Arsadul haque Rubel

Arsadul haque Rubel this my page profile

14/07/2025

ময়মনসিংহ

13/07/2025

ভাইরে এই ভিডিও স্মৃতি হয়ে রয়ে গেল

03/07/2025

কখনো কারো সাফল্য দেখে হিংসা করো না, আমাকে আপনিকে আল্লাহ যা দিয়েছে হয়তো তাও কারো কারো জীবনে স্বপ্ন

03/07/2025

পৃথিবীতে সবচেয়ে নিরীহ হচ্ছে পুরুষ

27/04/2025

মাশাআল্লাহ,

27/04/2025

নীল আকাশে এতো সুন্দর একটা চাঁদ থাকার পরেও

কারো কারো পৃথিবী অন্ধকার,,

21/04/2025

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামের বাসিন্দা জনাব, আবু তাহের সাহেব আজ সকালে বজ্রপাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল।পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ ক...
20/04/2025

ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ছেলে হাসছিল আর সিঙ্গারা খাচ্ছিল।

পাশ দিয়ে যাওয়া দুটো মেয়ের মনে হলো, ছেলেটা মেয়ে দুটোকে টিজ করেছে। মেয়েদের খুব ইগোতে লাগল। তারা প্রক্টরের কাছে বিচার দিলো। প্রক্টর ডেকে ছেলেটাকে বকাঝকা করল৷ ছেলেটা মেয়ে দুটোকে স্যরিও বলল।

কিন্তু, মেয়ে দুটোর ক্ষোভ মিটল না। তারা তাদের বয়ফ্রেন্ডকে গিয়ে ছেলেটার ব্যাপারে নালিশ দিলো। ছেলে দুটো ওই এলাকার গুণ্ডাদের খবর দিলো। গুণ্ডার দল এসে, ক্যাম্পাসের মধ্যে একটা ছেলেকে নৃসংসভাবে Ku pi য়ে গেল এবং ছেলেটা মারা গেল।

কী সাবলীলভাবে বলে গেলাম, তাই না? যেন একটা নাটক সিনেমার স্ক্রিপ্ট, একটার পর একটা দৃশ্য সাজানো।

এই যে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র, একেবারে বিনা কারণে, তুচ্ছতম ঘটনাতে প্রাণ হারাল, তার বাবা মা’র কাছে, তার ভাই আর বোনের কাছে কী জবাব দেবে এই রাষ্ট্র? এই বিশ্ববিদ্যালয় প্রশাসন?

আর, ইন্টেরিম সরকার?

ঘটনার সিসিটিভি ফুটেজ আছে৷ প্রক্টর মেয়ে দুটোকে চেনেও। মেয়ে দুটোকে ধরলে তাদের বয়ফ্রেন্ডদের ধরা যাবে। তাদের বয়ফ্রেন্ডদের ধরলে গুন্ডাদের টানা যাবে। উক্ত ঘটনা অনেকগুলো লোকের সামনেই ঘটল। অথচ, চব্বিশ ঘণ্টা পার হতে চলল, কিন্তু এখনও একটা অপরাধীকেও তারা গ্রেফতার করতে পারল না!!

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনা সরকারে, মিডিয়ায়, টকশোতে, আইনে আর আদালতে জায়গা পাচ্ছে না, আমি আর আপনি, আম জনতার তাহলে কী অবস্থা হবে বুঝুন একবার!

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Arsadul haque Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arsadul haque Rubel:

Share

Category