04/11/2025
. আল্লাহ মুত্তাকীদের (পরহেযগারদের) হেদায়েত দেন
> “এই কিতাব সন্দেহমুক্ত — মুত্তাকীদের জন্য পথনির্দেশ।”
(সূরা আল-বাকারা, আয়াত ২)
2. আল্লাহ তাওবা গ্রহণকারীদের হেদায়েত দেন
> “যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে ও সৎকাজ করে — আল্লাহ তার প্রতি হেদায়েত দান করেন।”
(সূরা ত্বাহা, আয়াত ৮২)
3. যারা আল্লাহর পথে চেষ্টা করে, আল্লাহ তাদের হেদায়েত দেন
> “যারা আমাদের পথে চেষ্টা করে, অবশ্যই আমি তাদের আমার পথে পরিচালিত করব।”
(সূরা আনকাবুত, আয়াত ৬৯)
4. আল্লাহ সত্যনিষ্ঠ ও বিনয়ীদের হেদায়েত দেন
> “আল্লাহ সেইসব মানুষকে পথ দেখান, যারা তাঁর দিকে ফিরে আসে।”
(সূরা আশ-শূরা, আয়াত ১৩)
🌿 হাদিসের আলোকে
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
> “যার জন্য আল্লাহ কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন।”
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)