
16/08/2025
কুষ্টিয়ায় রেস দিতে গিয়ে স্পট-ডেট, দুর্ঘটনায় প্রা ন হারাল দুই বন্ধু নাহিন ও সিয়াম।
আপনার অপরিনতবয়স্ক সন্তানের হাতে বাইক দেওয়া থেকে নিরুতসাহিত থাকুন। বিপদজনক মোটর বাইক রেসিং থেকে দূরে রাখুন। আপনার সন্তানকে ভালবাসা দিয়ে মানুষ করুন। আদরে বাঁদর করে তুলবেন না।
বন্ধুদের খবর রাখুন, গ্রুপ সদস্যদের আকটিভিটি নজরে রাখুন, আপনার সন্তান টাকে আপনি ভাল রাখতে সচেষ্ট হউন। মোটরসাইকেল কিনে দেওয়ার আগে ভালো করে যাচাই করে দেখবেন এই বয়সে আদৌও তার মোটরসাইকেল এর প্রয়োজন আছে কিনা?
ফ্যাক্ট: গতকাল কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১০ জনের একটা দল ভেড়ামারা লালন শাহ সেতুতে ঘোরাঘুরি করতে গিয়ে মটর সাইকেল রেসিং এর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ২ জনের মৃ ত্যু হয়েছে। তারা কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।