News Noakhali

  • Home
  • News Noakhali

News Noakhali বিশ্বের চোখে নোয়াখালীর চিত্র "নিউজ নোয়াখালী" হৃদয়ে নোয়াখালীর প্রতিচ্ছবি

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন নোয়াখালীর কৃতি সন্তান আবু তাহেরএকাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের ব...
10/08/2025

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন নোয়াখালীর কৃতি সন্তান আবু তাহের

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক পদে উন্নীত হয়েছেন। ১৯৭৩ সালে সাংবাদিকতায় যাত্রা শুরু করে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি ও যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেওয়া আবু তাহের ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষতার জন্য পরিচিত। ‘সূর্যোদয়’ সাময়িকীতে নয় বছর ধরে জনপ্রিয় কলাম ‘বালিশ কথন’ লিখে পাঠকপ্রিয়তা অর্জন করেন।

নোয়াখালী শহরে জন্ম নেওয়া এই সাংবাদিকের বড় ছেলে চিকিৎসক, ছোট ছেলে প্রকৌশলী।

© Md Shalahuddin

10/08/2025

নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে চলছে নেতাদের সেলফি তোলার হিড়িক
চারপাশে পানিবন্দি মানুষ, ত্রাণের জন্য হাহাকার—তার মাঝেই কিছু নেতা ব্যস্ত শুধুই ক্যামেরার সামনে হাসি-ঠাট্টায়।
তবে ভিন্ন চিত্রও দেখা গেছে—জামায়াতের এক নেতা নিজেই কাদা গায়ে হাতে কোদাল তুলে বাঁধ কাটছেন, চেষ্টা করছেন পানির প্রবাহ ঠিক করতে।

09/08/2025

নোয়াখালীর সেনবাগ সেবারহাট ভ/য়া*বহ অ/গ্নি*কা'ন্ড। নেভাতে কাজ করছে ফায়ারসার্ভিসের ৩ টি ইউনিট।

07/08/2025
ইন্না-লিল্লাহি ওয়াহ ইন্না-ইলাহি রাজিউন। মর্মান্তিক সড়ক দূর্ঘটনা-স্থানঃ নোয়াখালী - লক্ষ্মীপুর রোড, চন্দ্রগঞ্জ পুর্ব বাজার...
06/08/2025

ইন্না-লিল্লাহি ওয়াহ ইন্না-ইলাহি রাজিউন।

মর্মান্তিক সড়ক দূর্ঘটনা-
স্থানঃ নোয়াখালী - লক্ষ্মীপুর রোড, চন্দ্রগঞ্জ পুর্ব বাজারের পাশে

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলারা বের হতে পারেন নি,

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
ইন্না-লিল্লাহি ওয়াহ ইন্না-ইলাইহি রজিউন।

ব্রেকিং নিউজনোয়াখালীর বেগমগঞ্জে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নি'হ'ত...
06/08/2025

ব্রেকিং নিউজ
নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাস থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জন নি'হ'ত।

সাংবাদিকতায় সাহসিকতার স্বীকৃতি পেলেন নোয়াখালীর কৃতি সন্তান  "ঢাকা মেইল" এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। ২০২৪ সা...
04/08/2025

সাংবাদিকতায় সাহসিকতার স্বীকৃতি পেলেন নোয়াখালীর কৃতি সন্তান "ঢাকা মেইল" এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনি। ২০২৪ সালের ১৫ জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তাকে সাহসী সাংবাদিক সম্মাননা প্রদান করে।

রোববার (৩ আগস্ট) তথ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব কাউসার আহম্মেদ, প্রেস সচিব শফিকুল আলম ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সাংবাদিক হামিদ রনি বর্তমানে ঢাকা মেইলে কাজ করছেন এবং এর আগে প্রতিদিনের সংবাদে মাল্টিমিডিয়া ইনচার্জ ছিলেন। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন এবং ২০১০ সাল থেকে পেশাগত দায়িত্বে আছেন।

অনুষ্ঠানে শহীদ, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট ১৯৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।

কাবিরহাট উপজেলা সাংবাদিক রেজাউল করিম ভাইয়ের সন্তান Ahmed Rahat (রাহাত) মৃত্যুবরণ করেছেন।إنا لله وإنا إليه راجعونমহান রব ...
04/08/2025

কাবিরহাট উপজেলা সাংবাদিক রেজাউল করিম ভাইয়ের সন্তান Ahmed Rahat (রাহাত) মৃত্যুবরণ করেছেন।
إنا لله وإنا إليه راجعون
মহান রব রাহাতকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন 🤲উপজেলা

respect 🙏❤️
24/07/2025

respect 🙏❤️

“এই সাহস ও আত্মত্যাগ কখনো ভোলার নয়” — আনোয়ার ইব্রাহিম

উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বি'ধ্ব'স্তে'র ঘটনায় গভীর শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

তিনি শিক্ষিকা মাহরীন চৌধুরীর বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন—
"ছাত্রীদের জীবন বাঁ'চি'য়ে তিনি ফিরে গিয়েছিলেন আরও প্রা'ণ রক্ষায়। এই সাহসিকতা জাতিগত গর্বের বিষয়।"

এক ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম আরও লেখেন,
"বাংলাদেশের এই হৃদয়'বিদা'রক ঘটনায় আমরা শোকাহত। মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে।"

🔰 একজন বাঙালি হিসেবে আমরা গর্বিত — শিক্ষক মাহরীন শুধু শিক্ষিকা নন, তিনি আমাদের সাহস, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক।
তার আ'ত্ম'ত্যা'গ আমাদের হৃদয়ে চিরভাস্বর থাকবে।

শোক সংবাদ :কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ,ফ্রেন্ডসশিপ ৯৩ সম্মানিত সদস্য বোরহান কাজীর পিতা শ্রদ্...
24/07/2025

শোক সংবাদ :
কবিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ,ফ্রেন্ডসশিপ ৯৩ সম্মানিত সদস্য বোরহান কাজীর পিতা শ্রদ্ধেয় গোলাম সারওয়ার স্যার দুনিয়ার সফর শেষ করেছেন।(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।আগামী কাল সকাল নয়টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

22/07/2025

‘এনসিপি সরকার গঠন করলে উন্নয়নের প্রথম ইট গাঁথা হবে নোয়াখালীতে’

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

নোয়াখালী'র মাটি ও মানুষের কথা বলে ।