Amader juri - আমাদের জুড়ী

Amader juri - আমাদের জুড়ী জুড়ী উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সংবাদ নিয়ে আমাদের পথ চলা।
(1)

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নির্বাচনী মাঠে ফেরার আলোচনা জোরদারডেস্ক নিউজ :সিলেট-০৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন ঘিরে ত্...
04/12/2025

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নির্বাচনী মাঠে ফেরার আলোচনা জোরদার

ডেস্ক নিউজ :
সিলেট-০৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় এসেছে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর নাম। আল্লামা ফুলতলী ছাহেব (রহ.)-এর কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি তিনি। ধর্মীয় অঙ্গন, সামাজিক সেবা এবং নেতৃত্বে দীর্ঘদিন সক্রিয় থাকায় এলাকায় তাঁর একটি শক্তিশালী জনভিত্তি গড়ে উঠেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। মাত্র সাত মাসের সংক্ষিপ্ত মেয়াদে এলাকায় উন্নয়ন, সেবা এবং জনদুর্ভোগ নিরসনে তাঁর কিছু বিশেষ উদ্যোগ স্থানীয়ভাবে সাড়া ফেলে। জাতীয় সংসদে শিক্ষাব্যবস্থার সমালোচনা করে দেওয়া তাঁর বক্তব্যও দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে প্রথম আলো, রূপালী বাংলাদেশ, জনকণ্ঠ, যুগান্তর, জনবাণী, জৈন্তাবার্তা, সিলেটের মানচিত্র এবং সচিত্র সিলেটসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে পুনরায় প্রার্থী হিসেবে দেখার আগ্রহ ভোটারদের মধ্যে স্পষ্ট।

স্থানীয় রাজনীতিতে ঘনিষ্ঠ কয়েকজন বিশ্লেষকের মতে, হুছামুদ্দীন ফুলতলী নির্বাচন করলে সিলেট-০৫ আসনের সমীকরণ পাল্টে যেতে পারে। তাঁর জনপ্রিয়তা, পারিবারিক পরিচিতি এবং আগের মেয়াদে নেওয়া কাজগুলো ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা। এতে দলগুলোর কৌশল, জোটের হিসাব–নিকাশ এবং মাঠের অবস্থান নতুনভাবে নির্ধারিত হতে পারে বলেও বিশ্লেষকদের মন্তব্য। তবে এখন পর্যন্ত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি। স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

22/11/2025

টুয়েন্টি স্টার বিজনেস গ্রুপ এর চেয়ারম্যান Mohammad Foyjur Rahman সাহেবের ব্যাবসা প্রতিষ্ঠানে মৌলভীবাজার-১ এর ধানের শীষের এমপি পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু সাহেবের সাক্ষাৎকার।

17/11/2025

প্রিয় জুড়ী বাসি, আসসালামু আলাইকুম শীত উপলক্ষে Fabricon Fashion Juri আপনাকে দিচ্ছে ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় নিত্যনতুন পোশাক। সাথে পেয়ে যাবেন ১০% ডিসকাউন্ট। স্টক সীমিত চলে আসুন আমাদের আউটলেটে।
যোগাযোগ :জহুর আলী মার্কেটের ভিতরের শেষ দোকান। ভবানীগন্জ বাজার, জুড়ী। what's app number - 01711450386

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার ১ আসনে - আনজুমানে আল ইসলাহ সমর্থীত স্বতন্ত্র এম পি প্রার্থীমুফতি মাওলানা ...
17/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার ১ আসনে - আনজুমানে আল ইসলাহ সমর্থীত স্বতন্ত্র এম পি প্রার্থী
মুফতি মাওলানা বেলাল আহমদের জুড়ীতে জনসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে জনসংযোগ করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থীত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ। রবিবার দুপুরে তিনি বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।

জনসংযোগকালে মুফতি মাওলানা বেলাল আহমদ বলেন,

“জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই। জনগণের অধিকার সুরক্ষায় আমি নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ।”

তিনি আরো জানান, দলীয় প্রতীক নয়, জনগণের আস্থা ও ভালোবাসাই তার মূল শক্তি।

এ সময় আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামিয়ার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুড়ী-বড়লেখা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুফতি মাওলানা বেলাল আহমদ।

Amader juri - আমাদের জুড়ী
সম্পাদক : ফয়জুর রহমান

16/11/2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সৎ, যোগ্য ও আদর্শবা...
16/11/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী, সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিত্ব জননেতা মুফতি মাওলানা বেলাল আহমদ এর নির্বাচনী গণসংযোগ।

আজ জুড়ী উপজেলার ফুলতলা বাজারে গণসংযোগকালে জননেতা মুফতি মাওলানা বেলাল আহমদ স্থানীয় ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। সেখানকার মানুষের উষ্ণ সাড়া, ভালোবাসা ও আন্তরিকতা তাকে ঘিরে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। তিনি সবার দু’আ, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌿🎉 শুভ উদ্বোধন! শুভ উদ্বোধন! শুভ উদ্বোধন! 🎉অতি আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে,আগামী ৯ই নভে...
07/11/2025

🌿 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🌿

🎉 শুভ উদ্বোধন! শুভ উদ্বোধন! শুভ উদ্বোধন! 🎉

অতি আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে,
আগামী ৯ই নভেম্বর ২০২৫ ইং, রোজ রবিবার সকাল ৭:৩০ মিনিট হইতে
জুড়ী–বড়লেখা টু সিলেট
বিরতিহীন বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে! 🚌💨

📍 স্থান:
জুড়ী ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড হইতে
সিলেট কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত।

🕒 প্রতি এক ঘণ্টা পরপর নিয়মিত বাস চলাচল করবে।

---

শুভেচ্ছান্তে,
সভাপতি / সম্পাদক
জুড়ী মোটর বাস মালিক সমিতি

📞 অগ্রিম টিকিটের জন্য যোগাযোগ করুন:
👉 01725-989693
👉 01736-735696

---

🟢 চলুন, সময়মতো নিরাপদ যাত্রায় অভ্যস্ত হই!

🚌 জুড়ী টু সিলেট – এখন আরও সহজ, আরও দ্রুত!

---

#জুড়ী #সিলেট #বাসসার্ভিস #শুভউদ্বোধন #প্রবাসী

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রার্থী হলেসংসদে তিনি শুধু জকিগঞ্জ-কানাইঘাট নয় বরং গোটা সিলেট এবং জাতীয়ভাবে আলেম-উলাম...
06/11/2025

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রার্থী হলে
সংসদে তিনি শুধু জকিগঞ্জ-কানাইঘাট নয় বরং গোটা সিলেট এবং জাতীয়ভাবে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব করবেন বলে বিশ্বাস করছেন সিলেটের উল্লেখযোগ্য আলেম সমাজ ।

গঞ্জন শুনা যাচ্ছে এবারের  নির্বাচনের পরিবেশ সুন্দর থাকলে জাতীয় পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজ...
06/11/2025

গঞ্জন শুনা যাচ্ছে এবারের নির্বাচনের পরিবেশ সুন্দর থাকলে জাতীয় পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার-১.২.৩.৪ সংসদীয় আসনে শক্তিশালি প্রার্থী দিতে পারেন ।

আজ সন্ধ্যায় জুড়ি শিশু পার্কে,  শুরু হচ্ছে নাশিদ মাহফিল। আমরা থাকবো ইনশাআল্লাহ।
06/11/2025

আজ সন্ধ্যায় জুড়ি শিশু পার্কে, শুরু হচ্ছে নাশিদ মাহফিল। আমরা থাকবো ইনশাআল্লাহ।

05/11/2025

ব্রেকিং:
নিউ ইয়র্কে মেয়র পদে ভারতীয়-উগান্ডান পরিবারের সন্তান জোহরান মামদানি বিজয়ী। পিতৃসূত্রে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং কট্টর জায়োনিস্ট বিরোধী হওয়াতে প্রেসিডেন্ট ট্রাম্পসহ মার্কিন বিলিয়নিয়ারদের তীব্র বিরোধিতার মুখে তিনি এই বিজয় অর্জন করেন।

Address

Juri Upazila
Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Amader juri - আমাদের জুড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader juri - আমাদের জুড়ী:

Share