21/07/2025
সাংবাদিক আশিক আলীর মাতৃবিয়োগ : বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের শোক
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলীর মমতাময়ী মা জয়বুন বিবি ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২১ জুলাই) সকাল ৯টায় তার নিজ বাড়ি বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জস্থ আলাপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০৮ বছর। ওইদিন বাদ আছর জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যজনিত কারণে নানা রোগে ভোগছিলেন।
এদিকে সাংবাদিক আশিক আলীর মাতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার এক শোক বার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
শোক প্রকাশ করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাবেক সভাপতি আবদুল আহাদ, সাবেক সাধারন সম্পাদক এইচএম ফিরোজ আলী, সাবেক সভাপতি খালেদ মাসুদ রনি, সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন , সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন), সাবেক সাধারন সম্পাদক নবীন সোহেল (কালবেলা), রোহেল উদ্দিন (গণমুক্তি), বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন), যুগ্ম-সম্পাদক শুকরান আহমদ রানা (রুপালি বাংলাদেশ), কোষাধ্যক্ষ আবদুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (বার্তা২৪), সদস্য এমআর টুনু তালুকদার (নাগরিক টিভি), সালেহ আহমদ সাকী (খোলাকাগজ), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ) ও সহযোগী সদস্য আফজাল মিয়া।