03/05/2024
বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে যে, জেল গেট থেকে বাসায় পৌঁছার আগের সম্পূর্ণ অপরিবর্তিত মনোবলে এত জোরালো বক্তব্য যিনি দিয়েছিলেন তিনি মাওলানা মামুনুল হক হাফি.
ভালবাসার ঢেউ আটকানো যায়না।
গতরাত থেকে এখন পর্যন্ত ওলামা ত্বলাবা ও তৌহিদী জনতার স্রোত কল্পনাকে হার মানাশ।
বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেবের গাড়ী আসাদ গেইটে পৌছার আগেই লাখো জনতার উপস্থিত।
এযেন তিন বছরের জমে থাকা ভালবাসার বিস্ফোরণ।
হেরে যাক জালি,মের জুলুম, বেঁচে থাকুক মানুষের ভালবাসা।