
07/07/2025
ডেভিড ও কার্লো আনচেলত্তি আলাদা হচ্ছেন, আবার ঠিকই একসঙ্গে থাকছেন।
কার্লো আনচেলত্তি বসবাস করছেন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে, আর ডেভিড আনচেলত্তি কোচ হচ্ছেন রিওর ক্লাব বোটাফোগোর। মানে জাতীয় দলের স্টাফ থেকে সরে গেলেও ডেভিড এখনো বাবার নাগালের মধ্যেই থাকবেন।
আমার মনে হচ্ছে, এটা মিউচুয়াল ডিল।
বাপ-বেটা মিলে মোটা অংকের ইনকাম, ডেভিডের হেড কোচিং ক্যারিয়ারের সূচনা, আর আন্তর্জাতিক বিরতিতে বাবাকে সহযোগিতার সুযোগ, সবকিছু মিলিয়ে একদম উইন-উইন সিচুয়েশন।
এটা অসম্ভব কিছু নয়। বরং খুবই বাস্তবসম্মত।