইসলাম, সাখাওয়াত হোছাইন, Salehcox Saleh, Md Sorowar, Md Nazemul Islam, Kaisarul Islam, BM Ramjan Parvez, Khandakar Rana, Engr Muhammad Nurul Amin, Md Najim Uddin, জচিত চাঙমা, Md Arif Arman, Mohammad Rashed, Md Azizul Hoque, H.M. Khurshed, Mdazima Allh, Abdul Kader Sentu, Md Arfat Reja, Boudi Alom, Arman Uzzaman

একটি নিখোঁজ সংবাদ। আলোকিত চকরিয়া চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের জিল্লুর রহমান আনোয়ারীর তৃতীয় ছেলে মুবিদুল আনোয়ার জিমন (১২)...
30/09/2025

একটি নিখোঁজ সংবাদ। আলোকিত চকরিয়া
চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের জিল্লুর রহমান আনোয়ারীর তৃতীয় ছেলে মুবিদুল আনোয়ার জিমন (১২) গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৩ টা থেকে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুজি করার পরও তার কোন সন্ধান মেলেনি এখনো। কোন আত্মীয় স্বহন বন্ধু-বান্ধব ও হৃদয়বান ব্যক্তি ছেলেটার সন্ধান পেলে তার বাবা চকরিয়া উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি জিল্লুর রহমান আনোয়ারীর সাথে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নং- ০১৮৪০-২৬২ ৯৩১

অন্তর্বর্তী সরকার ‘অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে’ আন্তরিক না হয়ে কেন নির্বাচন দিতে তৎপর হয়েছে, সেই প্রশ্ন রেখেছেন কবি...
30/09/2025

অন্তর্বর্তী সরকার ‘অভ্যুত্থানের অভিপ্রায় বাস্তবায়নে’ আন্তরিক না হয়ে কেন নির্বাচন দিতে তৎপর হয়েছে, সেই প্রশ্ন রেখেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে ‘অত্যন্ত বিপদজনক জায়গায় নিয়ে যাচ্ছেন’ বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় ফরহাদ মজহার এ কথা বলেন। তিনি বলেন, “মুহাম্মদ ইউনূস গণঅভ্যুত্থানের কেউ নয়। এখানে যারা বসে আছে, তারা অনেকে সরাসরি গণঅভ্যুত্থানে রাস্তায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। আমরা বছরের পর বছর নির্যাতিত হয়েছি। আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। “আমরা ঘরবন্দি থেকেছি। আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ফলে আমরা গণঅভ্যুত্থানের একেবারে যেটাকে বলে সৈনিক, সেখান থেকে উঠে এসে আপনাদের সামনে। আমাদের ঐতিহাসিক ভূমিকা সেই ভূমিকার জোরে, সেই বৈধতার জোরে আমরা কথা বলছি। ড. ইউনূস এটা করেন নাই। মজহার বলেন, “তারপরেও কেন তাদেরকে আমরা গ্রহণ করেছি? আমরা তার বিরোধিতা করিনি? আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমরা গ্রহণ করেছি, কেন? আমাদের আশা ছিল যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভূরাজনৈতিক ক্ষেত্রে দুর্বল রাষ্ট্রের যে দুর্বলতা, সে দুর্বলতাগুলো আমরা মোকাবেলা করতে পারব, তার ভালোবাসা যদি পাই। তার আন্তরিকতা যদি পাই। তিনি যদি আমাদের মনের কথা বোঝেন, তিনি যদি গণঅভ্যুত্থানের অভিপ্রায়টুকু বোঝেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তিনি এটা বোঝেন নাই। শুধু বোঝেন নাই। এখন তিনি যে জায়গায় গেছেন, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপদজনক জায়গার দিকে নিয়ে যাচ্ছেন। চব্বিশের জুলাই আন্দোলনের নেতাদের ইউনূস যেভাবে সামনে এনেছেন, তারও সমালোচনা করেন ফরহাদ মজহার। তিনি বলেন, “প্রথম তিনি (প্রধান উপদেষ্টা) ভুল করেছেন, তিনি এসেই বাচ্চাবাচ্চা ছেলেদের, তরুণ ছাত্রদেরকে ধরে নিয়ে এসে কী বললেন? যে ওরা হল মাস্টারমাইন্ড। এই যে একটা… এইটা আমি থতমত খেয়ে গেছি– কী করে! জনগণ হল যেটাকে আমরা দার্শনিকরা বলি পলিটিক্যাল সাবজেক্ট। সত্যিকারের যে রাজনৈতিক নেতৃত্ব, কর্তাসত্তা, গণঅভ্যুত্থানের কর্তাসত্তা হচ্ছে জনগণ। কোনো ব্যক্তি নয়। মজহার বলেন, “আমরা যারা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি সেখানে শিবির ছিল। সেখানে সেক্যুলার লোকজন ছিল। বামপন্থিরা ছিল। এমনকি তরুণ, বহু ছাত্ররা, যাদেরকে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছেন, তারাও ছিল। “সকলে মিলে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। সে নেতৃত্ব দেবার পেছনে প্রধান যে শর্ত ছিল, কী সেটা? আমরা নির্দলীয়ভাবে… দলের স্বার্থকে রক্ষা করাটা আমাদের গুরুত্বপূর্ণ কাজ নয়। আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থাকে উৎখাত করা। নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু। এটা ছিল আমাদের অভিপ্রায়। আন্দোলনে হাজারো মানুষের মৃত্যু হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছে, এখনও অনেকে হাসপাতালে রয়েছে– সে কথা তুলে ধরে তিনি বলেন, “ড. ইউনূস দেখছেন এ বাস্তবতা। এত আত্মত্যাগের পরে আপনি কীসের ভিত্তিতে নির্বাচনের কথা শুরু করলেন? এটা আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি প্রথম থেকে বলে এসেছি, বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই। বাংলাদেশে রাজনৈতিক দল বলে কিছু নাই। আমাকে প্রমাণ করুন যে রাজনৈতিক দল বলে কিছু আছে। রাজনৈতিক দল মানে জনগণের সেবা করে; রাষ্ট্রকে, জাতিকে তারা পথ দেখায়। নতুন কথা বলে। এখানে আছে কী? যেটাকে আমরা বলি লুটেরা মাফিয়া শ্রেণি। যারা দুর্বৃত্ত, যে দুর্নীতিবাজ, লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকাতদলকে আপনি রাজনৈতিক দল বলছেন। এই রাষ্ট্র থেকে মুক্ত না হলে নির্বাচন নিয়ে কথা বলাটা বাতুলতা মাত্র। এটার কোনো অর্থ নাই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেভাবেই প্রস্তুতি সারছে রাজনৈতিক দলগুলো। নির্বাচন কমিশনেরও ব্যস্ততা বাড়ছে। কিন্তু এর কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না ফরহাদ মজহার। তিনি বলেন, “আপনি কেন নির্বাচনটা করতে চাইছেন ড. ইউনূস? তখন এটা প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়? একটা জিজ্ঞাসার প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ আপনি তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন। আপনি গণঅভ্যুত্থানের মহানায়ক নন। আপনি গণঅভ্যুত্থানের কেউ নন। আমি আবারও বলছি, এখানে ভুল বোঝার কোনো অপশন নাই। বারবার বলেছি আপনাকে আমরা এটা। এবং তাদের (রাজনৈতিক দল) সঙ্গে আপনি কথা বলতে বসেছেন। আপনি কোনো জনগণের সঙ্গে কথা বলতে বলেন নাই। আপনাকে আমরা দেখিনি কোনো জেলায় গিয়ে এতবড় গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষকে উদ্দেশ করে কোনো কথা বলেছেন। তাদের স্বার্থের পক্ষে আপনি কোনো কথা বলেছেন? প্রধান উপদেষ্টার বার বার বিদেশ সফরের সমালোচনা করে মজহার বলেন, “আপনি থাকবেন এক থেকে দেড় বছর, এর মধ্যে আপনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন। এর তো কোনো যুক্তি নেই। আপনি দেশের সমস্যাটা কী বুঝবার চেষ্টা করুন। আপনাকে জাতীয় ঐকমত্য করতে বলেছে কে? আমরা তো জাতীয় ঐকমত্য করতে বলি নাই। আমরা গণঅভ্যুত্থান করেছি, একটা সরকার গঠন করেছি। আপনাকে তো আমরা বলি নাই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রেখে, এই সংবিধান রক্ষা করার শপথ নিয়ে একটা উপদেষ্টা সরকার গঠন করবেন। আপনি কেন গঠন করলেন? কী যুক্তি? বিগত আওয়ামী লীগ আমলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদৌ পদত্যাগ করেছেন কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করে তা প্রকাশের দাবি জানান ফরহাদ মজহার। তিনি বলেন, “আমি বলছি, ১০৬ অনুচ্ছেদে আপনাকে মতামত দেওয়া হয়েছে। দেখি, দেখান আমাদেরকে কী ছিল সে মতামতে। কারা ছিল সে মতামতে। সুপ্রিম কোর্টের কোন আইনজীবী এবং কোন বিচারপতি মত দিয়েছেন? তাদের নাম কী? আমরা কথা বলতে চাই। আমরা তর্ক করতে চাই। আমাদের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছেন। আমি ড. ইউনূসকে করজোরে বলব, আমাদেরকে পদত্যাগপত্র দেখান। আপনারা এখনও দেখাতে পারেননি। তারপরে প্রেসিডেন্ট বলছে, না। তিনি জানেন না পদত্যাগপত্র কোথায়। এটা তো হতে পারে না। আপনি তো তামাশা করতে পারেন না। আপনি তো রাষ্ট্র এবং ১৭ কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না।
সূত্র: বিডিনিউজ

30/09/2025

সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে। বাংলাদেশি ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা। বিদেশ ভ্রমণের পরিকল্পনার শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা। ক্রমেই যেন কঠিন হয়ে উঠছে বিষয়টি। ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতা এবং বিনোদনের অভাব —সব মিলিয়ে ভ্রমণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। ইউরোপ-আমেরিকা-কানাডা তো বটেই, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন সোনার হরিণ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alokito Chakaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share