আমাগি বাড়ি খুলনা

আমাগি বাড়ি খুলনা হিংসা নয়❤️
সবাই একসাথে এগিয়ে যাবো🤝
তাহলে সফলতা নিশ্চিত✊
সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ🫶❤️

শুটিং টাইম 😄পোজে আছে 🤝আমাগি শিল্পি রিপন ভাই 🤠
09/09/2025

শুটিং টাইম 😄
পোজে আছে 🤝
আমাগি শিল্পি রিপন ভাই 🤠

08/09/2025

শুভ রাত্রি প্রিয় বন্ধুরা
কেমন আছেন আপনারা

আজকের শুটিং টাইম 😊মেকাব শেকাব করার সময় 😎
08/09/2025

আজকের শুটিং টাইম 😊
মেকাব শেকাব করার সময় 😎

আমার ময়না আমার আগমনে বাজারের সেরা মাছ কিন্না আনছে। আলহামদুলিল্লাহ 😊
08/09/2025

আমার ময়না
আমার আগমনে বাজারের সেরা মাছ কিন্না আনছে।
আলহামদুলিল্লাহ 😊

07/09/2025

শুভ রাত্রি।
কেমন আছেন।

শ্রদ্ধের মানুষ গুলোর সাথে সকলের সু স্বাস্থ্য কামনা করি।
05/09/2025

শ্রদ্ধের মানুষ গুলোর সাথে
সকলের সু স্বাস্থ্য কামনা করি।

আলহামদুলিল্লাহ সোনার হরিণ পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ 🤲আলহামদুলিল্লাহ।
03/09/2025

আলহামদুলিল্লাহ সোনার হরিণ পেয়ে গেলাম।
আলহামদুলিল্লাহ 🤲আলহামদুলিল্লাহ।

09/03/2025

ফরজ গোসলের আগে অ’পবিত্র অবস্থায় কি সেহরি খাওয়া যাবে?
পবিত্র রমজান মাস, এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের সঙ্গে ইবাদত করে থাকেন। এ জন্য এই মাসে পবিত্রতার বিষয়ে সবাই বেশ সতর্ক থাকেন।

কিন্তু কখনো রাতে স্বপ্নদোষ বা সহবাসের কারণে গোসল ফরজ হয়ে যায়। এ অবস্থায় সেহরি খাওয়া যাবে কি না। এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন থাকে।

রোজা রাখার উদ্দেশে শেষ রাতে ঊষা উদয়ের আগে যে পানাহার করা হয়, তা সেহরি হিসেবে পরিচিত। রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত। তবে স্বপ্নদোষ বা স্বামী-স্ত্রী সহবাসের পর গোসল করা ফরজ। এ ফরজ গোসল না করে যদি সেহরি খাওয়া হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে কি-না, তা নিয়ে অনেকের মনে দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে।

আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকাকেই রোজা বলা হয়। আপাতদৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়। কিন্তু এটি নিয়ে বেশকিছু ভুল ধারণা বিদ্যমান, যেগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ রয়েছে। তেমনই একটি হচ্ছে, ফরজ গোসলের আগে সেহরি খাওয়ার বিষয়টি নিয়ে।

রমজান মাসে রোজা পালনের উদ্দেশ্যে সেহরি খাওয়া সুন্নত। ইসলামি চিন্তাবিদরা বলছেন, নিয়ম অনুযায়ী গোসল ফরজ হওয়ার পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের আগে পবিত্র হয়ে নেয়া উত্তম। তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়। কারণ সেহরি খাওয়ার জন্য পবিত্রতা ফরজ নয়, বরং সুন্নত।

বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে দুইভাবে বর্ণিত আছে, গোসল ফরজ হওয়ার পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের পূর্বে পবিত্র হয়ে নেওয়া উত্তম। তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যায়। তাই গোসল ফরজ অবস্থায় সেহরি খেতে পারবেন।

ফকিহবিদদের মতে, যদি গোসল ফরজ হয়ে যায় তা সত্ত্বেও সেহরি খেয়ে রোজা রাখলে রোজা সহি হবে। তবে ফজরের ওয়াক্ত থাকতেই গোসল করে সময় মতো নামাজ আদায় করতে হবে।

এই বিষয়ে মুসলিম শরিফের ২৫৯২ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গোনাহ।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রমজান মাসে স্বপ্নদোষ ব্যতীতই অপবিত্র অবস্থায় রাসুল (সা.) সুবহে সাদিক অতিক্রম করতেন। অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন।

(বোখারি : ১৮২৯, মুসলিম : ১১০৯।)

লেখক: মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা সংবাদদাতা

With Akram Hossain – I just got recognized as one of their top fans! 🎉
02/03/2025

With Akram Hossain – I just got recognized as one of their top fans! 🎉

হে আল্লাহ তুমি সকলের অন্তরের খবর রাখো।তোমার রহমতে সকলের মনের আশাপূরণ করে দাও। আমিন😢🤲
13/02/2025

হে আল্লাহ তুমি সকলের অন্তরের খবর রাখো।
তোমার রহমতে সকলের মনের আশাপূরণ করে দাও।

আমিন😢🤲

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
06/02/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

Good Night
06/02/2025

Good Night

Address

Upazila

Alerts

Be the first to know and let us send you an email when আমাগি বাড়ি খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাগি বাড়ি খুলনা:

Share