
28/09/2025
কাউকে উপরে উঠলে দেখলে টেনে হিচড়ে নিচে নামানো আমাদের স্বভাবে পরিনত হয়েছে!! দেশে কতজন কত বে আই*নী কাজ করে টাকা ইনকাম করছে!! কত বড় বড় ব্রান্ড স্বাদবিহীন, পঁচা বাসি খাবার বিক্রি করছে চড়া দামে, ভ্যাট কেটে!! খোলা আকাশের নিচে টেবিল পেতে বেঁচা ১০০ টাকার কেক এর স্বাদ নিয়ে বাঙালীর কত এক্সপেকটেশন অথচ দেশের ২০ কোটি মানুষই চেনে এমন ব্রান্ডেড শপ থেকে ২৪০ টাকায় একটা পেস্ট্রি কিনে খাওয়ার সময় বাসি মনে হলেও আমরা বেমালুম ইগনোর করি!! যেন বলাই নিষেধ!! Voice আমরা কেবল উঁচু করতে পারি মধ্যবিত্তের জন্য! হাতে থাকা ক্যামেরা টা কেবল মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জন্য তাক করি!! সমালোচনা, কটা*ক্ষ, সন্দে*হ, প্রশ্নবাণ কেবল ছুড়তে পারি নাজুকেরেই💔
লোকটার একটা ভিডিও তে সেদিন দেখেছিলাম সে ক্লেরিফিকেশন দিচ্ছে যে কিভাবে দিনে ৪০ টা কেক বানায়! তার এক ওভেন এ ৬ টা কেক at a time বানানো হয়, তার ওয়াইফ কে সাহায্য করেন একজন শেফ যার একটা কেক ডেকোরেশন করতে সময় লাগে মাত্র ২ মিনিট কেননা সর্বোচ্চ সিম্পল ডেকরেশন করেন!! এবং যার সবই সত্য কথা.. সে কোথা থেকে কাচামাল কেনে তার ডিটেইলস ও দিয়েছিলেন একবার বা কয়েকবার। কি, কেন, কিভাবে এর সব উত্তর সে দিয়েছে, দিতে পেরেছেন । দেখাতেও পেরেছেন..
যেই সাহস দেশের অনেক বড় বড় কেক এর ব্রান্ড এর ও নাই 🙃 আমরাও জানতে চাইবোনা, কারণ তারা নামিদামী ব্রান্ড ‼️
ছোট উদ্যোক্তাদের সম্মান করেন ভাই। ছোট থেকেই সবাই বড় হয়! বরং যারা বড় হওয়ার পর সততা বেঁচে দিসে তাদেরকে প্রশ্ন করেন, অভিযোগ করেন, সমালোচনা করেন। ছোট কে ছোট করার কাজ না করে নিজের জীবনে সময় দেন। কারণ সে একদিন বড় হয়েই যাবে, আপনি এখানেই পরে থাকবেন!! কারণ আপনি যখন আপনার সময় আরেকজন কে নামাতে ব্যয় করেছেন, সে তখন তার স্বপ্ন পূরণের জন্য খেটেছে ❤️
picture collected.
➡️