7 College

7 College ৭ কলেজের সকল প্রয়োজনীয় তথ্য ও শিক্ষামূলক পরামর্শ আমরা আপনাদের দিয়ে থাকি।

17/08/2025

সাদা পাথরের পর এবার লু*ট হচ্ছে জৈন্তাপুরের রাংপানির পাথর‼️

17/08/2025

মানুষকে মূল্যায়ন করবেন! অবশ্যই করবেন। কিন্তু প্রকাশ করবেন না! প্রকাশ করলে মূল্যহীন হয়ে যাবেন। 🙂

17/08/2025

বাস্তবতা

সব দো'ষ সিআরের! 🥲
17/08/2025

সব দো'ষ সিআরের! 🥲

17/08/2025

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে 'চলনবিল' হ*ত্যা‼️

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাফেটেরিয়ায় চালু হয়েছে ‘আল-আসলামিয়া পর্দা কর্নার’, য...
17/08/2025

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্যাফেটেরিয়ায় চালু হয়েছে ‘আল-আসলামিয়া পর্দা কর্নার’, যা পর্দাশীল ছাত্রীদের জন্য নিরিবিলি ও সম্মানজনক খাবারের পরিবেশ নিশ্চিত করছে। গ্লাস দেওয়ালে লেখা রয়েছে— “পর্দাশীল বোনদের সম্মানার্থে, পুরুষ প্রবেশ নিষেধ।”

কর্নারটির নামকরণ করা হয়েছে ইসলামের ইতিহাসে প্রথম নারী সেবিকা ও চিকিৎসক রুফাইদা আল-আসলামিয়ার নামে, যিনি রাসুল (সা.)-এর যুগে আহত সাহাবিদের সেবা দিতেন এবং মসজিদের পাশে তাঁবু করে গড়ে তুলেছিলেন প্রাথমিক হাসপাতাল ‘খিমাতু রুফাইদা’।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতে, ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক শিক্ষাঙ্গনে এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

( অনেকে বলবেন ক্লাস ই তো কম্বাইন্ড । হ্যাঁ কম্বাইন্ড ক্লাস ই হয় । তবে মন্দের ভালোর প্রশংসা করতেই হবে )

শুভ সকাল
17/08/2025

শুভ সকাল

16/08/2025

সোহরাওয়ার্দী কলেজ সম্মানিত অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় ম্যাম 31বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন....

16/08/2025

কিছু মানুষ একাই তার ভার্সিটি লাইফ কাটিয়ে দেয়!🙂
গফ-বফ বা বন্ধুত্ব ছাড়াই।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র বিভিন্ন বিভাগে ভর্তির শর্তাবলী...🔥 বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা.....
16/08/2025

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'র বিভিন্ন বিভাগে ভর্তির শর্তাবলী...
🔥 বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...
(HSC তে পঠিত বিষয় এবং ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রাপ্ত সর্বনিম্ন নম্বর অনুসারে)

👉 ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান না দাগালে "উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা এবং মনোবিজ্ঞান" বিভাগ পাবেন না।

👉 ভর্তি পরীক্ষায় গণিত না দাগালে "গণিত এবং পরিসংখ্যান" বিভাগ পাবেন না।
________________________________________
________________________________________
🔥 বাণিজ্য ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...

👉 যারা বাংলা অথবা ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের কে ভর্তি পরীক্ষায় উক্ত বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।

👉 পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC তে "গণিত" বিষয় থাকতে হবে।

👉 ইসলামিক স্টাডিজ/আরবি বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/আরবি বিষয় থাকতে হবে।
________________________________________
________________________________________
🔥 কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তির নূন্যতম যোগ্যতা...

👉 যারা বাংলা অথবা ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের কে ভর্তি পরীক্ষায় উক্ত বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে।

👉 গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC তে "গণিত" বিষয় থাকতে হবে।

👉 অর্থনীতি বিভাগ ও বিজনেস স্টাডিজ শাখার সকল বিভাগের ক্ষেত্রে HSC তে "গণিত/অর্থনীতি" থাকতে হবে।

👉 "গ ও ঘ" গুচ্ছভুক্ত বিভাগে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের HSC তে সংশ্লিষ্ট বিষয়ে ৪০% নম্বর থাকতে হবে। (ছবি সংযুক্ত)

👉 ইসলামিক স্টাডিজ বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/আরবি বিষয় থাকতে হবে।

👉 আরবি বিভাগে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম "বি (B)" গ্রেড থাকতে হবে।

©Tahmid Hasan

16/08/2025

কাল বিকেল থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে

Address

Titumir College
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when 7 College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 7 College:

Share

ঢাবি ও সাত কলেজের সমাবর্তন আগামী ৯ তারিখ

ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ - এই সাতটি কলেজ ১৬ ফেব্রুয়ারি ২০১৭ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ায় সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, এ সাতটি কলেজের জন্য আমরা একটি গ্রুপ ও পেইজ তৈরি করতে পেরে আনন্দিত। ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম যাতে ফেসবুকে আপডেট পেতে পারে তজ্জন্য আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সকলের সদয় সহযোগিতা কামনা করছি।

আমাদের সাথে লাইক, কমেন্ট করে এক্টিভ থাকবেন।