রিয়াজুল করিম

  • Home
  • রিয়াজুল করিম

রিয়াজুল করিম এসো জীবন গড়ার গল্প কবিতা আর গান শুনি। যা জীবন বদলে দিবে। আপনি হতে পারেন প্রশান্ত। Homeopathic Practices (D.H.M.S.M.D.E.H Kolkata) at Homeopathic

25/03/2024

তোরা না মানুষ!
রিয়াজুল করিম
২৪.০৩.২০২৪

সৃষ্টি কর্তার চ্যালেঞ্জ সৃষ্টি
মানুষ নামের জাত,
বিশ্বাসী হলে তারা সবাই
একই হবে পাত।

বুদ্ধি মেধা সৌর্য্য বির্য্য
এদের দিলেন ঢেলে,
সকল সৃষ্টি সাজিয়ে দিলেন
আরো ধরলেন মেলে।

মানুষ বাদে সকল সৃষ্টির
এক জনমে শেষ,
মানুষ হলো মহান রবের
সেরা সৃষ্টি বেশ।

ভালোতে তাঁদের পুরস্কার হবে
মন্দে হবে শাস্তি,
পরের জনমে মানুষ করবে
অনাদি কালে মাস্তি।

মানুষের তরে সারা পৃথিবীর
সকল সৃষ্টি ব্যাস্ত,
মানুষ রবের গোলাম হবে
সম্পর্ক বলে মস্ত।

জান্নাত পেলে সব একাকার
অভাব দুঃখ নাই,
দোযখে গেলে সব বরবাদ
করবে হায় হায়।

22/03/2024

নামাজ নয়তো শুধু রমজানে
নিত্য দিনের কাজ,
নামাজ ছাড়া যায়না কালি
মানুষের হৃদয় মাঝ।

নামাজ ছাড়া হয়না মুমিন
হোকনা মানুষ আস্ত,
নামাজ রাখে শরীর নিয়ম
হৃদয় দেহ সুস্থ।

নামাজকে যারা করছো হেলা
সামান্য কাজের ছুতায়,
বুঝবে সেদিন হিসাব দিতে
প্রমাণ পাবে গুঁতায়।

নামাজ আসলে করে পার্থক্য
কাফির মুসলিম কারা,
কি কারনে নামাজ পড়োনা
মুসলিম ভাবো যারা।

সময় থাকতে নামাজে দাড়াও
তওবা করে আগে,
নামাজ সবাইকে শিখিয়ে দিচ্ছে
ইসলাম জাগে ত্যাগে।

নামাজ কখনও মুমিন ছাড়েনা
হোকনা তুফান ঝড়,
নিজের জীবনে নামাজ কায়েমে
জান্নাতে পাবে ঘর।

সেই ঘরেতে ঢুকতে হলে
লাগবে হাতে চাবি,
এসো ভাই সব সোনার মানিক
সকলে নামাজে যাবি।

25/02/2024

গভীর তিমিরে মাথায় আমার
ভারি পাপের বোঝা,
হাজির হয়েছি মহা মহিম
আমি পাপী সোজা।

ক্ষমা পেতে চাই এখন আমি
তাইতো সেজদা লুটি,
তোমার করুনা সীমাহীন জানি
রহম আমার খুঁটি।

আমার পাপে জ্বলছি আমি
যা করেছি ভুল,
অবেলা এসে হিসাব মিলাতে
নাই গো খোদা কূল।

কার কাছে যাবো ক্ষমার জন্য
তুমি আমার মালিক,
বিশ্বাস করি মনের গভীরে
তুমি যে শুধু খালিক।

সৃষ্টি তোমার গোলাম আমি
কবুল করো ক্ষমা,
তোমার পা'য়ে ফেলেছি দেখো
করেছি পাপ জমা।

ফিরিয়ে দিওনা পারোনা দিতে
ঘোষনা করেছো তুমি,
মালিকের কাছে তুচ্ছ জানি
যা করেছি আমি।

রহমান তুমি রহীম তুমি
ক্ষমা তোমার কর্ম,
ডুবেছি নিজে আমার পাপে
দূরে ফেলেছি ধর্ম।

ভুল করেছি জুলুম করেছি
বুঝতে যখন পেরেছি,
দেরি করিনি সময় দিয়েছো
দুয়ারে হাজির হয়েছি।

কোলে তুলে নাও রহম দিলে
পবিত্র হতে চাই,
তুমি ছাড়া আজ কাউকে চিনিনা
তোমাকে যেনো পাই।

31/01/2024

রঙ মাখিয়ে হয়তো ভাবছো
অনেক ক্ষতি করেছো,
সময় তোমার জবাব দিবে
আমার পাপকে ক্ষয়েছো।

আমার আমি যতোটা চিনি
তোমরা তা চিনোনা,
আমার ভিতরে কি রঙ আছে
তাও তোমরা জানোনা।

কি লাভ হয়েছে তোমাদের
আমাকে কেনো ফাঁসালে,
প্রমান হবে একদিন ঠিকই
তোমাকে তুমি ভাসালে।

জবাব আমি সময়ে দিবো
কতটা নিষ্পাপ আমি,
বুঝবে সেদিন তোমার খাতায়
কি করেছো তুমি।

ক্ষমা পাবেনা কস্মিন কালেও
কতটা ক্ষত করেছো,
তোমার কলিজা নিজের হাতে
কেমন করে ধরেছো!

ছাড়তে পারবেনা শেষ পর্যন্ত
যতোক্ষণ না বলবো,
তোমার কষ্ট সেদিন বুঝবে
যেদিন আমি মরবো।

অকারণ ভাবি পৃথিবী আমি
এখানে কিছু চাইনা,
তোমার বিচারে এখানে হবেনা
সত্যি বিচার পাইনা।

বিচারের বাণী থাকলো বাঁধা
মহান মালিকের কাছে,
মনের গভীরে লালন করি
সেখানে পাওনা আছে।

করবো অপেক্ষা সেদিন ক্ষন
নিশ্চিত সবাই দেখবে,
আসল নকল প্রমান হবে
দেখে জগৎ হাসবে।

24/01/2024

পৃথিবী জুড়ে খোদারদ্রহীরা
উঠেছে এক মঞ্চে,
ভাবছে তাঁরা পৃথিবী আমার
ছড়াবো কুফরি গঞ্জে।

জন্ম হয়েছে নিয়ম বলয়ে
যা খুশি তা করবো,
সময় হলে আমার মতো
সেদিন আমি মরবো।

এদের ভাবনা বিষের মতো
জড়িয়ে কিছু বীজ,
যুগে যুগে তাই জন্ম হচ্ছে
সমাজ জ্বালানী চিজ।

চোখের পর্দা এতোটা পুরু
কিছুই চোখে পড়েনা,
হাজারও সৃষ্টি তুলনা বিহীন
তবুও ব্রেনে ধরেনা।

সমুদ্র আকাশ পাহাড় বনানী
কার ইশারায় চলছে,
বিশাল ঢেউয়ের জলরাশি
কিসের কথা বলছে!

কোথাও ধুধু বালির পাহাড়
আবার কোথাও পাথর,
একলা বসে কিছুটা সময়
দেখো তোমার গতর।

পাবেনা কোথাও একটু ক্রুটি
যেখানে যেমন দরকার,
ভাবনা তোমার খেয়েছে শয়তান
সব দেখছো বেকার।

জন্ম তোমার অকারন নয়
হিসাবের খাতা তৈরী,
করতে থাকো যতোটা পারো
এসব পাবে বৈরি।

তোমার অঙ্গ তোমার সময়
দাঁড়াবে তোমার সামনে,
কেমন করে কাটালো জীবন
এখন বাঁচবে কেমনে?

ডেকে নাও তোমার বড় নেতাকে
যদি বাঁচাতে পারে,
নেতার সাথে করতেই দেখা
পাপের রশি ঘাড়ে।

চিনিনা তোমাকে আমি বিপদে
কুরআন কেনো মানিনি,
সত্য মিথ্যা বুঝতে পেরেও
সঠিক পথে চলিনি।

আফসোস শুধু আফসোসে ভরা
কান্নার পানি রক্ত,
জানা ছিলোনা কিয়ামত হবে
কঠিন নিরেট শক্ত!!

23/01/2024

চুপ আছি বলে তোমরা ভাবছো, আমি থেমে গেছি।
প্রশ্ন-ই উঠেনা!
জাষ্ট অপেক্ষা করো।
সময় বলে দিবে তোমার আর অবস্থানের পরিসংখ্যান!!

08/01/2024

আপনি যখন সুন্দর জীবনযাপন করতে চেষ্টা করবেন, তখন সবচেয়ে বেশি বাঁধা পাবেন আপনার তথাকথিত আপনজনদের কাছ থেকে। আপনার অবস্থান যদি চোখে পড়ার মতো হয়, তখন তাঁরা সবাই একান্ত গোপনে আপনার শত্রুতা করবে, কিন্তু সামনে আপনাকে হুজুর হুজুর করবে। আপনার সামনে এমন ভাবভঙ্গি প্রকাশ করবে, যেনো তাঁরা সব সময় আপনার কল্যান কামনা করে। কিন্তু বাস্তবতা হলো, আপনার সকল সফলতায় তাঁদের চোখ জ্বলে। আপনি যেনো সব সময় কোনো না ঝামেলায় থাকেন, তাঁদের একমাত্র গোপন চাওয়া এর বাহিরে কিছু পাবেন না। এদের সাথে আপনাকে চলতে হবে চরম সন্তর্পণে। আপনি কোনো ভাবেই তাঁদের বুঝতে দিবেন না, যে আপনি তাঁদের সব ষড়যন্ত্র বুঝতে পারেন। এই সব তথাকথিত আপনজনদের থেকে আপনাকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। তবে একজন মুসলিম হিসাবে আপনি যা করবেন, তা হলো ওরা আপনার যতো ক্ষতি করতে চায় করুক, আপনার দ্বারা তাঁদের কোনো ক্ষতি করতে যাবেন না। তাঁরা আপনার তেমন কিছুই করতে পারবে না। মাঝখান থেকে তাঁরা নিজেরাই হিংসার আগুনে পুড়তে থাকবে। কারন হিংসা এমন একটি রোগ যা হিংসার শিকারের ব্যক্তির চেয়ে হিংসাকারীকে জ্বালিয়ে দেয়। সুতরাং হিংসার স্বীকার হোন, তাতে আপনার কিছু যাবে আসবে না।
একটি সময় আপনি সফল হবেন এটাই ইতিহাস।

06/01/2024

সেজদাতে লুটিয়ে দিয়ে মাথা
বলে তাঁকে মনের গোপন কথা।

ওগো তুমি সব জানো মোর পাপ,
যা'কিছু করেছি সব করো মাফ।

জবাব চেওনা দিয়ে তুমি লজ্জা,
আমি যে অসহায় থেকে কব্জায়।

কেউ জানেনা আমার পাপের খবর,
একা পেয়ে কি করে সেদিন কবর।

তুমি করে দাও মাফ আমার আজাব,
তুমি রহমান মাফ করা তোমার স্বভাব।

তুমি ছাড়া কেউ নেই যিনি করবে মাফ,
তোমার কোনো লাভ নেই রেখে পাপ।

রহমান জানি প্রেমিক তোমার মন,
কমতি নেই বিশ্বাসী আমি পাপি জন।

03/01/2024

চেষ্টা করি বারবার আমি
শক্ত হয়ে দাঁড়াবো,
দুঃখের সাগর মনের কষ্ট
একটা সময় মাড়াবো।

পারিনা কেমন যেনো হঠাৎ
সবকিছু হয় উল্টো,
আবার দেখি বাজতে থাকে
কষ্টের সেই ঘন্টা।

জড়োসড়ো হয়ে চেষ্টা করি
পারি কি'না উঠতে,
চারিদিক থেকে লাইন ধরে
এসে যায় কেউ ফেলতে।

31/12/2023

টাকার কাছে পৃথিবী গোলাম
টাকার অনেক শক্তি,
রাজা প্রজা নেতা চামার
সবাই করে ভক্তি।

টাকার জোরে চাকর শাসায়
নিজের মালিক দেখলে,
বাঘে মহিষে হয় একাকার
টাকা পকেটে থাকলে।

টাকায় কিনে মান সম্মান
রক্তকে করে পর,
টাকার শোকে গায়ে আসে
কাঁপুনি দিয়ে জ্বর।

জন্মে টাকা মরণে টাকা
টাকার আজিব খেলা,
নষ্ট করোনা অকারনে কেউ
টাকাকে করোনা হেলা।

টাকায় পারে অনেক কিছু
নীতিকে পারেনা কিনতে,
সবার কাছে লাগেনা ভালো
টাকার কিচ্ছা শুনতে।

নিয়মের মাঝে টাকা আসে
এর বাহিরে হারাম,
কিন্তু বাজারে টাকার হিসাব
বড্ড বেশি আরাম।

যাদের কাছে টাকার হিসাব
সবার চেয়ে বড়,
তাদের বাদে জীবনের হিসাব
নীতির সাথে গড়ো।

টাকার গরম সামান্য সময়
হঠাৎ করে ফুঁস,
থাকতে হাতে টাকার পাহাড়
ফিরবেনা কারো হুঁশ।

14/12/2023

এক মালিকের একটি কুরআন
কুরআন হাতে নবী,
সারা উম্মার একটি নেতা
সাথে দ্বীনের রবি।

একটি শিক্ষা মানো কুরআন
জীবন গড়ো সাচে,
জীবনের যতো নিষেধ বারণ
আছে কুরআনের কাছে।

যেই কুরআনে বদলে দিবে
মানুষ দেশের চিত্র,
শীশার মতো হবে বন্ধন
শত্রু হবে মিত্র।

কেউ হবেনা নিগৃহীত সেথা
সবাই সবার ভাই,
এমন সুন্দর কোথাও পাবেনা
পাবেনা বন্ধু তাই।

রাতের আঁধারে শোড়সী চলবে
নিজের আবরু নিয়ে,
কাউকে পাবেনা কোথাও লুকিয়ে
আসবে কষ্ট দিয়ে।

সবার কাছে সবার সম্মান
জীবনের চেয়ে দামী,
পৃথিবী জুড়ে পাবে ইতিহাস
প্রতিটি মানুষ নামী।

কেউ খাবে কেউ খাবেনা
হেতা হতেই পারেনা,
এখানে কোন আদম সন্তান
নিঘৃত হবে না।

জীবন মানে এদের কাছে
কিছুটা সময় অবকাশ,
হঠাৎ করে নোটিশ ছাড়া
যখন তখন পরবাস।

দুনিয়া মানে সাময়িক বাস
এই পৃথিবীর কোনে,
অজানা সময় একলা ঘরে
গহীন কোন বনে।

নিষেধ বারণে যাদের বিদায়
হয়েছে পরো পারে,
জ্বলছে তাদের সবার ঘরে
নূরের বাতি ঘরে।

খাস মেহমান রবের দুয়ারে
নানান আদর মেজবানে,
কুরআন বাদে কখনও পাবেনা
শক্তিশালী পীর জনে।

11/12/2023

রাতে আঁধার গোপনে ডাকে
এসো নিজেকে খুঁজি,
কোথায় তোমার রবের আসর
একাকী তাঁকে বুঝি।

কি পরিচয় তোমার আমার
রবের সাথে বন্ধন,
করতে নিজের স্বার্থে আজ
পরিচয় আমার সন্ধান।

মহান গুনের মালিকা তাঁর
আমরা নাকি ভাগিদার,
যদি চাও পেতে নিজের হিসসা
বারবার করি আবদার।

দিতেই তিনি অনেক খুশি
অভাব নেই কিছু,
নিয়ম মেনে আঁকড়ে ধরো
থাকো লেগে পিছু।

লজ্জ্বা করেন ফিরিয়ে দিতে
চাওয়াতে অনেক খুশি,
বান্দার সাথে প্রেমের খেলায়
প্রকাশ করেন হাসি।

প্রেমের বাজারে তিনিই প্রধান
দিতেই থাকেন অবিরাম,
নেই বাঁধা নেই প্রেমের বাজারে
কতটা লাগবে পরিমাণ।

মালিক গোলামে প্রেমের খেলা
রাশিরাশি করে দান,
রবের কাছে গোলামের সুখ
বাড়িয়ে দিবে মান।

Address


Opening Hours

Monday 09:30 - 14:30
16:30 - 21:30
Tuesday 09:30 - 14:30
16:30 - 21:30
Wednesday 09:30 - 14:30
16:30 - 21:30
Thursday 09:30 - 14:30
16:30 - 21:30
Saturday 09:30 - 14:30
16:30 - 21:30
Sunday 09:30 - 14:30
16:30 - 21:30

Telephone

+8801733184699

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিয়াজুল করিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিয়াজুল করিম:

  • Want your business to be the top-listed Media Company?

Share