আমাদের গল্প

আমাদের গল্প একটা গল্প শুরু হয়… মনের গভীর থেকে।
শব্দে শব্দে বোনা হয় স্মৃতি, কান্না, ভালোবাসা আর নিরবতা।
এই পেইজ সেই গল্পের ঘর—যেখানে কেউ না কেউ ঠিক তোমার মতোই অনুভব করে।

জীবন রক্ষা করতে গিয়ে নিজেই হারালেন প্রাণ...হাটহাজারীর রাস্তায় এক মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষ হঠাৎ করে সড়কের মাঝখা...
30/06/2025

জীবন রক্ষা করতে গিয়ে নিজেই হারালেন প্রাণ...

হাটহাজারীর রাস্তায় এক মানসিক ভারসাম্যহীন (পাগল) মানুষ হঠাৎ করে সড়কের মাঝখানে চলে আসেন। সেই মুহূর্তে দ্রুতগতিতে আসছিল একটি মোটরসাইকেল। বাইক চালক চাইলেই নিজেকে বাঁচাতে গতি না কমিয়ে চলে যেতে পারতেন। কিন্তু না...
তিনি গাড়ির গতিতে ব্রেক কষেন, বাঁক নেন, চেষ্টা করেন মানুষটিকে বাঁচাতে...

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাইকটি উল্টে যায়। সেই মোটরসাইকেল আরোহী আর ফিরলেন না...
এক অজানা পাগলকে বাঁচাতে গিয়ে এক অজস্র স্বপ্নের মানুষের প্রাণ চলে গেল।

বিনামূল্যে ৩৫০০ "ক/ব/র খোঁড়া" মনু মিয়া ই/ন্তে/কা/ল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নিঃসন্দেহে মনু মিয়া ছিল...
29/06/2025

বিনামূল্যে ৩৫০০ "ক/ব/র খোঁড়া" মনু মিয়া ই/ন্তে/কা/ল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিঃসন্দেহে মনু মিয়া ছিলেন এক বিরল হৃদয়ের মানুষ, যিনি জীবনের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছেন অন্যের জন্য। তিন হাজারেরও বেশি মানুষকে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার মত এক মহান কাজ করে গেছেন নিরবে, নিঃস্বার্থভাবে।

এমন মানুষের শূন্যতা কখনো পূরণ হবার নয়।
হাওরের মাটি তাঁর মতো একজন সন্তানের জন্য গর্বিত থাকবে চিরকাল।

আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমিন।🤲

20/06/2025

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

MD Humayun

18/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। মজার বিষয় হচ্ছে সেখানে মেয়েদের পুরাতন জুতা বিক্রি হয় না। অনুসন্ধানে...
02/06/2025

গুলিস্থান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেট বসে। মজার বিষয় হচ্ছে সেখানে মেয়েদের পুরাতন জুতা বিক্রি হয় না। অনুসন্ধানে জানা গেল, কোন স্বামী/বাবা নিজে পুরাতন জুতা কিনে পড়লেও নিজের স্ত্রী-সন্তানের জন্য কোন দিন পুরাতন জুতা কিনেন না/কেনা পছন্দ করেন না। কিন্তু স্ত্রী ও সন্তানরা হয়ত এটি কোন দিন ভাবেনই না।

অনেক স্বামী ও বাবাকে নিজের জন্য পুরাতন জামা-কাপড় কিনতে দেখেছি কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য পুরাতন জামা-কাপড় ও জুতা কিনতে দেখিনি। স্বামী ও বাবারা বোধহয় এমনই হয় 💞💞💞

collected

আপনি দূরত্ব চাইলেনআর আমিদূর হতে আপনারেই চাইলাম
01/06/2025

আপনি দূরত্ব চাইলেন
আর আমি
দূর হতে আপনারেই চাইলাম

02/10/2024

যারা এখন বড় হইতেছো, বাবা মা হবা

দেশের পরের প্রজন্মকে বোধ বুদ্ধি সহ বড় করার জন্য তোমাদের কিছু দায়িত্ব আছে।

প্যারেন্টিং নিয়ে অত আহামরিও কিছু করার দরকার নাই।

জাস্ট কয়েকটা বেসিক জিনিস করা যাইতে পারে

পোলাপানকে কারো সাথে কম্পেয়ার কইরো না প্লিজ। প্রত্যেকটা বাচ্চা আলাদা, প্রত্যেকের নিজস্বতা আছে। তাকে আরেকটা বাচ্চার সাথে তুলনা কইরা, তার মধ্যে হীনমন্যতা পুশ করার কোন ফায়দা নাই।
এরকম করলে আজীবন বাচ্চাটা কনফিডেন্স হীনতায় ভুগবে।

পরিবার থেকে আমাদের আগের জেনারেশনের কিছু বিশ্রী শব্দ বিদায় করে দিতে পারো।

যেমন ধরো ফর্সা।

এর থেকে বিশ্রী বাংলা শব্দ খুব কম আছে। দুনিয়াতে ফর্সা বইলা কিছু নাই। বেসিক সাদা, কালা, বাদামী রঙের মানুষ দুনিয়ার সব জায়গাতেই আছে।

মাথায় রাইখো,
মানুষের গায়ের রঙ নিয়ে কথা বলে দুনিয়ার সবচেয়ে ছোটলোক, মিন আর রূড মানুষরা।

তোমার বাসায় কোনদিন কারো গায়ের রঙ নিয়ে কোনদিন আলাপ কইরোনা। বাচ্চাটা দেখবা এসবকে কখনো গুরুত্বই দিবেনা।

দয়া করে, বাসা, গাড়ি এসবের মডেল, পয়শা এইগুলা নিয়ে আলাপ করতে যাইয়োনা। বাচ্চাকে ছোটলোক বানানোর জন্য এর থেকে ভালো আলাপ আর হয়না!

মানুষের আইডেন্টিটি তৈরি করতে যদি ম্যাটেরিয়াল লাগে, তাইলে ভাইবো একেবারে ভুল একটা পথে হাটা শুরু হইছে তোমার।

বাচ্চাকে জাস্ট ভালোবাসাটা শিখায়ো।
মানুষের প্রতি দরদ শিখায়ো।

শিখায়ো, নিজের বড়লোকি দেখানো মানে আরেকজনকে গরিব ফিল করানো!

এর থেকে বিশ্রী আর কিছু হয়না।

বাচ্চাকে জানায়ো, মাত্র কিছু মানুষ সব কিছু কৌশলে কেড়ে না নিলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে একই জিনিস ডিজার্ভ করতো।

জানায়ো
পৃথিবীতে একটা দুর্ভিক্ষও খাদ্যের অভাবে হয়নি
হয়েছে সুষম বন্টনের অভাবে।।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের গল্প:

Share