ATC Online business

ATC Online business পরিশ্রম মানুষকে
অনেক স্বপ্ন পূরণ করাই

05/07/2025

যে কাজটা নিয়ে শুধু ভাবছেন আর ভেবেই যাচ্ছেন, সেটা ছোট করে হলেও শুরু করেন।

যেটা শুরু করলেন, যত বাধাই আসুক, সেটা অল্প হলেও একটু একটু করে প্রগ্রেস করেন।

একদিন এটা বড় হবে। একদিন আপনি সফল হবেন।

এটাই সূত্র।

29/06/2025

আলহামদুলিল্লাহ

আজকাল আমরা সবাই সাফল্য পেতে চাই, কিন্তু সফল হতে গেলে অনেক কিছু শেখা প্রয়োজন। কেবল পরিশ্রম নয়, আপনাকে দক্ষ হতে হবে, পরিপূ...
21/06/2025

আজকাল আমরা সবাই সাফল্য পেতে চাই, কিন্তু সফল হতে গেলে অনেক কিছু শেখা প্রয়োজন। কেবল পরিশ্রম নয়, আপনাকে দক্ষ হতে হবে, পরিপূর্ণভাবে প্রস্তুত হতে হবে। আপনি যখন শূন্য থেকে শত কোটির ব্যবসা গড়তে চান, তখন আপনাকে একে একে অনেক কিছু শিখতে হবে। আপনাকে শিখতে হবে টিম ম্যানেজ করা, টাকার সঠিক ব্যবহার, মানুষকে ডিল করা, আত্মবিশ্বাসের সাথে স্মার্টলি মিটিংয়ে হাজির হওয়া, গুছিয়ে কথা বলা, নিজের লাইফে ডিসিপ্লিনড হওয়া—এবং আরও অনেক কিছু।

এই শেখার প্রক্রিয়া শুধু ব্যবসার জন্য নয়, বরং এই প্রক্রিয়ায় আপনি ক্রমাগত নিজেকে উন্নত করতে থাকেন। আপনি কেবলমাত্র ব্যবসায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো মানুষ হয়ে ওঠেন, আরও ক্যারিশ্ম্যাটিক হয়ে ওঠেন। আপনি যখন এই দক্ষতা অর্জন করেন, তখন আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ—নিজেকে—আপগ্রেড করছেন।

✅ কেন শুধু টাকা পেলেই সফল হওয়া যায় না?
এখন, আপনি যদি ভাবেন যে, "আজ যদি আমি অনেক টাকা পাই, আমি তখন বিশাল ব্যবসা শুরু করে ফেলব!" তবে হয়তো আপনি পুরোপুরি ভুল ভাবছেন। এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে, টাকা পাওয়ার পরও আপনি যদি দক্ষ না হন, তবে আপনি সেই টাকাকে কাজে লাগাতে পারবেন না। এটা ঠিক যে, অনেক টাকা থাকলে আপনি হয়তো কিছু কেনাকাটা বা কিছু খরচ করতে পারবেন, কিন্তু তা দিয়ে বড় কিছু তৈরি করতে পারবেন না।

লটারী বিজয়ীদের উদাহরণ দিচ্ছি। অনেক লটারী বিজয়ী হয়তো বিশাল পরিমাণ টাকা পেয়েছে, কিন্তু বেশিরভাগই জানে না তারা কিভাবে সে টাকা ব্যবহার করবে। এক সময় দেখা যায়, তারা সেই টাকা হারিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়। কারণ, তাদের দক্ষতা এবং পরিকল্পনা ছিল না। তারা জানে না কেন তারা টাকা পেয়েছে, এবং সেই টাকা দিয়ে তারা কী করবে।

এছাড়া, এমনও অনেক উদাহরণ আছে যেখানে মানুষ বাবার দেওয়া জমি বা সম্পদ বিক্রি করে, কিন্তু তারা সেই টাকাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে না। কেন? কারণ তারা টাকার মূল্য জানে না, তারা জানে না টাকাকে কিভাবে কাজে লাগিয়ে আয় করতে হয়। অদক্ষ হাতে কোটি কোটি টাকা কখনো নিরাপদ হয় না।

✅ দক্ষতা না থাকলে টাকাকে কাজে লাগানো সম্ভব নয়
আপনি যদি সাফল্য অর্জন করতে চান, তবে প্রথমে আপনাকে নিজেকে সেই পর্যায়ে উন্নত করতে হবে, যাতে আপনি বড় পরিমাণ টাকা গ্রহণের যোগ্য হতে পারেন। টাকা তখনই আপনার কাছে আসবে, যখন আপনি সিস্টেমেটিকভাবে নিজেকে প্রস্তুত করবেন। যদি আপনি ১০০ কোটি টাকার বোঝা নিতে প্রস্তুত না হন, তবে আপনি সেই টাকা আসলেও তা কাজে লাগাতে পারবেন না।

এটা যেমন, আপনি যদি ১০০ কোটি টাকা হাতে পান, কিন্তু আপনার ব্যবসায়িক দক্ষতা, সিস্টেম এবং পরিকল্পনা না থাকে, তখন সেই টাকা খরচ হয়ে যাবে। কিন্তু, যদি আপনার যথাযথ দক্ষতা এবং পরিকল্পনা থাকে, আপনি সেই টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন।

আপনি যতটুকু উপার্জন করছেন, ততটুকুই আপনার যোগ্যতা
এটা সত্যি—আপনি আসলে ঠিক ততটুকুই উপার্জন করছেন, যতটুকু আপনার যোগ্যতা। তাই, যদি আপনি চান যে আপনার উপার্জন বাড়ুক, তবে প্রথমে আপনাকে নিজের দক্ষতা এবং যোগ্যতা বাড়াতে হবে। আপনার যোগ্যতা বাড়ানোর পর, টাকার ফ্লো আপনার দিকে আসতে শুরু করবে, এবং আপনি যা চান তা পেতে পারবেন।

আপনার যদি সেলসের দক্ষতা না থাকে, টিম ম্যানেজমেন্টে দক্ষতা না থাকে, সময়ের সঠিক ব্যবহার জানেন না, এবং নিজেকে সঠিকভাবে প্রেজেন্ট করার দক্ষতা না থাকে, তবে কোনো পরিমাণ টাকা দিয়েও আপনি বড় কিছু করতে পারবেন না।

✅ নতুন স্কিল শিখে নিজের জীবন পাল্টান
নিজের দক্ষতা বাড়ানো শুরু করুন—এটা আপনার সবচেয়ে বড় উপার্জন। যত বেশি আপনি শিখবেন, ততই আপনি সঠিক পথে এগিয়ে যাবেন। আপনি যদি সেলস, টাইম ম্যানেজমেন্ট, পাবলিক স্পিকিং, ক্লায়েন্ট পারসুয়েড করা—এইসব স্কিল শিখতে শুরু করেন, তবে আপনি নিজের জীবনের পরিস্থিতি পাল্টাতে পারবেন।

দক্ষতা অর্জন করার মাধ্যমে আপনি সেই পর্যায়ে পৌঁছাবেন, যেখানে আপনি ভালো পরিকল্পনা এবং ব্যবসায়িক দক্ষতা নিয়ে যেকোনো পরিমাণ টাকা কাজে লাগাতে পারবেন। তখন টাকা কেবলই একটি উপকরণ হয়ে দাঁড়াবে, যা আপনার সাফল্যের পথে চলতে সহায়ক হবে।

✅ শেষ কথা:

টাকা আর দক্ষতা একে অপরের পরিপূরক। আপনি যত বেশি নিজের দক্ষতা বাড়াবেন, তত বেশি আপনি সাফল্য অর্জন করবেন। সঠিক দক্ষতা এবং প্রস্তুতি না থাকলে, টাকা কখনই আপনার জীবনে সঠিকভাবে কাজ করবে না। তাই, আজ থেকেই নিজের স্কিল এবং দক্ষতা বাড়ানো শুরু করুন—টাকা নিজে এসে আপনার জীবনে প্রবাহিত হবে।
- সংগৃহীত
#জীবন_চক্র

16/06/2025

বিজনেস হচ্ছে সিংহের পিঠে চড়ার মতো!

যতক্ষণ সিংহের পিঠে চড়বেন ততক্ষণ মজাই লাগবে কিন্তু সিংহের পিঠ থেকে যদি একবার নামা লাগে, তাহলেই সিংহ আপনাকে খেয়ে ফেলবে!!

আলহামদুলিল্লাহ ঈদের পর আমাদের কার্যক্রম পুনরায় পূর্বের মতো শুরু হলো ঘরে বসে সম্পূর্ণ ক্যাশ অন  ডেলিভারিতে ইলেকট্রনিক্স ...
15/06/2025

আলহামদুলিল্লাহ ঈদের পর আমাদের কার্যক্রম পুনরায় পূর্বের মতো শুরু হলো ঘরে বসে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ইলেকট্রনিক্স পণ্য পেতে আমাদের হট লাইন নাম্বার 01581-596040 অথবা ইনবক্সে যোগাযোগ করুন

07/06/2025

আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ATC Online business পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক

একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল। ডাক...
06/06/2025

একবার এক গাধা অসাবধানতাবশত একটি কুয়ার মধ্যে পড়ে গেল। বিপদ থেকে রক্ষা পাবার জন্য প্রাণীটি জোরে জোরে ডাক ছাড়তে লাগল। ডাক শুনে গাধাটির মালিক গাধাটিকে উদ্ধারের জন্য কিছুক্ষণ নামমাত্র চেষ্টা করল।

একপর্যায়ে হাল ছেড়ে দিয়ে লোকটি ভাবল, গাধাটি বুড়ো, একে দিয়ে কোনো কাজ হয় না, কুয়াটিও শুকিয়ে হয়ে গেছে, এখান থেকে এখন আর পানি পাওয়া যায় না। কুয়া থেকে গাধাটিকে তোলার যে খরচ, তাতে লাভের চেয়ে লসই বেশি! অতএব, কুয়াটাকে মাটি ফেলে বুজিয়ে ফেলাই সঠিক সিদ্ধান্ত।

যেই কথা সেই কাজ। তখনই কুয়া ঢেকে ফেলার জন্য সে গ্রামের লোকজনকে ডেকে আনল। লোকেরা গাধার মালিকের কথায় সম্মত হয়ে কোদালের সাহায্যে কুয়ার মধ্যে মাটি ফেলা শুরু করল।

ঘটনা বুঝতে পেরে গাধাটি স্তম্ভিত হয়ে গেল। যে মালিকের জন্য সে সারা জীবন পরিশ্রম করে গেছে, তার অকৃতজ্ঞতায় গাধাটির চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল।

এরপর ঘটল আসল ঘটনা। সবাইকে অবাক করে দিয়ে গাধাটি প্রতিবার মাটি নিচে ফেলার সাথে সাথে সেটা গা থেকে ঝেড়ে ফেলে সেই মাটির উপর চড়ে বসতে লাগল। খুব শীঘ্রই সবাই দেখল গাধাটি কুয়ার মুখে পৌঁছে গেছে।

গাধাটি ছোট্ট একটি লাফ দিয়ে কুয়া থেকে বের হয়ে আসলো এবং সে তার মালিকের দিকে ঘৃণাভরে একবার তাকিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে বাঁচার জন্য জঙ্গলের দিকে হাঁটা দিল।

শিক্ষা: আপনি যাদের জন্য গাধার মতো খাটছেন, প্রয়োজন ফুরিয়ে গেলে তারাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, বিপদের দিনে আপনার পাশে না দাঁড়িয়ে উল্টো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই ওই লোকগুলোর মুখাপেক্ষী না হয়ে আজ থেকে নিজের মতো করে বাঁচুন।

গ্রাজুয়েশন শেষ করে ছেলে একদিন বাবাকে জিজ্ঞেস করল,— বাবা, সফল জীবন কাকে বলে?বাবা সরাসরি কোনো উত্তর দিলেন না। শুধু মৃদু হ...
31/05/2025

গ্রাজুয়েশন শেষ করে ছেলে একদিন বাবাকে জিজ্ঞেস করল,

— বাবা, সফল জীবন কাকে বলে?

বাবা সরাসরি কোনো উত্তর দিলেন না। শুধু মৃদু হেসে বললেন,

— চল, আজ ঘুড়ি ওড়াই। তখন তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব।

ছেলে বিস্মিত হয়ে বলল,

— এই বয়সে ঘুড়ি ওড়াবেন বাবা? আজব তো!

কিছু না বলে বাবা ছেলের হাত ধরে টেনে বাড়ির পেছনের মাঠে নিয়ে গেলেন। সেখানে কয়েকজন ছোট্ট বাচ্চা রঙিন ঘুড়ি উড়াচ্ছিল। বাবা তাদের একজনের কাছ থেকে একটা ঘুড়ি চেয়ে নিলেন। তারপর নাটাই হাতে নিয়ে ঘুড়ি ওড়াতে শুরু করলেন। সুতা আস্তে আস্তে ছাড়তে ছাড়তে ঘুড়িটাকে আকাশের অনেক ওপরে তুলে দিলেন। ছেলে চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল।

একসময় বাবা বললেন,

— দেখছো খোকা? ঘুড়িটা কত ওপরে উঠেছে, অথচ এখনও সুতো ধরে রাখা আছে। তোমার কি মনে হয় না, এই সুতোর টানটাই ওকে আরও ওপরে যেতে বাধা দিচ্ছে?

ছেলে কিছু না ভেবেই বলল,

— হ্যাঁ, ঠিকই তো! সুতো না থাকলে ঘুড়ি আরও উপরে উঠতে পারত।

মৃদু হাসলেন বাবা। তারপর হালকা টানে সুতা কেটে দিলেন। মুক্ত ঘুড়ি প্রথমে একটু ওপরে উঠল বটে, কিন্তু তারপরই দিশাহীন হয়ে দুলতে দুলতে নেমে এল নিচের দিকে... অবশেষে কোথায় যেন হারিয়ে গেল দৃষ্টিসীমার বাইরে।

বাবা এবার ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন,

— দেখলে খোকা? জীবনে যখন আমরা কোনো উচ্চতায় থাকি, তখন মনে হয় — কিছু বন্ধন আমাদের টেনে রাখছে। যেমন পরিবার, মা-বাবা, স্ত্রী-সন্তান, বন্ধুবান্ধব, নীতিবোধ, দায়িত্ব, শৃঙ্খলা — এসব আমাদের পেছন থেকে টেনে ধরছে, আমাদের আর এগোতে দিচ্ছে না। তখন আমরা ভাবি, এই সবকিছু থেকে মুক্ত হলেই বুঝি অনেক ওপরে উঠে যাব।

— কিন্তু বাস্তবতা হলো, ঠিক এই বন্ধনগুলোর জন্যই আমরা টিকে থাকি। এগুলোই আমাদের ভারসাম্য দেয়, পথ দেখায়, পতন থেকে রক্ষা করে। সুতা ছাড়লে যেমন ঘুড়ি পড়ে যায়, তেমনি বন্ধন হারালে আমরাও অচিরেই পতিত হই।

— মনে রেখো খোকা, সফল জীবন মানে কেবল ওপরে ওঠা নয়। সফল জীবন মানে হলো, নিজের শিকড়ের সাথে যুক্ত থেকে, দায়িত্বের বাঁধনকে সম্মান করে, মনের আকাশে টিকে থাকা। যারা বন্ধনকে ভালোবাসে, তারাই সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছে।

এটাই জীবনের সত্য।

এটাই সফল জীবন।

সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব মিলে না।😆
27/05/2025

সবার হিসাব মিলে কিন্তু আমার হিসাব মিলে না।😆

Address

Uttar Khan

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATC Online business posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share