
10/04/2025
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন বিদ্ধ*স্ত গা|জার সামনে। সে আর কেউ না। বাংলাদেশের এক নাগরিক। মানে আমাদের বাংলাদেশের ডাক্তার। গত ১ মাস গাজাবা|সী কে সম্পূর্ন ভলেন্টিয়ার হিসেবে চিকিৎসা দিয়ে গেছেন।
নিজেকে ওনার জায়গায় একবার চিন্তা করে দেখুন। আপনার আমার ঈমানের শক্তি আর তার ঈমানের শক্তির মধ্যে কতো সহস্র পার্থক্য।
এই বীর যোদ্ধার নাম ডা.মো. মইনুল হোসেন খান। আল্লাহ তাকে উত্তম পুরস্কার দান করুন।