DailyHive Beauty

  • Home
  • DailyHive Beauty

DailyHive Beauty 100% Original Beauty Products

শীতে ব্রণ ও ব্রণের কালো দাগ যেতে চায় না একদম 🥺ব্রণের সমস্যা এখন কম বেশি সবার হয় সেটার সমাধান করতে যেয়ে ক্লান্ত নাকি??💚...
02/12/2025

শীতে ব্রণ ও ব্রণের কালো দাগ যেতে চায় না একদম 🥺
ব্রণের সমস্যা এখন কম বেশি সবার হয় সেটার সমাধান করতে যেয়ে ক্লান্ত নাকি??
💚💚বেস্ট একনি কম্বো 💚💚
✅LAIKOU TEA TREE CREAM
✅LAIKOU TEA TREE gel

উপকারীতা👉
🌿 প্রাকৃতিক ভাবে চেহারা ফর্সা করে
🌿 ত্বক টানটান এবং রিংকেল দুর করবে
🌿 হালকা মেছতার দাগ ও ফ্রিকেলস দুর করে
🌿 ডার্ক সার্কেল রিমুভ করে
🌿 ত্বকের পোড় টাইট করে
🌿 ব্রণ ও ব্রণের দাগ দূর করে
🌿 অতি মসরিণ ক্রিম যা সহজেই ত্বকে প্রবেশ করে এবং দ্রুত স্কিনের সাথে মিশে যায়।
🌿 ব্রণ, র্যাস, মুখের দানা দানা হ্রাস করে এবং আঁটসাট ছিদ্র দূর করে, ত্বকের জন্য অত্যন্ত কার্যকর
🌿 ২ সপ্তাহ ব্যবহারের পরে ত্বকে পরিবর্তন আসবে।

✅ব্যবহারঃ
রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপানার ত্বক পরিস্কার করে নিন তারপর ক্রিমটি ব্যবহার করুন। এবং সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ করে ভালো মানের সানব্লক ক্রিম ব্যাবহার করুন।

শীতে মিষ্টি রৌদ্রে  পুড়ে যাচ্ছে  তবে বুঝতেছেনা যে কেন কালো হচ্ছেন ❓ত্বকে বাজে মেসতা চান না❓😬কিনবা বয়সের আগে বুড়ি হতে ❓ ব...
02/12/2025

শীতে মিষ্টি রৌদ্রে পুড়ে যাচ্ছে তবে বুঝতেছেনা যে কেন কালো হচ্ছেন ❓
ত্বকে বাজে মেসতা চান না❓😬
কিনবা বয়সের আগে বুড়ি হতে ❓ বা ত্বকে ব্রনের বাজে দাগ ও বাজে ভাব ❓
তবে এখনি সান প্রোটেকশন ব্যবহার করুন 🫰
মেঘলাদিন দেখে সানস্ক্রীন দিচ্ছেন না, পরিণতি স্কিন ক্যা*ন্সার😱😱
❣️হ্যাঁ, বাইরে রোদ না থাকলেও আপনার সানস্ক্রিন লাগাতে হবে। সূর্যের অতিবেগুনী রশ্মি এখনও আপনার ত্বকে পৌঁছাতে পারে এবং ক্ষতির কারণ হতে পারে, এমনকি 🌧️মেঘলা বা মেঘলা দিনেও। চর্মরোগ বিশেষজ্ঞরা আবহাওয়া নির্বিশেষে প্রতিদিন বাইরে যাওয়ার আগে
❤️কমপক্ষে 30 এর এসপিএফ সহ একটি ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন প্রয়োগ করার পরামর্শ দেন। ❤️অতিবেগুনী রশ্মি (UV ) মেঘের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে এবং
❤️রোদে পোড়া,বয়সের আগে বয়সের ছাপ এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। ধারাবাহিকভাবে সানস্ক্রিন প্রয়োগ করা আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

25/11/2025

যারা কখনো কোন গিফট পাননি তারা এই পোস্টে sad😢 রিয়েক্ট দেন লটারি করে ৩ জনকে সারপ্রাইজ গিফট করা হবে 🥰

কাউকে উপরে উঠলে দেখলে টেনে হিচড়ে নিচে নামানো আমাদের স্বভাবে পরিনত হয়েছে!!  দেশে কতজন কত বে আই*নী কাজ করে টাকা ইনকাম করছে...
28/09/2025

কাউকে উপরে উঠলে দেখলে টেনে হিচড়ে নিচে নামানো আমাদের স্বভাবে পরিনত হয়েছে!! দেশে কতজন কত বে আই*নী কাজ করে টাকা ইনকাম করছে!! কত বড় বড় ব্রান্ড স্বাদবিহীন, পঁচা বাসি খাবার বিক্রি করছে চড়া দামে, ভ্যাট কেটে!! খোলা আকাশের নিচে টেবিল পেতে বেঁচা ১০০ টাকার কেক এর স্বাদ নিয়ে বাঙালীর কত এক্সপেকটেশন অথচ দেশের ২০ কোটি মানুষই চেনে এমন ব্রান্ডেড শপ থেকে ২৪০ টাকায় একটা পেস্ট্রি কিনে খাওয়ার সময় বাসি মনে হলেও আমরা বেমালুম ইগনোর করি!! যেন বলাই নিষেধ!! Voice আমরা কেবল উঁচু করতে পারি মধ্যবিত্তের জন্য! হাতে থাকা ক্যামেরা টা কেবল মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জন্য তাক করি!! সমালোচনা, কটা*ক্ষ, সন্দে*হ, প্রশ্নবাণ কেবল ছুড়তে পারি নাজুকেরেই💔
লোকটার একটা ভিডিও তে সেদিন দেখেছিলাম সে ক্লেরিফিকেশন দিচ্ছে যে কিভাবে দিনে ৪০ টা কেক বানায়! তার এক ওভেন এ ৬ টা কেক at a time বানানো হয়, তার ওয়াইফ কে সাহায্য করেন একজন শেফ যার একটা কেক ডেকোরেশন করতে সময় লাগে মাত্র ২ মিনিট কেননা সর্বোচ্চ সিম্পল ডেকরেশন করেন!! এবং যার সবই সত্য কথা.. সে কোথা থেকে কাচামাল কেনে তার ডিটেইলস ও দিয়েছিলেন একবার বা কয়েকবার। কি, কেন, কিভাবে এর সব উত্তর সে দিয়েছে, দিতে পেরেছেন । দেখাতেও পেরেছেন..
যেই সাহস দেশের অনেক বড় বড় কেক এর ব্রান্ড এর ও নাই 🙃 আমরাও জানতে চাইবোনা, কারণ তারা নামিদামী ব্রান্ড ‼️

ছোট উদ্যোক্তাদের সম্মান করেন ভাই। ছোট থেকেই সবাই বড় হয়! বরং যারা বড় হওয়ার পর সততা বেঁচে দিসে তাদেরকে প্রশ্ন করেন, অভিযোগ করেন, সমালোচনা করেন। ছোট কে ছোট করার কাজ না করে নিজের জীবনে সময় দেন। কারণ সে একদিন বড় হয়েই যাবে, আপনি এখানেই পরে থাকবেন!! কারণ আপনি যখন আপনার সময় আরেকজন কে নামাতে ব্যয় করেছেন, সে তখন তার স্বপ্ন পূরণের জন্য খেটেছে ❤️

picture collected.
➡️

আর সয্য হচ্ছে না আমার, কিছু না লিখে পারলাম না।।লোক টা কেমন অসহায় হয়ে গেছে।কি দরকার ছিল, এই লোক টার রিজিকে বাধা দেওয়ার???...
24/09/2025

আর সয্য হচ্ছে না আমার, কিছু না লিখে পারলাম না।।
লোক টা কেমন অসহায় হয়ে গেছে।
কি দরকার ছিল, এই লোক টার রিজিকে বাধা দেওয়ার???????
কি দরকার একজন এর রিজিক নষ্ট করার!!!
উনি ওনার মতো করে জীবিকা নির্বাহ করছে, তা নষ্ট করার জন্য কিছু মানুষ পাগল এর মতো পিছু লেগেছে।
কয়টা দিন যাবত দেখছি গ্রুপে গ্রুপে এতো এতো পোস্ট দিচ্ছে অনেকেই যে,,,
ওনার ওয়াইফ এত এত কেক কেমনে বানায়, এই কেক গুলোতে এই নাই সেই নাই... হেন তেন...........
আরে!! আমার দুইজন হেল্পিং হ্যান্ড থাকলে এরকম ৫০/৬০ টা কেক আমিও বানাতে পারবো ইনশাআল্লাহ।
এটা নিয়ে এত মাতামাতির কি আছে বুঝলাম না!!
আচ্ছা নিজের খেয়ে অন্যের উপর এভাবে নাক গলানো টা কি ঠিক হচ্ছে!!!
ওনার উন্নতি দেখে সয্য হচ্ছে না কিছু মানুষ এর তাই উঠে পরে লেগেছে কিভাবে ওনার বিজনেস টা কে নষ্ট করা যায়! আমার একদম ই ভাল লাগছে না কিছু মানুষ এর নাক গলানো টা দেখে।
আরে, করুক না উনি ওনার মতো বিজনেস! আল্লাহ তার রিজিকে রেখেছেন তাই উনি তা ভোগ করছেন,,
মানুষ ওনার থেকে খাচ্ছে, মজা তো কিছু হলেও পাচ্ছে তাইতো খাচ্ছে , তো........আপনাদের সমস্যা কি!!
যাদের ভাল না লাগবে তারা না খাবে!!
আপনারা কেন উঠে পরে লেগেছেন ওনার বিজনেস নষ্ট করার জন্য?????
উনি যদি কোন বেকারি থেকে কেক এনে বিক্রি করে থাকে, তো করুক না!!!
কিন্তু তারপর ও তো মানুষ খাচ্ছে ওনার কেক!!
আসলে এটা একটা আল্লাহর রহমত,
ওনার উপর স্বয়ং আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিয়েছেন, ওনার ভাগ্য খুলে দিয়্বছেন আল্লাহ, কয়জন এর এমন ভাগ্য হয় বলুন????
ওনার উপর নিশ্চয়ই আল্লাহ খুশি আছেন, তাই ওনার রিজিকে আল্লাহ বরকত দান করেছেন।
আর এখন যদি উনি মানুষ কে ঠকায় সেটাও আল্লাহ ই ওনার বিচার করবেন, হয়তো ওনার রিজিক কমিয়ে দেবেন।
কিন্তু আপনারা কেন গায়ে পরে ওনার ক্ষতি করছেন????
আজকে কিছু না লিখে পারলাম না, আজকে একটা আপু ওনার দোকানে গিয়ে ওনার কতটা ক্ষতি করার চেষ্টা করছে, খুবি খারাপ লাগ্লো আমার বিষয় টা।

কালেক্টেড

ব্রণ কি আপনার জামাই নাকি যে সারাজীবন সাথে থেকেই যাবে🙄 ব্রণ হলো সেই অতীত যাকে সহ্য হয় না কিন্তু জীবনে ঝামেলা করতে আসতেই ...
15/09/2025

ব্রণ কি আপনার জামাই নাকি যে সারাজীবন সাথে থেকেই যাবে🙄
ব্রণ হলো সেই অতীত যাকে সহ্য হয় না কিন্তু জীবনে ঝামেলা করতে আসতেই থাকে 🤬
তাই এই ঝামেলা থেকে বাঁচাতে আমাদের স্টুডেন্ট একনি কম্বো চলে আসবো আবার 🫣
⭕combo ⭕
🌿 LAIKOU Tea Tree Acne Cream 🌿
🌿LAIKOU Tea Tree Acne Gel 🌿
🌿LAIKOU Tea Tree Facewash 🌿
উপকারীতা👉
🌿 প্রাকৃতিক ভাবে ত্বকে হেলদি ও উজ্জ্বল করে।
🌿 ত্বকে টানটান করে তবে শুষ্ক করেনা।
🌿 ব্রণের গর্ত দূরে সাহায্য করে।
🌿 পুরাতন নতুন ব্রণ ও একনির ওপর কাজ করে।
🌿 ত্বকের ব্রণের ব্যাকটেরিয়া নষ্ট করে।
🌿 ব্রণ ও ব্রণের দাগ দূর করে।
🌿 অতি মসরিণ ক্রিম যা সহজেই ত্বকে প্রবেশ করে এবং দ্রুত স্কিনের সাথে মিশে যায়।
🌿 ব্রণ, র্যাস, মুখের দানা দানা হ্রাস করে এবং আঁটসাট ছিদ্র দূর করে, ত্বকের জন্য অত্যন্ত কার্যকর।
🌿 ২-৩ সপ্তাহ ব্যবহারের পরে ত্বকে পরিবর্তন আসবে।

✅ব্যবহারঃ
রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপানার ত্বক একনি ক্লিনজার দিয়ে পরিস্কার করে নিন তারপর ক্রিমটি ব্যবহার করুন আর এক্টিভ একনিতে জেলটা। এবং সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ/ একনি ক্লিনজার দিয়ে মুখ ক্লিন করুন ও ভালো মানের সানব্লক ক্রিম ব্যবহার করুন।

⭕ নোট: লিখা কপি করেন না,কপিরাইট এডমিন আর রিভিউ ছবি এডমিন

✨ আপনার ত্বকের আসল যত্ন শুধু Original Fairy Herbal Soap এ 🌿✅ ১০০% হারবাল ফর্মুলা✅ ত্বককে রাখে উজ্জ্বল, মসৃণ ও সতেজ✅ নিরা...
14/09/2025

✨ আপনার ত্বকের আসল যত্ন শুধু Original Fairy Herbal Soap এ 🌿
✅ ১০০% হারবাল ফর্মুলা
✅ ত্বককে রাখে উজ্জ্বল, মসৃণ ও সতেজ
✅ নিরাপদ ও প্রমাণিত মান

👉 বাজারে কপিও আসছে, তাই অর্ডার করার আগে অবশ্যই নিশ্চিত হোন – আমরা দিচ্ছি শুধু অরিজিনাল প্রোডাক্ট 💯


vs #100%

📢 হারানো পাখির সন্ধান চাইরাজশাহী, হরগ্রাম কোর্ট স্টেশন এলাকায় শুক্রবার দুপুর ২:১০ এর দিকে আমার অত্যন্ত আদরের পোষা পাখি W...
12/09/2025

📢 হারানো পাখির সন্ধান চাই

রাজশাহী, হরগ্রাম কোর্ট স্টেশন এলাকায় শুক্রবার দুপুর ২:১০ এর দিকে আমার অত্যন্ত আদরের পোষা পাখি Wally হারিয়ে গেছে।

🕊️ পাখির তথ্য:

বয়স: প্রায় ৮ মাস
নাম: Wally (নামে ডাকলে সাড়া দেয়)
রঙ: সাদা-নীল

ডিসেম্বর ২০২৪ থেকে তাকে টেম করা হয়েছে এবং তখন থেকেই সে আমার সাথেই আছে।

ঘটনার দিন আমার বাসার সামনে একটি বিল্ডিং ভাঙার কাজ চলছিল। ট্রাক্টর ও ভারী মেশিনের প্রচণ্ড শব্দে ভয় পেয়ে ওলি উড়ে যায়। পরে কাক দেখে আরও ভয়ে উল্টো দিকে চলে যায়। এরপর আর ফিরে আসেনি।

📞 যদি কেউ ওলিকে দেখতে পান বা খুঁজে পান, অনুগ্রহ করে এই নাম্বারে যোগাযোগ করুন:
+8801307-875934 ✅

👉 Wally-কে খুঁজে দিলে অবশ্যই সম্মানী স্বরূপ কিছু প্রদান করা হবে।

😭 এটা আমার অনেক সখের ও আদরের পাখি। কেউ যদি কোনো খোঁজ পান, দয়া করে জানান।

সাদা না কালা 🤣না মানে ২টাই নিজের সৌন্দর্যে সুন্দর মাশাআল্লাহ। আসল কথাতে আসি অনেকে বলতে আপু অনেক দিন হলো স্টক আপডেট দেন ন...
12/09/2025

সাদা না কালা 🤣
না মানে ২টাই নিজের সৌন্দর্যে সুন্দর মাশাআল্লাহ।
আসল কথাতে আসি অনেকে বলতে আপু অনেক দিন হলো স্টক আপডেট দেন না প্রি অর্ডার নেননা।
প্লিজ অফার দেন সেল দেন রেডি স্টকের আপডেট দেন 🫣 একা মানুষ কি কি করবো বুঝতেঋিনা আপনাদের সুন্দর এডমিন তো ছুটিতে 🙂🙂
তো আপনারাই বলেন কি নিবেন আগে অফার রেডি স্টক আপডেট নাকি প্রি অর্ডার বুকিং 🫣

এই গরমে ফেসের এসি এটা ☃️🥶🌨️🏮ঘরে আর লাইট লাগবে না ফেসের গ্লো তেই কাজ শেষমুখে লাইটের রিফফ্লেক্সন ও পড়বে, গ্লাস স্কিন ও হব...
12/09/2025

এই গরমে ফেসের এসি এটা ☃️🥶🌨️
🏮ঘরে আর লাইট লাগবে না ফেসের গ্লো তেই কাজ শেষ

মুখে লাইটের রিফফ্লেক্সন ও পড়বে, গ্লাস স্কিন ও হবে, গ্লোয়িং স্কিন ও হবে🥱🥱
হাজার সমস্যা ১ টা সমাধান
মোস্ট ডিমান্ডিং ২ টা Soothing gel🥰
গ্লাস স্কিন বলো আর গ্লোয়িং স্কিন সুন্দর রাখতে এটার বিকল্প নাই
♥️Safrron soothing gel, Milk 99% white soothing gel♥️
এর উপকারিতা এতো বেশি :
🎀 ত্বককে ন্যাচারাল ভাবে ফর্সা করে।
🎀 ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
️🎀 পোর মিনিমাইজ করে।
🎀 রোদে পোড়া দাগ দূর করে।
🎀 ত্বককে ভেতর থেকে পরিস্কার করে ব্রন হবার সম্ভাবনা কমায়।
🎀 ত্বকের যেকোন দাগ ধীরে ধীরে দূর করে।
🎀 বয়সের ছাপ এবং বলিরেখা কমায়।
🎀 পাতলা ত্বককে মোটা করতে সাহায্য করে।
🎀 ত্বক নরম ও গ্লো করার জন্য কাজ করে।
🎀 ত্বককে সতেজ ও কোমল করে।
🎀 ত্বকের কালচে ভাব দূর করে, ত্বককে মসৃণ করে।
🎀 ত্বককে হেলদি করতে সাহায্য করে।
🎀মেছতা, মেছতার দাগ,ব্রন, ব্রনের দাগ, ধবধবে ফর্সা করবে।
🎀চোখের নিচের কালো দাগ দূর করবে।

🔥ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবে।

💢ব্যবহারের_নিয়মঃ
যেকোন সময় Soothing Gel মুখে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে ২-৩ মিনিট ম্যাসাজ করে ভালো করে ধুয়ে ফেলতে হবে।
model 🫣



আসসালামুআলাইকুম অপুরা। আমি যে কত অলস সেটা সরাসরি না দেখলে বুঝা যাবে না। রেডি হওয়া যে কি বিরক্ত, বসে বসে রেডি হতেও আলসেম...
12/09/2025

আসসালামুআলাইকুম অপুরা।
আমি যে কত অলস সেটা সরাসরি না দেখলে বুঝা যাবে না। রেডি হওয়া যে কি বিরক্ত, বসে বসে রেডি হতেও আলসেমি লাগে। মনে হতো এমন কিছু যদি থাকতো ২ মিনিটে রেডি হয়ে যাইতে পারতাম। তখনই আপু আমাকে গিফট করলো এই জাদুর জিনিস। লিপস্টিক, লাইনের, highligher, eyebrow pen সব এক সাথে। উফ বাইরে টাচ আপ করতে ৪/৫ রকম জিনিস নিয়ে আর যাওয়া লাগে না 😌
এত যে টাইম সেভিং একটা জিনিস । আমার মত অলস কে বাচাইসে এই জিনিস
আমার মত কে কে আছেন আপূরা???🙃






⭕⭕ কাল শুক্রবারের জুম্মা অফার ⭕⭕⭕অফার প্রাইজ শুরু ২৫ টাকা থেকে মাত্র ⭕ হিজাব পিন ব্রুচ এতো কমে আর পাবেন না 😍😍আমাদের সব ম...
11/09/2025

⭕⭕ কাল শুক্রবারের জুম্মা অফার ⭕⭕

⭕অফার প্রাইজ শুরু ২৫ টাকা থেকে মাত্র ⭕

হিজাব পিন ব্রুচ এতো কমে আর পাবেন না 😍😍

আমাদের সব মেয়েদের প্রতিদিনের একটা প্রয়োজনের মধ্যে ব্রুচ অন্যতম হয়ে উঠেছে
আর হিজাবী আপুদের তো ব্রূচ প্রয়োজন তেমন প্রিয়জন ও হয়ে উঠে ব্রুচ যেমন সৌন্দর্য্য বাড়ায় তেমনই খুব দরকারী জিনিস
আর হিজাব হোক বা কামিজ, টপস হোক বা শাড়ী
এমন কোনো আউটফিট নাই যার সাথে ব্রুচ মানায় না আর প্রয়োজন হয় না।
আর সেই সুন্দর সুন্দর ইউনিক ব্রুচ গুলো যখন এতো কমে পাচ্ছেন তাইলে না নিলে আমাদের না আপনাদের বিরাট লস হয়ে যাবে। স্টক শেষের আগে নিয়ে ফেলুন , কারণ পরে চাইলেও এই দামে আর পাবেন না 🥱🥱

Address


Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801798443143

Alerts

Be the first to know and let us send you an email when DailyHive Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DailyHive Beauty:

  • Want your business to be the top-listed Media Company?

Share