সায়েম নূর

সায়েম নূর Passionate Digital Marketer & SEO Specialist|Creative Strategies for Your Brand|Let's Trend Together!

17/10/2024

"তুমি তোমার মত হও,
সবাই যে যার মত হয়ে গেছে"

ফেসবুকে রিমার্কেটিং করার জন্য সাধারণত ফেসবুক পিক্সেল এবং ওয়েবসাইট ব্যবহার করে ভিজিটরদের পুনরায় টার্গেট করা হয়। তবে, পিক্...
12/10/2024

ফেসবুকে রিমার্কেটিং করার জন্য সাধারণত ফেসবুক পিক্সেল এবং ওয়েবসাইট ব্যবহার করে ভিজিটরদের পুনরায় টার্গেট করা হয়। তবে, পিক্সেল এবং ওয়েবসাইট ছাড়া রিমার্কেটিং করার কয়েকটি পদ্ধতি আছে যা আপনাকে পুরানো ভিজিটরদের পুনরায় টার্গেট করতে সাহায্য করবে। নিচে কিছু উপায় দেওয়া হলো:
১. কাস্টম অডিয়েন্স ব্যবহার করে:
ফেসবুকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন যারা আপনার পেজের কনটেন্টের সাথে ইতিমধ্যে ইন্টার‌্যাক্ট করেছে। এই পদ্ধতিগুলি কাস্টম অডিয়েন্স তৈরি করতে সাহায্য করবে:
ভিডিও ভিউ: আপনার পেজে পোস্ট করা ভিডিও যারা দেখেছে, তাদের কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। আপনি ভিডিওর কত শতাংশ দেখেছে তা নির্দিষ্ট করে রিমার্কেটিং করতে পারবেন, যেমন ২৫%, ৫০%, বা ৭৫%।
ফেসবুক পেজ এনগেজমেন্ট: যারা আপনার পেজে লাইক দিয়েছে, কমেন্ট করেছে বা শেয়ার করেছে তাদেরকে পুনরায় টার্গেট করতে পারবেন।
ইনস্টাগ্রাম এনগেজমেন্ট: আপনার বিজনেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এনগেজড ভিজিটরদের রিমার্কেটিং করতে পারেন।
২. কনটেন্ট এনগেজমেন্ট কাস্টম অডিয়েন্স:
আপনার পেজে পোস্ট করা কনটেন্টের উপর ভিত্তি করে যারা ইন্টার‌্যাক্ট করেছে তাদের নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ:
যারা নির্দিষ্ট একটি পোস্টে রিয়েক্ট করেছে বা কমেন্ট করেছে, তাদেরকে পুনরায় টার্গেট করতে পারবেন।
যারা আপনার পেজের সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছে তাদেরকে টার্গেট করতে পারবেন।
৩. ফেসবুক ইভেন্ট রিমার্কেটিং:
যদি আপনি ফেসবুকে ইভেন্ট তৈরি করে থাকেন, তাহলে যারা সেই ইভেন্টে ইন্টারেস্ট দেখিয়েছে, গিয়েছে, বা ইন্টার‌্যাক্ট করেছে তাদেরকে পুনরায় টার্গেট করতে পারেন।
৪. লুকআলাইক অডিয়েন্স:
পুরানো ভিজিটরদের ডেটা থেকে লুকআলাইক অডিয়েন্স তৈরি করতে পারেন। এতে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে আপনার পুরানো ভিজিটরদের মতো নতুন ব্যবহারকারী খুঁজে দেবে, যারা আপনার কনটেন্টে আগ্রহী হতে পারে।
৫. ফেসবুক গ্রুপ রিমার্কেটিং:
যদি আপনার ব্যবসার জন্য ফেসবুক গ্রুপ থাকে, তাহলে যারা গ্রুপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে বা পোস্ট করেছে, তাদেরকে কাস্টম অডিয়েন্সের মাধ্যমে পুনরায় টার্গেট করতে পারেন।
৬. ফেসবুক লিড ফর্ম ব্যবহার:
লিড ফর্মের মাধ্যমে যারা আপনার বিজ্ঞাপনে সাবমিট করেছে, তাদেরকে পুনরায় টার্গেট করতে পারেন। এই তালিকা থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদের উপর রিমার্কেটিং চালাতে পারেন।
ফেসবুক রিমার্কেটিং করতে গেলে প্রথমে আপনাকে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে, তারপর সেই অডিয়েন্সের উপর নির্দিষ্টভাবে ক্যাম্পেইন চালিয়ে তাদের পুনরায় আপনার কনটেন্টের সাথে সংযুক্ত করতে পারবেন। এই প্রক্রিয়া ব্যবহার করে আপনি আপনার পুরানো ভিজিটরদের সাথে নতুনভাবে সংযোগ স্থাপন করতে পারবেন এবং তাদেরকে রিমাইন্ডার দিতে পারবেন যে তারা আপনার পণ্যের জন্য মূল্যবান।

©️Mustafiz

দেশের প্রায় ১১ কোটি ভোটারের জাতীয় তথ্য ভান্ডারের সকল তথ্য সজীব ওয়াজেদ জয় কিভাবে দেশি বিদেশি সকলের কাছে বিক্রি করে দিয়েছি...
05/10/2024

দেশের প্রায় ১১ কোটি ভোটারের জাতীয় তথ্য ভান্ডারের সকল তথ্য সজীব ওয়াজেদ জয় কিভাবে দেশি বিদেশি সকলের কাছে বিক্রি করে দিয়েছিল, তা জানতে ভিডিওটি দেখুন।
জানি না বর্তমান সরকার কী ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে। তবে এই এনআইডির মিরর কপি বিক্রির পিছনে দায়ী ততকালীন আইসিটি সচিব, নির্বাচন সচিব, এনআইডি ডিজিসহ সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন।
জয়ের ব্যবসার কৌশল দেখলে হতবাক হবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কেন গণ...

04/10/2024

সারাদিন নিজের পিছনে লেগে থেকেই কুল পাই না। অন্যের পিছনে লাগার সময় কই?

14/09/2024
25/08/2024

মালিক পক্ষ কর্মচারীদের বেতন কেটে বন্যার জন্য দান করে নিজের কোম্পানীর মার্কেটিং করছে।
কি মজা। টাকা খরচ ছাড়াই মার্কেটিং।

19/08/2024

“গবীর হতে পারি,
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।”

লোকটাকে চেনা চেনা লাগছে? কিন্তু চিনতে পারছি না
13/08/2024

লোকটাকে চেনা চেনা লাগছে? কিন্তু চিনতে পারছি না

02/08/2024

উপরের নির্দেশে একদিন
আজরাইল(আ:)
সামনে এসে দাঁড়াবে!

02/08/2024

গত ১৬ বছরে ১১ লক্ষ কোটি টাকা পাচার!
লোকজন গত ৭ দিনে ক্ষয়ক্ষতির নিয়ে কথা বলে কেন?

17/07/2024

কোনো স্ক্রিপ্ট দেখে দেখে, ক্যামেরা থেকে চোখ না সরিয়ে কথা বলার জন্য, কোন টাইপের ডিভাইসটি ব্যবহার করা হয়?

Eid-Al-Adha Mubarak 😍
16/06/2024

Eid-Al-Adha Mubarak 😍

09/06/2024

রাজকোষ থেকে টাকা সরানো নিত্যদিনের কাম,
ঐইসব ঘাটতি পুরন করতে পন্যের বাড়াই দাম..🥱

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/05/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Team building session with OVAL Furniture team, a business venture of Daffodil Family-ড্যাফোডিল ফ্যামিলি               ...
25/05/2024

Team building session with OVAL Furniture team, a business venture of Daffodil Family-ড্যাফোডিল ফ্যামিলি

উগান্ডা বাংলাদেশ ভাই ভাই।আনন্দের আর সীমা নাই😂
07/05/2024

উগান্ডা বাংলাদেশ ভাই ভাই।আনন্দের আর সীমা নাই😂

সুগার ফ্রি লাড্ডু। স্বাদ খুবই ভালো ছিল।ধন্যবাদ Cookants Fresh
29/04/2024

সুগার ফ্রি লাড্ডু। স্বাদ খুবই ভালো ছিল।
ধন্যবাদ Cookants Fresh

Address

Uttara
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when সায়েম নূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সায়েম নূর:

Share