
19/09/2024
মানুষ কোন লেভেল এর সাইকো হলে ভাত খাইয়ে পেট ভরিয়ে এর পরে আবার পিটায়, তাতেও শেষ নেই, পিটিয়ে শেষ অবদি মেরে ফেলা। আচ্ছা ঠিক কোন পরিবেশে এসব বিভৎস্য মন মানসিকতা নিয়ে বড় হলো এসব মানুষ। মনুষ্যত্ব নেই তা মানলাম, তাই বলে কি এতটাও নেই? পরিবার তাহলে শুধু সার্টিফিকেট আর চান্স পাওয়ার জন্য জোর দিতে গিয়ে নৈতিকতা শিক্ষা দিতে এতটা ভুল করে কীভাবে?
এতটা অবুঝ হলে শিক্ষাত সুশিক্ষায় না শুধু সার্টুফিকেট শিক্ষায় উন্নীত হলো এসব। সুশিক্ষা আর স্বশিক্ষা এসবের ধারের কাছেও ত নেই। সুশিক্ষা নিতে পারেনি তা বুঝলাম, স্বশিক্ষাটাও যাদের হয় না তারাই ত জ্ঞ্যানহীন আর ধূর্ত ভন্ড।
আসলে "শিক্ষাই জাতির মেরুদণ্ড" এটাই ভুল পড়ে এসেছি। "সুশিক্ষাই জাতির মেরুদন্ড" এটাই বুঝে এসেছি।
শেষে জানলাম সে মানসিক ভাবেও....😶😔