02/10/2024
যারা এখন বড় হইতেছো, বাবা মা হবা
দেশের পরের প্রজন্মকে বোধ বুদ্ধি সহ বড় করার জন্য তোমাদের কিছু দায়িত্ব আছে।
প্যারেন্টিং নিয়ে অত আহামরিও কিছু করার দরকার নাই।
জাস্ট কয়েকটা বেসিক জিনিস করা যাইতে পারে
পোলাপানকে কারো সাথে কম্পেয়ার কইরো না প্লিজ। প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকের নিজস্বতা আছে। তাকে আরেকটা বাচ্চার সাথে তুলনা কইরা, তার মধ্যে হীনমন্যতা পুশ করার কোন ফায়দা নাই।
এরকম করলে আজীবন বাচ্চাটা কনফিডেন্স হীনতায় ভুগবে।
পরিবার থেকে আমাদের আগের জেনারেশনের কিছু বিশ্রী শব্দ বিদায় করে দিতে পারো।
যেমন ধরো ফর্সা।
এর থেকে বিশ্রী বাংলা শব্দ খুব কম আছে। দুনিয়াতে ফর্সা বইলা কিছু নাই। বেসিক সাদা, কালা, বাদামী রঙের মানুষ দুনিয়ার সব জায়গাতেই আছে।
মাথায় রাইখো,
মানুষের গায়ের রঙ নিয়ে কথা বলে দুনিয়ার সবচেয়ে ছোটলোক, মিন আর রূড মানুষরা।
তোমার বাসায় কোনদিন কারো গায়ের রঙ নিয়ে কোনদিন আলাপ কইরোনা। বাচ্চাটা দেখবা এসবকে কখনো গুরুত্বই দিবেনা।
দয়া করে, বাসা, গাড়ি এসবের মডেল, পয়শা এইগুলা নিয়ে আলাপ করতে যাইয়োনা। বাচ্চাকে ছোটলোক বানানোর জন্য এর থেকে ভালো আলাপ আর হয়না!
মানুষের আইডেন্টিটি তৈরি করতে যদি ম্যাটেরিয়াল লাগে, তাইলে ভাইবো একেবারে ভুল একটা পথে হাটা শুরু হইছে তোমার।
বাচ্চাকে জাস্ট ভালোবাসাটা শিখায়ো।
মানুষের প্রতি দরদ শিখায়ো।
শিখায়ো, নিজের বড়লোকি দেখানো মানে আরেকজনকে গরিব ফিল করানো!
এর থেকে বিশ্রী আর কিছু হয়না।
বাচ্চাকে জানায়ো, মাত্র কিছু মানুষ সব কিছু কৌশলে কেড়ে না নিলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে একই জিনিস ডিজার্ভ করতো।
জানায়ো
পৃথিবীতে একটা দুর্ভিক্ষও খাদ্যের অভাবে হয়নি
হয়েছে সুষম বন্টনের অভাবে।।