
01/07/2024
Somehow একজন প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবার পর হঠাৎ তাকে খুব মনে পরবেই, কিন্তু দেখবেন সবকিছু ভেবেচিন্তে তাকে আর আগের মত প্রকাশ করতে ইচ্ছা করবেনা সেই শূণ্যতা। কারণ মানুষ বড্ড অভিমানী।
যদিওবা প্রকাশ করেন! প্রস্তুত থাকুন, আশাহত হতে হবে। কারণ সম্পর্কের উষ্ণতা একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসেনা।
সম্পর্ক একবার নষ্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে তীব্র টানাপোড়েন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও!
একমাত্র Virtual Relationship এই সম্পর্ক জোড়া লাগে! বাস্তবে মানুষ মৌনযুদ্ধে লিপ্ত থাকে সবটা স্বাভাবিক করে নেবার অমিমাংসিত প্রচেষ্টায়, তবে তা সিংহভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়।
তাই সম্পর্কে আঁচ আসার পূর্বেই তার উষ্ণতা নিয়ন্ত্রণ করুন। ভালো থাকবেন 🤍