Signature Diary

  • Home
  • Signature Diary

Signature Diary ভুল সময়ে ভুল খবরের শিরোনামে আমায় খুঁজে নিও..!!🤍🖤 Welcome to our page. Our programs:




etc.
(4)

11/07/2025

সবার আছে গুল বাহার, আর আমার আছে একজন ঘুম বাহার, ঘুম ছাড়া কিছু চেনে না, আমাকেও না😒
#প্রহর

11/07/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Ashikur Rahman

🕉️🔱🔱🔱:সনাতন ধর্মে বর্ণিত চৌদ্দ ভুবন বা ১৪টি লোক (Fourteen Lokas) ধারাবাহিকভাবে (সিরিয়াল অনুযায়ী) উপরে থেকে নিচ পর্যন্ত...
10/07/2025

🕉️🔱🔱🔱:সনাতন ধর্মে বর্ণিত চৌদ্দ ভুবন বা ১৪টি লোক (Fourteen Lokas) ধারাবাহিকভাবে (সিরিয়াল অনুযায়ী) উপরে থেকে নিচ পর্যন্ত সাজানো হলো — সঙ্গে প্রত্যেকটির বিস্তারিত বর্ণনা:
---
🔷উর্ধ্বলোক (Upper Worlds) – (১ থেকে ৭):
১:সত্যলোক (Satya-loka / Brahma-loka)
অবস্থান:সর্বোচ্চ লোক।
শাসক: ব্রহ্মা।
বর্ণনা:এটি ব্রহ্মার আবাসস্থল।এটি সর্বোচ্চ আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধতার স্থান,যেখানে আত্মা মুক্তি পায় বা পরম জ্ঞান লাভ করে।এটি মায়ামুক্ত।
---
২:তপলোক (Tapa-loka)
অবস্থান: সত্যলোকের নিচে।
বর্ণনা: এটি তপস্বীদের স্থান,যারা গম্ভীর তপস্যায় লিপ্ত।এখানে অত্যন্ত শক্তিশালী সন্ন্যাসী ও ঋষিরা বসবাস করেন।
---
৩:জনলোক (Jana-loka)
অবস্থান: তপলোকের নিচে।
বর্ণনা:এটি ব্রহ্মর্ষিদের বাসস্থান,যেমন চার কুমার (সনক, সনন্দন, সনতন,সনৎকুমার)।তারা চিরঞ্জীব এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চায় রত।
---
৪:মহারলোক (Mahar-loka)
অবস্থান: জনলোকের নিচে।
বর্ণনা:এটি সাধু ও ঋষিদের আবাসভূমি,যারা স্বর্গ ও উচ্চতর জ্ঞানচর্চার মাঝে অবস্থান করেন।প্রলয়ে এই লোক আংশিকভাবে টিকে থাকে।
---
৫:স্বর্গলোক (Swar-loka / Svarga-loka / Heaven)
অবস্থান: মহারলোকের নিচে।
শাসক: ইন্দ্র।
বর্ণনা:এটি দেবতাদের আবাসস্থল,যেখানে ইন্দ্র ও অন্যান্য দেবতা থাকেন।সুখ,ভোগ এবং পূণ্যফলের ফলভোগ এখানেই হয়।
---
৬:ভুবর্লোক (Bhuvar-loka / Antariksha)
অবস্থান:পৃথিবীর উপরের বায়ুমণ্ডল।
বর্ণনা:এটি দেবতা,আত্মা এবং সিদ্ধ ঋষিদের চলাচলের স্থান। এটি পৃথিবী ও স্বর্গের মধ্যবর্তী অঞ্চল।
---
৭:ভূলোক (Bhu-loka / Earth)
অবস্থান: মধ্যভাগে।
বর্ণনা: এটি আমাদের পৃথিবী — মানুষ,জীবজন্তু,উদ্ভিদ ইত্যাদির বাসস্থান।কর্মক্ষেত্র হিসেবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই পূণ্য ও পাপ অর্জন হয়।
---
🔻অধোলোক (Lower Worlds) – (৮ থেকে ১৪):
৮:অতল (Atala-loka)
শাসক: বাল।
বর্ণনা:এখানে জাদু ও মায়ার রাজত্ব।বাল নামক এক অসুর এই স্থানে নারীদের মোহিত করে ও কামনাবশত বানায়।
---
৯:বিতল (Vitala-loka)
শাসক: হটক বীর্য।
বর্ণনা:এটি শিবের এক রূপ ও ভৈরবদের অধিবাস।এখানে সোনার উৎপত্তি হয় এবং রহস্যময় তান্ত্রিক শক্তি কাজ করে।
---
১০:সুতল (Sutala-loka)
শাসক: রাজা বলি।
বর্ণনা:বিষ্ণুর বামন অবতারে রাজা বলিকে এই লোক উপহার দেন।এটি অত্যন্ত সমৃদ্ধ ও নিরাপদ লোক,যেখানে ভগবান বিষ্ণু নিজেই বলিকে রক্ষা করেন।

১১:তলাতল (Talatala-loka)
শাসক: মায়া (এক তান্ত্রিক অসুর)
বর্ণনা: তান্ত্রিক বিদ্যার কেন্দ্র।এখানে জাদুবিদ্যা ও মায়ার অনুশীলন হয়।এটি অসুরদের শক্তিশালী অঞ্চল।
---
১২:মহাতল (Mahatala-loka)
শাসক: নাগগণ।
বর্ণনা:এখানে বিশাল বিশাল নাগ (সাপজাতীয় দেবতা) যেমন বাসুকি ও অন্যান্যরা বাস করেন।খুবই গাঢ় এবং অন্ধকার স্থান।
---
১৩:রাসাতল (Rasatala-loka)
শাসক:দানবগণ।
বর্ণনা: অসুর ও দানবদের বাসস্থান।এখানে ঈশ্বরের বিরোধীরা থাকেন,তারা শক্তিতে প্রবল কিন্তু অহংকারী।
---
১৪:পাতাললোক (Patala-loka / Naga-loka)
শাসক: শেষনাগ।
বর্ণনা:এটি সবচেয়ে নিচের লোক,কিন্তু আশ্চর্যভাবে সোনায় মোড়া ও জ্যোতির্ময়।এখানে শ্রীনাগরাজ শেষ বাস করেন, যিনি ভগবান বিষ্ণুকে ধারণ করেন।

07/07/2025

নিউজফিড রিফ্রেশ দিলেই ৫ জন বিয়ে বাড়িতে, ৭ জন টাঙ্গুয়ার হাওর আর ১২ জন বাসরঘরে!🤣

06/07/2025

পরীক্ষা আসা মানেই সবদিক থেকে চাপ আসা, সবকিছু নিয়ে চিন্তা বাড়া আর প্রচুর ডিপ্রেসড হয়ে পড়া..!!
#প্রহর

06/07/2025

গান্ধার রাজ্যের ধ্বংসের কাহিনী সবারই জানা, ভাই হয়ে বোনের সংসার নষ্ট করার করুন পরিনতি আজও গান্ধার রাজ্য (বর্তমানে আফগানিস্তান) ভোগ করছে, জলজ্যান্ত উদাহরণ.. 💝
ইতিহাস ভুললে চলবে না..
#প্রহর

এই বৃষ্টিতে বেলী নিও..
05/07/2025

এই বৃষ্টিতে বেলী নিও..

04/07/2025

😑😑

04/07/2025

রিলস পার্টনারের অভাবে কত অনুভূতি প্রকাশ করতে পারছি না😑😑
#প্রহর

পেতো??
04/07/2025

পেতো??

02/07/2025

অভাব থাকলে পড়াশোনা মাথায় ঢুকে না। একটু বেশি পড়তেই গেলে নিজেকে পাগল মনে হয়। খালি পেটে কখনো জ্ঞানী হওয়া যায় না। আপনি লক্ষ করে দেখবেন, ১০০০ জন বিসিএস ক্যাডারের মধ্যে প্রায় ৯৯৯.৫০ জন ক্যাডারের ফ্যামিলি ব্র্যাকগ্রাউন্ড ভালো। তাঁরা জমিদার পরিবারের সন্তান। অন্ততপক্ষে জমিদার না হলেও আর্থিক চিন্তাটা তাঁদের মাথায় নেই। তাঁদের মাথায় শুধু পড়া আর পড়া। তাঁদের পড়ার টেবিলে শুধু বই থাকে না; আরো থাকে প্রোটিন ও শর্করা সমৃদ্ধ খাবার(ডিম, পাউরুটি, ফলমূল, দুধ ও হরলিকস ইত্যাদি ইত্যাদি)। আপনার মনে এখন প্রশ্ন জেগেছে, তাহলে পত্রিকায় বা ফেসবুকে যে দেখলাম; রিকশাচালকের ছেলে বিসিএস হয়ছে, চা/বাদাম বিক্রি করে বিসিএস হয়ছে। আরে! এটা হাজারে বা দুই হাজারে একজন। এখানেও দেখবেন তাঁর মধ্যেও আর্থিক চিন্তাটা মাথায় ছিলো না। কিন্তু কেনো? কারণ, তাঁকে হয়তো কেউ না কেউ আর্থিকভাবে সাহায্য করেছে। হতে পারে এলাকার কোনো জমিদার, মেম্বার, চেয়ারম্যান, সাংসদ বা দেশের কোনো রাজনৈতিক দানশীল ব্যক্তি। হয়তো কোনো কোচিং সেন্টারে সে ফ্রিতে পড়ছে। আমাদের দেশের পত্রিকা বা অনলাইন নিউজপোর্টালে এক হাজার নয়শতো নিরানব্বই জনকে বাদ দিয়ে ঐ একজনকে মানুষের কাছে হিরো বানিয়ে দেয়। আসল কথা হলো রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না। এবার আসুন অন্য কথায়। আপনি গরিব। আপনার স্বল্প বেতনের চাকরি আছে। টিউশন করান। প্রাইভেট পড়ান। তারপর আপনি ক্লান্ত। সবশেষে আপনি একটু বিশ্রাম নেয়ার জন্য শুয়ে পড়েছেন। এখন আর শুয়ে পড়া অবস্থা থেকে টেবিলে বসে পড়তে ইচ্ছে করছে না। মনে মনে টিক করে ফেলেছেন, আগামীকাল ভালো করে পড়বো। নিত্যদিনের মতো আগামীকালই একই অবস্থা হবে। কিন্তু আপনি যে চাকরি,টিউশন, প্রাইভেট পড়াতে গিয়ে দেনিক ১০ ঘন্টা মতো সময় ব্যয় করতেছেন; সেই ১০ ঘন্টা কিন্তু আপনার শহুরে বন্ধু দিব্যি মনোযোগ দিয়ে পড়তেছে। তার মধ্যে অন্য কোনো চিন্তা নেই। তার চিন্তা শুধু বিসিএস/ব্যাংকার বা উচ্চপদে চাকরি করা। আর পড়ার মাঝে হালকা বিরতি নিয়ে সিদ্ধ ডিম খাচ্ছে, হরলিকস খাচ্ছে...। কারণ, শরীরে শর্করা বা প্রোটিন পরিমাণ মতো না খেলে ব্রেইন তো সঠিকভাবে কাজ করবে না। সে ক্যাডার না হয়ে, আপনি টিউশনে বেলা বিস্কুট আর রঙ চা খেয়ে ক্যাডার হবেন?

✍️মোহাম্মদ আব্বাস উদ্দিন রাজু

Address


Alerts

Be the first to know and let us send you an email when Signature Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Signature Diary:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share