Brazil Fan Club

  • Home
  • Brazil Fan Club

Brazil Fan Club This page Create a Brazil fan.

ডেভিড ও কার্লো আনচেলত্তি আলাদা হচ্ছেন, আবার ঠিকই একসঙ্গে থাকছেন।কার্লো আনচেলত্তি বসবাস করছেন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে,...
07/07/2025

ডেভিড ও কার্লো আনচেলত্তি আলাদা হচ্ছেন, আবার ঠিকই একসঙ্গে থাকছেন।

কার্লো আনচেলত্তি বসবাস করছেন ব্রাজিলের রিও ডি জেনেইরোতে, আর ডেভিড আনচেলত্তি কোচ হচ্ছেন রিওর ক্লাব বোটাফোগোর। মানে জাতীয় দলের স্টাফ থেকে সরে গেলেও ডেভিড এখনো বাবার নাগালের মধ্যেই থাকবেন।

আমার মনে হচ্ছে, এটা মিউচুয়াল ডিল।
বাপ-বেটা মিলে মোটা অংকের ইনকাম, ডেভিডের হেড কোচিং ক্যারিয়ারের সূচনা, আর আন্তর্জাতিক বিরতিতে বাবাকে সহযোগিতার সুযোগ, সবকিছু মিলিয়ে একদম উইন-উইন সিচুয়েশন।

এটা অসম্ভব কিছু নয়। বরং খুবই বাস্তবসম্মত।

আগামী মৌসুমে ম্যান ইউতে ১০ নাম্বার জার্সি গায়ে মাঠে নামবেন ম্যাথিউস কুনহা। ম্যান ইউতে কুনহাকে নিয়ে যতটা এক্সাইটেড তার চে...
07/07/2025

আগামী মৌসুমে ম্যান ইউতে ১০ নাম্বার জার্সি গায়ে মাঠে নামবেন ম্যাথিউস কুনহা। ম্যান ইউতে কুনহাকে নিয়ে যতটা এক্সাইটেড তার চেয়েও বেশি টেনশনে আছি।

লাস্ট সিজনের পারফরম্যান্স ধরে রাখতে পারলে তো খুবই ভালো। আর অ্যান্টোনির মতো ছন্দপতন হলে ব্রাজিল এবং কুনহা উভয়ের জন্য বিশাল লস হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।

ফিফা ক্লাব বিশ্বকাপের একমাত্র ডিফেন্ডার.... ৪৮ টা ডিফেন্সিভ অ্যাকশন, একটাও ফাউল করেননি, কেউ একবারও কাটাতে পারেনি!একচল্লি...
04/07/2025

ফিফা ক্লাব বিশ্বকাপের একমাত্র ডিফেন্ডার.... ৪৮ টা ডিফেন্সিভ অ্যাকশন, একটাও ফাউল করেননি, কেউ একবারও কাটাতে পারেনি!

একচল্লিশের দ্বারপ্রান্তে এসে থিয়াগো সিলভা এখনো আগের মতোই বস! 💥💪

ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে চেলসির কোচ এন্জো মারেস্কা:🇧🇷💥" ব্রাজিল ফুটবলকে সম্মান করতে এই টুর্নামেন্ট এর প্রয়োজন ছিল না,এ...
04/07/2025

ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে চেলসির কোচ এন্জো মারেস্কা:🇧🇷💥

" ব্রাজিল ফুটবলকে সম্মান করতে এই টুর্নামেন্ট এর প্রয়োজন ছিল না,এমনিতেই তারা সেরা। আমি সবসময় তাদের সম্মান করি। "

নিজের ভবিষ্যৎ ক্লাব চেলসির বিপক্ষেই মাঠে নামছে এস্তেভাও উইলিয়ান। ✨🇧🇷আগামীকাল সকাল ৭:০০ টায় ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফা...
04/07/2025

নিজের ভবিষ্যৎ ক্লাব চেলসির বিপক্ষেই মাঠে নামছে এস্তেভাও উইলিয়ান। ✨🇧🇷

আগামীকাল সকাল ৭:০০ টায় ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের মুখোমুখি চেলসি।

🚨🇧🇷 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: আল নাসের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জন্য প্রায় ৮৫ মিলিয়ন ইউরো অফার দিতে প্রস্তুত! আর্সেনাল এখনই তাকে বিক্...
04/07/2025

🚨🇧🇷 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: আল নাসের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জন্য প্রায় ৮৫ মিলিয়ন ইউরো অফার দিতে প্রস্তুত!

আর্সেনাল এখনই তাকে বিক্রি করতে চাইছে না। তবে সূত্র জানাচ্ছে, সঠিক প্রস্তাব পেলে আর্সেনালের মন গলতেও পারে।

🚨🇧🇷 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: গত কয়েক সপ্তাহে রোদ্রিগোর প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে আর্সেনাল। 🔴
03/07/2025

🚨🇧🇷 𝐁𝐑𝐄𝐀𝐊𝐈𝐍𝐆: গত কয়েক সপ্তাহে রোদ্রিগোর প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে আর্সেনাল। 🔴

৪০ বছর বয়সী থিয়াগো সিলভা ক্লাব ওয়ার্ল্ড কাপে টিম অফ দা উইক হয়েছে ❤️
03/07/2025

৪০ বছর বয়সী থিয়াগো সিলভা ক্লাব ওয়ার্ল্ড কাপে টিম অফ দা উইক হয়েছে ❤️

🗣️ সৌদি লিগ প্রসঙ্গে ব্রাজিল জাতীয় দলের পরিচালক রোদ্রিগো কায়েটানো-💥"আমরা সৌদি লিগ এবং সেখানে খেলা ব্রাজিলিয়ান খেলোয়াড...
03/07/2025

🗣️ সৌদি লিগ প্রসঙ্গে ব্রাজিল জাতীয় দলের পরিচালক রোদ্রিগো কায়েটানো-💥

"আমরা সৌদি লিগ এবং সেখানে খেলা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের পারফরমেন্স নিয়মিত পর্যবেক্ষণ করি। রেনান লোদি সবসময় জাতীয় দলের রাডারে আছে।"❤️👏

রেনান লোদিকে না রেখে লিওনার্দোকে পর্যবেক্ষণ করেন। যদিও লোদি এককালের ফেভারিট, কিন্তু প্রথম ম্রা সে দিসিলো।

🗣️ ব্রাজিল জাতীয় দলের পরিচালক রোদ্রিগো কায়েটানো- আরও বলেন 💥

"কাগজে-কলমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আল হিলালের জয়টা বিস্ময়কর মনে হতে পারে। কিন্তু আমার কাছে এটা মোটেও অবাক করার মতো নয়, কারণ তাদের খেলা ও দলে থাকা প্লেয়ারদের নামগুলো দেখলে সেটা যৌক্তিক মনে হয়।"❤️💥

প্রথমবারের মত নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী দল। 🏆
02/07/2025

প্রথমবারের মত নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ নারী দল। 🏆

বাংলাদেশ নারী ফুটবল দলের দুর্দান্ত পারফরম্যান্স! 🇧🇩এএফসি উইমেনস এশিয়ান কাপে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে তুলে নিল গর্বি...
02/07/2025

বাংলাদেশ নারী ফুটবল দলের দুর্দান্ত পারফরম্যান্স! 🇧🇩
এএফসি উইমেনস এশিয়ান কাপে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে তুলে নিল গর্বিত এক জয়। প্রথমার্ধে ১-০ এবং শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লাল-সবুজের মেয়েরা। অসাধারণ এই জয়ে গোটা জাতি গর্বিত! 🌟⚽🔥

🚨 ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ:🇧🇷 পালমেইরাস vs চেলসি 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🇧🇷 ফ্লুমিনেন্স vs আল হিলাল 🇸🇦🇨🇵 পিএসজি vs বা...
02/07/2025

🚨 ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ:

🇧🇷 পালমেইরাস vs চেলসি 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
🇧🇷 ফ্লুমিনেন্স vs আল হিলাল 🇸🇦

🇨🇵 পিএসজি vs বায়ার্ন মিউনিখ 🇩🇪
🇪🇦 রিয়াল মাদ্রিদ vs বুরুশিয়া ডর্টমুন্ড 🇩🇪

কি মনে হয়? সেমিফাইনালে খেলবে কোন চার দল?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Brazil Fan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share