25/11/2025
রাশিয়া ইউক্রেনের একটি বিশাল অঞ্চল দখল করেছে, যা প্রায় বাংলাদেশের কাছাকাছি পরিমাণ। ইউক্রেনের মাটিতে দামী ইউরেনিয়াম রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ গম এই দেশেই উৎপাদন করা হয়। এই দেশের বিশাল শিক্ষিত জনগোষ্ঠী বিশ্বজুড়ে ইন্টারনেটভিত্তিক কাজে অন্যান্য দেশের তুলনায় বেশি চাকরি করে থাকে। শুধু আমেরিকার ফাঁদ বুঝতে না পেরে ভুল নেতৃত্ব এই দেশকে ভোগাচ্ছে।
#রাশিয়া #উক্রেন #দখল #ইউরেনিয়াম #গম